কেউ সুখী কারো সুখ দেখে,
কেউ সুখী কারো মুখ দেখে,
ভালোথাকা কোনো অঙ্ক নয়,
ভালোবাসা হয় মন থেকে।
যদি বা কখনো কাঁদতে,
আমায় অধিক ভাবতে,
স্মৃতির গভীরে আমার হৃদয়ে,
চিরদিন ই দাগ কাটতে,
হয়তো আমার মৌনতা,
পারেনি আগলে রাখতে,
আবেগগুলোকে যত্ন করে,
অভিমান দিয়ে ঢাকতে।
একাই করছি লড়াই,
ঝগড়া করতে ডরাই,
নিজেকে হয়তো চিনতে গিয়ে,
নিজের সাথেই জড়াই।
তুমি কি শুধুই ছবি?
জোৎস্না রাতের তারা,
চাঁদের আলোর কল্পনা দিয়ে
ঢাকা পড়ে গেছে যারা।
আমি তোমার কাছে মন্দ,
বোঝাতে পারিনি দ্বন্দ
ভুলের কাছে কি হার মেনেছে,
সম্পর্কের ছন্দ?-
কষ্ট গুলোর বাড়বে বয়স, কাঁদলে অভিমানে।
নারীতান্ত্রিক
যেদিন এই সমাজের প্রতিটা নারী নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, সেদিন সকল পুরুষ-মানুষ হয়ে যাবে।-
কিছু কথা অভিমানে আসে,
তার সবটাই নয় সত্য,
আস্তরনে ঢেকে রাখে
মনের গোপন তথ্য।
কিছুটা না হয় আবেগগত,
কিছুটা যাচাই যোগ্য,
আমার অভিনয় তুমিই করো,
মনের আরোগ্য।
খনন কার্য আজীবনের,
শেষ বয়সের গল্প না,
ভবিষ্যতেই লোকানো আছে,
বর্তমানের কল্পনা।-
Agar pani m dikhega to Ashman chota lagega
Agar Ashman m dikhega to uski asliyat bahar ayega.-
যদি যোগ্য হতে পারি দূরের ওই পাহাড় কিনে নেবার
তবে লক্ষ্য উপর দিকে ,মেঘ সরিয়ে আকাশটাকে ছোঁবার।
যদি বাতাস হতে পারি ,তবে ফুলের গন্ধে মাতিয়ে দেবো পাড়া,
যদি চেতনা ভাবো আমায়, তবে চৈতন্যে তোমায় দেবো সাড়া।-
জগৎ জোড়া মানুষ কত,ভাবনা কি তার এক?
সাহস থাকলে যোগ বিয়োগের অঙ্ক কষে দেখ।-
Your character defines your actual status ,not status defines you,so our focus should be building up charecter
-
মুখের কথায় ধার বেশি,
কথার কথায় ছাড়,
মনের কথা ফুরিয়ে এলে
কি থাকে পড়ে আর?-
চারিদিকে তাকে খুঁজেছি বৃথাই ,ধোঁয়া ভরা সুখটানে,
জানি সে তো আছে ভালোবাসা হয়ে আবেগের অভিমানে।-