Payel Sahu   (পায়েল)
381 Followers · 86 Following

Simple Lady with simple life .Find enjoyment in writing & express myself through it .
Joined 15 February 2019


Simple Lady with simple life .Find enjoyment in writing & express myself through it .
Joined 15 February 2019
30 NOV 2024 AT 23:53






ভুলিনি তোমায়....

-


5 NOV 2024 AT 14:11

Learn how to trust someone...

Just love someone blindly, you will learn to trust.

Learn how to be intelligent...

Just love someone blindly, you will have so many intelligent ideas to make people fool.

Learn how to be innocent....

Just love someone blindly, you will learn to believe every words of your loved ones.

Learn how to digest insult....

Just love someone blindly, you will learn that.

Learn how to get rejected...

Just love a wrong man blindly, he will teach you about the real life.

Just be in love...





-


29 APR 2022 AT 19:15

ইচ্ছেপূরন

তুই আমার ইচ্ছেপূরন,
রোদ উঠলে ঘন মেঘের মতো কালো চুলের ছায়ায়
আড়ালে রাখিস আমাকে,
বৃষ্টি চাইলে মেঘ হয়ে ভিজিয়ে করাস শান্তির স্নান,
বিপদে থাকিস পাহাড়ের মতো বুক দিয়ে আগলে
আদর চাইলে অকুন্ঠ ভালবাসায় ভরাস অন্তর।
কি নাম দেবো তোর ?
প্রাপ্তির ইচ্ছেপূরন?


— % &

-


30 MAR 2022 AT 23:37


ছোট্ট ছোট্ট দাবী, অনেকখানি অধিকার, মাসের পর মাস যোগাযোগবিহীন হয়েও হঠাৎ আবদার সঙ্গ দেওয়ার, ঘুমিয়ে পড়া নিষ্পাপ সদ্য ফোটা ফুলের মতো মুখ...


সব টুকুই "স্বপ্ন"

— % &

-


18 MAR 2022 AT 10:13

ভালোবাসাগুলো এমন আলগাই থাকুক
যেমন হয় আবীরে রাঙানো গাল,
ভালোলাগাগুলো কিছু মুহূর্তেরই হোক শুধু
ঝুরঝুরে রঙের চিহ্ন থাকুক ক্ষণকাল।
রেশ রেখে যাক মনের গভীরে
প্রতীক্ষায় থাকুক অন্তর,
বৎসরান্তে ছুঁয়ে যাক বসন্ত উৎসব,
সম্পর্কে নতুনত্ব আসুক বছরভর।— % &

-


14 FEB 2022 AT 15:09

14th feb
মনের যেথায় আনাগোনা নিত্যদিনের অবসরের
Valentine's Day নিছক প্রতীক ভালোবাসা জাহিরের,
প্রাণের মাঝে তারই ছোঁয়া, বুকের ওমে বাস,
ভালোবাসার টান থাকবে মনে অভিমানীর বারোমাস।— % &

-


12 FEB 2022 AT 22:44

13th feb
ঠোঁটের ছোঁয়া দোর দিয়েছে অজানা কোনো গুম ঘরে,
মনপলাশী ছবি আঁকে পুরোনো দিনের রোমাঞ্চ ঘিরে।
মনে মনেই পৌঁছে দেওয়া ঠোঁটের নরম উষ্ণতার,
Kiss Day আজ হেসে বলে এসব ভীষণ অ-দরকার।— % &

-


11 FEB 2022 AT 16:15

12th feb
স্পর্শরা সব দিশেহারা যেন হারানো প্রেমের স্মৃতির ভারে,
বিশ্বাস আর ভরসার বুক আজ ছোঁয়াচ বাঁচায় প্রশ্রয়ের,
Hug Day ভীষন হাস্যকর ,তারিখ মাত্র ক্যালেন্ডারের;
প্রেমের শহর অনুসন্ধানে আজ বলিষ্ঠ দুই কোমল হাতের।— % &

-


10 FEB 2022 AT 15:21

11th feb
Promise Day সার্থক হোক ছেড়ে যাওয়ার অঙ্গীকারে ,
সারাজীবনের যত কথা হারাক কোনো অন্ধকারে,
ভালোবাসার রঙিন খাম ভিজুক বরং চোখের জলে,
আদুরে যত গোপন কথা ডুবুক কোনো গভীর জলে।— % &

-


9 FEB 2022 AT 12:40

10th feb
সবার প্ৰিয় আদুরে ভীষণ হাজার উপহার মাঝে,
রঙিন যত সাজপোশাকে ভাল্লুকের দল সাজে।
Teddy Day উদযাপিত প্রেমিকার প্ৰিয় উপহারের নামে ...
পুরোনো প্রেম প্রাণপণ বাঁচে অপ্রত্যাশিত অবহেলার দামে।— % &

-


Fetching Payel Sahu Quotes