চাল্লা...মই বেইমানী প্রেমিকা
তোৰ শুভ্রতাৰ প্রেমত পৰা
মাতাল প্রেমৰ নায়িকা।।
মোৰ সূলভ মূল্যৰ হৃদয়খনক
বেচি চাবি নেকি তোৰ প্রেমৰ পঁজা
তুলা চালনীত জুখি চাম
কাৰ প্রেমৰ কিমান ওজস্বিতা।।
তোৰ প্রেমৰ ভৰত
আজিও ডুবিব মোৰ
হৃদয়ৰ এটা পাল্লা।
আই শপত
যদি তোৰ প্রেমৰ বিনিময় কৰ'
তোৰ শূণ্যতাৰ লগত বিনিময় কৰিম
মোৰ সমগ্ৰতা।
-
যাদের আমরা আপন ভেবে কাছে রাখি,
সে আপন জন রায় "কেন" সব থেকে বেশি
কষ্ট দেয়, বিশ্বাসঘাতকতা করে, স্বার্থপরের
মত উপকারের দিনগুলো ভুলে যায়???
মানুষ হওয়া সত্বেও সকলের মধ্যে "কেন" মনুষ্যত্ব নেই???-
পৃথিবীতে সব চেয়ে বেইমান হলো সময়
যা একবার গেলে আর ফিরে আসে না।
পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হলো সুখ যা
হঠাৎ ভেসে আসা মেঘের মতো আবার চলে যায়।
পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হলো ভালোবাসা যা
শুধু হৃদয়ের রক্তক্ষরণের সাহায্য করে ।
পৃথিবীতে সবচেয়ে আপন হলো দুঃখ যা
সবসময় জীবনকে আকড়ে ধরে রাখে।।
-
কত কাছের সম্পর্কে ভাটল আসে,
কোন এক দ্বিতীয় ব্যক্তির আগমনে।
কারণ কারো মনকে বিষিয়ে দিতে,
কোনো এক দ্বিতীয় ব্যক্তির অবদান অনেকটাই ভূমিকা পালন করে।
আবার সেই দ্বিতীয় ব্যক্তিটা মাঝে মাঝে, আপনজনের রূপ ধারণ করে।
-
সত্যি ভাবতে অবাক লাগে,
কি করে তুমি পাল্টে গেলে!
আমি না হয় একা রয়ে যাবো,
তুমি কি আমার চেয়েও ভালো কাউকে পেলে?-
শুধু প্রেমিকারাই অর্থ সুখের খোঁজে বেইমানী করেনি
প্রেমিকও শরীর সুখের খোঁজে বেইমানী করেছে-
কাগজের বাড়িগুলো সব যেন হঠাৎ করে
ভূমিকম্পের ভয়ে মাটি কামড়ে ধরেছে ক্ষণে ক্ষণে
ঠিকানাটাতে পড়েছে ধূলো তবুও তো ও যায়নি বদলে
নিন্দুকেরা কেঁচো বদলে কেউটে নিয়ে ফেরে বাড়ি,
কিন্তু তবু কোনো দাগ ফেলে না পরিচিত রংচটা লক্ষণে।
প্রয়োজনের ঠাকুরকে আজ নিমিষেই পাল্টাতে হয় ভোল
কেউ তখন আর ফিরে দেখেনা চিনেও চেনে না তাকে,
করেনা প্রণাম, ছুঁড়ে ফেলে দেয় রাস্তার কুকুর ভেবে
জগৎ-এর সব কিনে নেয় তাঁরা, টাকাই তাদের দেবতা এখন
দামের কি আর প্রাণ আছে, থাকলে বোধহয় উঠতো কেঁদে অমূল্যের বেচাকেনায়।
ঝোড়ো সন্ধ্যের সাঁঝবাতি নেভার অপেক্ষায় রয়েছে সবাই
ভাবে, আসেনা কেন দমকা বাতাস নেভায় না কেন এসে শীতলতম উষ্ণতাটাকে...
আপদ গেলেই হাঁফ ছেড়ে বেঁচে ছুটবে দু'হাত তুলে কাফন কিনে দাফন দিতে।-
যেসব মানুষেরা, লোকের দুচোখের জল দেখে ,
আনন্দ পায় ....
তারা ভুলে যাচ্ছে ;
এক মাঘে কোনদিন শীত যায় না ।।-
মানুষ বড়ো বেইমান ,
বন্ধুত্বের নামে আসে ঠিকই ,
কিন্তু বেইমানি করতে এক আনাও ছাড়ে না ,
প্রকৃত বন্ধু আজ লুপ্ত ।।
-
জীবনে কিছু কিছু বন্ধু আসে ;
যারা শুধু সুখের সময় থাকতে চায় ....
বিপদের সময় তারা মুখ ফিরেও তাকায় না ।।-