Munmun Saha mtb   (মুনমুন)
58 Followers · 35 Following

read more
Joined 28 February 2020


read more
Joined 28 February 2020
23 MAY 2020 AT 16:28

যখন সম্পর্কটা সুন্দর ভাবে গতি নিয়ে এগোতে থাকে ,তখন তুই যেনো খুব সত্যি, আর যখন বাঁক নেয় অন্যদিকে মিথ্যে হয়ে যায় সবটুকু --স্মৃতির পাতা হাতড়ে বেড়াই সত্যের খোঁজে কিন্তু মিথ্যের গন্ধ নাকে ভেসে আসে বারবার তুই বড্ড বিশ্বাস ঘাতক--💌চিঠি --

-


26 OCT 2021 AT 23:49

যে মানুষ টা তোমার হাত ছেড়ে চলে গেছে একদিন তোমার মনকে ক্ষতবিক্ষত করে ,সেই ক্ষত একদিন মিলিয়ে যায় একটা সঠিক মানুষের আগমনে, দেখবে ভালোমানুষ যদি তোমার জীবনে কখনো আসে ধীরে ধীরে তার প্রতি মায়া মমতা, ভালোবাসা তৈরী হতে শুরু করে তুমি না চাইলেও এই অনুভূতি গুলো মনে ধীরে ধীরে জন্ম নেয় ,প্রত্যাশা হীন ভাবে তুমি মনে মনে তাকে সম্মান করতে শুরু কর, অতীতের খারাপ স্মৃতি গুলো তোমাকে যতটা সংযত করে ততটাই ভালরাখে বর্তমানে এই সঠিক মানুষটির সান্নিধ্য পেয়ে ।----মুনমুন

-


1 JUL 2021 AT 14:50

যদি ভালোবাসো প্রিয় থেকে যাব খুব আদরে তোমায় ভালোবেসে ❤
যদি যেতে যাও প্রিয় আমায় ছেড়ে, চলে যাব বড্ড অভিমানে ।
যদি আবার ডাকো প্রিয়, সবটুকু হারানোর ,ভুল গুলো মেপে।
অভিমানী মন ফিরবে না প্রিয়, তোমায় বড্ড ভালোবেসে।
সবটুকু চাওয়া তোমায় দিয়েছি উজাড় করে,এই চাওয়া আজ শুধু একান্ত নিজেকেই ভালোবেসে ।
ভালোবাসি,ভালোবাসি আজও, অভিমানী চিঠি গুলো মিশেছে আকাশের নীলে।
❤মুনমুন


-


12 JUN 2021 AT 20:04

ভালোথাকা যায় ভালোবেসে ভাবনার ভাবাবেগে।।

-


12 JUN 2021 AT 19:55

যেদিন আমার শব্দেরা হয়েছে প্রতিবাদী, হ্যাঁ -এ- হ্যাঁ ছেড়ে যখন চলেছে সঠিক দিশায়,তখন শব্দের ঘায়ে ঘায়েল হয়েছে অসংযত শব্দেরা।ভালোনেই আজ তারা শব্দের অভাবে।
তবুও হেঁটে চলে তারা অসংযত শব্দের ভীড়ে ।সবশেষে তারা জানান দেয় ঠিক তারা,ভুলে ভরা আমার ভাবাবেগ আর শব্দেরা।।

-


9 JUN 2021 AT 17:21

"আনমোল "রত্ন টিকে পেতে গেলে কিন্তু তোমায় অনেক অপেক্ষা করতে হবে,অনেক জ্বলতে হবে পুড়তে হবে তোমায়, তুমি যখন মনে করবে জীবন তোমায় এতটা কষ্ট দিয়েছে, এতটা ক্ষতবিক্ষত করেছে যেখানে তোমার বেঁচে থাকা মৃত্যুর সমান তবুও তুমি যখন হেরে না গিয়ে উঠে দাঁড়িয়ে জীবকে এভাবেই আলিঙ্গন করতে শিখবে ঠিক তখন জীবন তোমার সুখ ,তোমার "আনমোল" রত্ন টিকে তোমার কাছে এনে দেবে ,তোমার ধৈর্য্য, তোমার জেদ ,তোমার বিশ্বাসের কাছে মাথা নত করবে সে।তাই খারাপ মুহূর্তে কষ্ট গুলো যেমন তোমায় পোড়াবে সেই খারাপ মুহূর্ত থেকে তুমি শিখে জাবে জীবনের পাঠ যদি তোমার মধ্যে থাকে সাহস ,থাকে বিশ্বাস, থাকে ধৈর্য্য , আর থাকে সত্য কে সহ্য করার মত ক্ষমতা তবেই ।

-


7 JUN 2021 AT 19:12

শব্দরা রোজ হাঁটে অন্ধকারে এলোমেলো ,
দিনের বেলা নেই অবকাশ, ব্যস্ত শহর জুড়ে ।
রাতের গভীরে নিস্তব্ধ শহরে, শব্দেরা হেঁটে যায় অতীতের হাত ধরে।অশ্রুবিন্দু আজ ভুলেছে নিয়ম মাফিক ফেলে আসা শোক স্মৃতি ।
অন্ধকার শেষে দিনের আলোয় শব্দেরা পথ হাঁটে বাস্তব জীবনে ,ফেলে আসা শব্দের অঙ্গারে।

-


4 JUN 2021 AT 9:45

সুখ ,সে যে কখনো দিবা কখনো রজনী--
কত রাত সুখের ভীড়ে দিয়ে গেছো অসুখ ,
না হয় বৃষ্টি আনলে পারতে ,
তোমার দেওয়া ক্ষতের ভীড়ে মেপে নিতাম সুখের প্রতিশ্রুতি, রাতের গভীরে বৃষ্টি ভেজা বালিশে
স্মৃতি গুলো সুখ হয়ে থেকে যাক ,বাস্তব সে যে সবটুকু মিথ্যে ।।

-


3 JUN 2021 AT 19:00

শব্দ কে ভালোবেসে,
করেছি সখ্য তোমার সাথে ,
বন্ধুত্ব হয়ে ছিল প্রতিশ্রুতির ভীড়ে ।
শব্দে রক্তপাত ,
ইতি----💔

-


29 MAY 2021 AT 22:30

সবটুকু আজও আমারি আছে প্রিয় ,
নিঃস্ব হয়েছো তুমি আজ ---
ভালোবাসা সেতো আসে না বারবার ,
পেয়ে তুমি তাকে শব্দের কষাঘাতে
ক্ষতবিক্ষত করেছো গুরুত্বহীনতায় ।
নিকোটিনের প্রতি টানে আজ তুমি নিঃস্ব ।
ভালোবাসা হেটে চলে ,ফেলে আসা তোমার স্মৃতির ভীড়ে ।
✍মুনমুন

-


Fetching Munmun Saha mtb Quotes