অনুভূতি গুলো আজও পরাধীন
স্বাধীন শুধু তোমার স্মৃতি ,
আজও আমি তোমাতেই মুগ্ধ
তবুও ভালোবাসায় টেনেছি ইতি।
-
ভালোবাসার শেষে প্রাপ্তি খুঁজো না,
পারলে মুগ্ধতা খুঁজো ।
কতটা পেলাম আর কতটা দিলাম..
এসব হিসেব নিকেশ বাদ দিয়ে,
একটু অনুভব করতে শেখো ।
দেখবে ভালোবাসার শেষ পরিণতি কষ্ট নয়,
একরাশ আনন্দের স্মৃতি ।।
ভালোবেসে বিচ্ছেদ হলে সেখানেই ইতি নয়,
ভালোবাসা সে তো ভালোবেসেই তৃপ্ত হয় ।।-
নাগরী তুমি নয়ন মুদে
কোন পাড়াতে ধাও?
কার হাসিতে লাগিয়ে দমক
স্নিগ্ধতা ফিরে পাও ?
ওই নদীতে ডুবির সাথে
থইথই করে জল।
সিক্তবসনা বঙ্গললনা
তুমি কি আমায় চেয়ে রও ?
-
কথারা ভীড় করে
মনের দুয়ারের মাঝে,
তোমার সুরে মুগ্ধ
হয়ে ঢেউয়ের তরঙ্গ বাজে।-
দুঃখ প্রত্যাবর্তনের আশায় অন্দরমহলে জড়িয়েছি,
একরাশ মরীচিকা...
ক্ষণিকতার তীক্ষ্ণ অনুপস্থিতে রজনীগন্ধা জেগে থাকে শব্দে,
পেতে শেষ বেলার মুগ্ধতা ।
-
তোমার ওই চোখের ভাষা আমার হৃদয় ছুঁয়েছে বন্ধু 💞
চোখের আড়ালে যে বেদনার বাস তোমার অন্তরে,
তা বোঝার ক্ষমতা হয়ত আমার নেই..
কিন্তু তোমার ওই নাকের নথে আমি মুগ্ধতা খুঁজেছি বন্ধু ❤️-
কল্পনার ডানায় ভেসে,
আমি উড়ি নীলিমা ছুঁয়ে,
যেখানে রঙেরা কথা বলে,
ছায়া গায় সুর তুলে।
সেইখানে গাছেরা হাঁটে,
আর ফুলেরা স্বপ্ন বোনে,
চাঁদের হাটে শব্দ বিকোয়,
তারারা গান শোনে।
সমুদ্র চায় আকাশ ছোঁতে,
পাহাড় হাসে ঢেউ দেখে,
পৃথিবী যেন এক রূপকথা,
ঘুম পাড়ায় আলোকে।
তুমি যদি চোখ বন্ধ করো,
তুমি দেখবে সেই দেশ—
যেখানে কল্পনা বাস্তব হয়,
আর বাস্তবও হারায় বেশ।
এই কবিতা শুধু স্বপ্ন নয়,
এ এক দরজা—অদেখা জগতে,
চলো, হাত ধরো কল্পনার,
চলো হারিয়ে যাই একসাথে।-
ছোট্টবেলার ভালোবাসার প্রথম অনুভূতি
আজও আছে অমলিন সে পরম প্রীতি,
গল্প চ্ছলে শেখা কত গভীর উপলব্ধি,
প্রথম প্রেমের গন্ধ মাখা অপূর্ব পিরীতি |
নতুন চোখে দেখতে শেখা বৃষ্টি ভেজা প্রকৃতি,
মুক্ত মনের অনুভবে নীল আকাশের আকুতি,
প্রথম শেখা মন্ত্র মুগ্ধ ভালোবাসার তৃপ্তি,
"ন হন্যতে" নামটিতে আজও প্রবল আসক্তি |
কৈশোরের প্রথম রোমাঞ্চের শ্বাসরুদ্ধ গতি,
তোমাতেই শুরু, তোমাতেই শেষ মধুর এ সমপৃক্তি |
-
একরাশ মুগ্ধতার মাঝেও আসে
চোরাবালির মতো দগ্ধতা,
শহরের জলসা জুড়েও নামে
নীরব নিঠুর স্তব্ধতা।— % &-