QUOTES ON #মশা

#মশা quotes

Trending | Latest
18 AUG 2019 AT 19:28

যতই তুই লুকিয়ে আমার চোখের আড়ালে আসিস না কেন। সেদিন রাতে ও এসেছিলি বাইরে তখন প্রচন্ড বৃষ্টি, আর লোড শেডিং ও হয়েছে, তখন ভরসা ওই মোবাইল এর ক্ষীণ আলোর ওপরেই, উপভোগ করছি বৃষ্টি। হেডফোন এ চলছে অরিজিৎ সিং এর সেই রোমান্টিক গান গুলো। আর মায়ের বানানো গরম গরম চা, পুরো জমে গেছিল ব্যাপার টা। হটাৎ দেখলাম ,তুই এলি নিশব্ধে, বরাবর গান গেয়েই আমার কাছে তুই আসিস কিন্তু সেদিন হয়তো শুনতে পাইনি কানে হেডফোন ছিল তাই। এসেই আমার ঘাড়ের দিক তাতে তোর আলতো চুম্বন অনুভব করলাম। গান টা বন্ধ করে তোকে ছুঁতে যাবো ওমনি উড়ে পালালি, ভেবেছিলি অন্ধকারে বুঝতে পারবো না আর আমার রক্তপান করে পালাবি!? Just একটুর জন্য মিস করলাম না হলে তোর ভবলীলা সাঙ্গ করে দিতাম সেদিন , নির্লজ্জ মশকি।

-



মশা আর তুমি

(নিচে আছে কিছু কথা)😂😂

-


18 MAY 2019 AT 15:10

এবার থেকে ব্লাড ব্যাংকে রক্ত কম পরলে,
আর রক্তদান শিবির করবেন না।।
মশা গুলোকে যেকোনো উপায়ে ধরে নিয়ে যাবেন দয়া করে।।
ওদের গায়ে আমাদের অনেক রক্ত আছে,
ব্যাটারা এক একজন এক একটা ব্লাড ব্যাংকের সমান।।

-


23 JAN 2019 AT 10:57

মশা অতি ছোট
যায়না চোখে দেখা
হুল ফুটিয়ে পালিয়ে যায়
মেলে ছোট্ট পাখা।

রক্ত যখন খায় সে চুষে
পারে না সে উড়তে,
এক চড়েতে অক্কা পেলেও
নোংরা লাগে হস্তে।

'মা', 'মা ' বলে ডাকতে থাকি
ভীষন করে ঘৃণা
বাবা বলে হাতটা ধুয়ে
পড়তে বসো মানা।


-


27 JUN 2020 AT 10:57

মশা দমন

মশাকে আজ উপদ্রবের শুঁড়টি ধরে,
ঠ্যাং দুটোকে বাগিয়ে ,চাপড় মারবো জোরে।

হ্যাঁচকা টানে পড়বি কেমন বারান্দাতে,
ফুঁসবে রক্ত,বুকের শক্ত পাঁজরাতে।

না জানি মানে ,কি শোনাস কানে, গুনিয়ে গান,
রক্তচুষে করলি রে তুই গরম স্নান।

আমার গায়ের আটচালাতে,যদি করিস বাস,
নিজের রক্তে ভিজবে রে তোর আপন লাশ।

-


27 JUN 2020 AT 0:12


🦟বনের রাজা আমি শোনো হে প্রজার দল ,
মশা🦟 বলে, নত কর মাথা সব ।
বনের পশুসব লুটোপুটি হাসিতে ,
তুমিহে ক্ষুদ্র কীট রাজা কোন কারণে??মশা কয় ওরে হতভাগা হতে পারি চুনোপুঁটি 😡,আমার কামড়ে হবি তোরা কুপোকাত এক্ষুনি 🦟,সব পশু বলে পালাওওওওওও 🐎🐆🐕,পালাওও এক্ষুনি, কামড়ালে চুলকানি এ যে বড়ই দিগদারি।🐒😥😁😁
সবশেষে নত হল মাথা বনের রাজার তরে🤗🤗🤗---

-


23 JUL 2019 AT 23:15

রাতে ঘুমানোর আগে একটা মশা মেরে নিও🐝,
যাতে সব মশারা তাঁর জানাযায় চলে যায়।
আর তুমি শান্তি মতো ঘুমাতে পারো।🐸

-বিশ্বাস করো,আমি ছোটবেলা থেকেই ইন্টেলিজেন্স। 😁
তবেঁ কখনো তা নিয়ে অহংকার করি না।😜😝

-


25 APR 2019 AT 8:00

মেয়েটি আজ অনেকক্ষণ Kiss করল ঘুমিয়ে থাকা ছেলেটিকে। কিন্তু ছেলেটি তা টেরও পেল না। যখন জানল তখন সে জ্বরে আক্রান্ত। আর তার কিছুদিনের মধ্যেই মারা গেল ছেলেটি।

(বিঃদ্রঃ মেয়েটি একটি মশা 😜, মেয়ে means danger 🤣)

World Malaria Day

-


8 JUL 2021 AT 23:37

#শুভ_রাত্রি

চরম গরম, বন্ধ পাখা, আসে না লাইট।
মশারা গান গায়ে পার্টি অল নাইট।।

-


9 APR 2021 AT 8:44

#হাসিমজা
এতদিনে বুঝলাম মশারীর ভেতর মশা কোথা থেকে আসে!😢
কাল রাতে দেখি দুটো মশা দু-ধার থেকে মশারীর একটা ফুটো ধোরে টানছে, আর একটা করে মশা সেই ফাঁক দিয়ে ঢুকে যাচ্ছে।😲
ব্যাটারা software Update করেছে মনে হচ্ছে🤔

-