ধূলা মাখা স্মৃতি
অদৃশ্য কিছু অধ্যায়
যত্ন শেষে মানহীনতা।
মনের দেওয়ালে উল্কাপাত
স্থগিত সব রীতি
সঙ্গী কেবল নিস্তব্ধতা।-
জীবন নদী বাঁকে সময়ের ভাঙন,
প্রাচীন পলি খসে যায় বক্ষস্থল থেকে।
জোয়ার ভাটার খেলায় হারিয়ে যায় ভিন্ন কাব্য।
দূর কোনো প্রান্তের নদী বাঁক উল্লাস করে।
নবীন পলি দূর্গ আঁকে।-
শুকনো ফুলের গন্ধ
অভ্র গোলকুন্ডে।
মলিনতার ভীড়ে হারিয়ে যায় মৃত্যু শোক...
বার বার মৃত্যু নিবারন মানুষ আমি,
তাই নতুন মৃত্যুভয়...!
সে সব আর আসে না।-
আজ নাকি ভালোবাসার দিন? 🤣🤣
সত্যিকারের ভালোবাসা নাকি কখনো পুরানো হয় না, কখনো শেষ হয় না, etc. Bla bla bla.... 🤣🤣🤣
আচ্ছা, ক্লাস সিক্সের সাইকেলটা কোথায়? 🤔 যেটার প্রতি জন্ম জন্মান্তের ভালোবাসা ছিল।
মাধ্যমিকের পর কেনা প্রথম মোবাইলটাই বা কোথায়?
থাক... থাক... সেদিনের ভালোবাসা গুলো আজ সব গাদার গাঁ*
তাই আজকেরটাও.... 🤐🤪
বি:দ্র: এই না না... সকলের ভালোবাসা দীর্ঘজীবি হোক। ❤️ (Only I constant 😝)
Happy V'day 😍
-
আজ সরস্বতী পুজা। মানে বাংলা সংস্করণ valentine day. ♥️😜
তারপর ওই একটু ঘোরাঘুরি,
দাবি, ঠিক করে দাও শাড়ির ভাঁজ...
আর ভাগ্য খুব ভালো হলে,
মানে এক কথায় খুব খুব খুব ভালো হলে
কালো চশমা চোখে দেখে বেড়াও
নামহীন এগলি ওগিলর খাঁজ...
বি: দ্র: ছি:ছি: এসব পড়ে দাঁত বার করলে মা সরস্বতী পাপ দেবে। 🤣
-
উড়ে বেরানোটাই মেঘেদের যোগ্যতা
রংবদলটাই গিরগিটির সত্যতা
প্রাপ্তবয়স্ক হওয়াটাই প্রজাপতির প্রাপ্তি,
আর ভালোবাসার জন্য মানুষ খোঁজা? আর সেটা পাওয়া?
ভাই.... এ যুগে এক কথায় ঈশ্বরপ্রাপ্তি। 😜
-
শুভ বিজয়া...
...মানে
আবার একটা বছর পর...
হোক না তবে বিসর্জন...,
মনের আবর্জনা গুলোর ভাসান...।
হোক না তবে রাবন বধ...,
মনের লালসা গুলোর অগ্নিকাণ্ড...।-
নিভু নিভু ভাবে বেঁচে উঠি,
চাওয়া-পাওয়ার সখ
সমাপ্তির খাতায় নাম এঁকেছে।
অচেনার ভিড়ে শ্রাবণ বুনি,
উঁচু-নীচুর বসন্ত
নক্ষত্রের ছায়ায় রোদ খুঁজেছে।-
মৃদু উষ্ণতায় ডুব দিয়ে হারিয়ে যাওয়া রোজকার অভ্যাস,
নিভু নিভু আলোর মাঝে জমে ওঠা আড্ডাখানায় কত ধরনের রংমশাল জ্বলে ওঠে
ভিন্ন প্রসঙ্গ, ভিন্ন প্রকৃতির ভিড় এর চারিধার ঘিরে...
একদিন সবটাই মিশে যাবে
কোনো এক সময়-ঘড়ির কাঁটার দেশে।-
চাঁদের কাছাকাছি ঠিকানা...
ইচ্ছা ছিল,
জ্যোৎস্না পুষে রাখি।
মন খারাপের রাতের পড়ে...
ভস্ম স্মৃতি,
কালপুরুষ গায়ে মাখি।-