নতুন পাতা   (নতুন পাতা)
485 Followers · 54 Following

read more
Joined 19 October 2020


read more
Joined 19 October 2020

সে কবেকার নীল সাদা ঘরে দেখা আমাদের
দেওয়ালে ছাপ আছে , আমাদের গন্ধের ..
ক্ষয়ে ক্ষয়ে যায় পলেস্তারা তবু গন্ধ মেটে না ..
পথ চলতি রাস্তাদের বয়স হয়েছে ,
বেয়ে গেছে চারা গাছ .....
উঠেছে একটা ছোট্ট মাধবীলতা ;
পায়ের চিহ্ন পাই সেই রাস্তায় ....
দেখতে দেখতে আশিটা বছর কেটে গেল ,
রয়ে গেল আমাদের চিহ্ন ,
আমাদের গন্ধ ,
আমাদের সমস্তটা
আর যা রইলো না -
তা হলো দুটো মানুষের ;
পরস্পরের কাছে আসা ।।

-



বিকেলবেলা , তুলসী তলাতে মা ধোঁনু দেখাচ্ছে ...
বাবা , অফিস ফেরত , বিছানাতে ব্যাগ ,
পিঠে কর্পোরেট চাবুকের দাগ , মুখে সুদীর্ঘ হাঁসি


হঠাৎ মাকে জিজ্ঞাসা করলাম ...
আচ্ছা মা , বটবৃক্ষ কি ?
মা খানিক চুপ , কিছুক্ষণ পর বাবাকে বলল
কি গো চা খাবে ??

-




এক ভিনদেশী বন্ধু


একটি ফিসফিস নাম, একটি কৌতূহলী সুর,
যেখানে ভিন্ন আনন্দ মেলে, সে দেশ থেকে দূর।
এক বিদেশী বন্ধু, এক উজ্জ্বল প্রাণ,
নিয়ে আসে নতুন ভাবনা, অনাবিল আনন্দ দান।

নেই পরিচিত ভাষা, নেই পুরনো কোনো পথ,
তবুও বোঝাপড়া আলো ছড়ায় দিনভর।
হাসি, ইশারা, আর তীক্ষ্ণ চোখের মাঝে,
গড়ে ওঠে এক সেতু, যা অদৃশ্য বন্ধনে বাজে।

পৃথিবী প্রসারিত হয়, এক প্রাণবন্ত রঙে,
অকথিত গল্প আর নতুন স্বপ্নে।
এক বিদেশী বন্ধু, এক অমূল্য উপহার,
মাইল পেরিয়ে আমাদের আত্মারা হয় উদ্ধার।

-



একটা পথ চলেছে বহুদূর , ঠিকানাহীন
সন্ধ্যের শেষে হেঁটে যাই , দাগ পাই তোমার পায়ের রেখার ,
অনুসন্ধান করি কোথায় গিয়েছে এই দাগ !
নাহ্ , পাই না কোনো সূত্র ...

করিবর্গা দিয়ে বানানো সেই ঘর
জানালা বেয়ে উঠে আসে কিছু মরা স্মৃতি
খোলসের ভেতর থেকে এক অবয়ব বেরিয়ে আসে মাঝরাতে
উবু হয়ে বসে আমার মৃত শরীরের ওপর
দেওয়ালের গায়ে টাটকা গন্ধ তোমার চুলের
মুছে ফেলি , আমার নিকোটিন মেশানো রক্ত দিয়ে ।।

-



সময়ের স্রোতে ভেসে গিয়েছি আজ
বোকা বোকা প্রেম নিমেষে মিলিয়েছে রোজ
কবে কার নীল সাদা ঘরে আমি দাঁড়িয়ে ছিলাম
আসবি বললি , কই এলি না তো আর ?
প্রেম মানে বোকাবোকা কাজ বাজ
হারিয়ে ফেলি বয়সের ছাপ ‌ ।
পুরনো ডায়েরির পাতা গেছে ছিঁড়ে ,
শুকনো কাঠগোলাপের পাতার মাঝে আজ ।।

-



Night Whispers

Beneath the velvet cloak of night,
Palm trees stand in gentle light.
A figure pauses, soft and still,
Where shadows stretch and breezes thrill.

The air is calm, the sky so deep,
While city lights begin to sleep.
A quiet moment, peace profound,
Where solace on this spot is found.

The palms reach high, like silent guards,
Across the open, starlit yards.
A gentle hush, a whispered sigh,
Beneath the vast and endless sky.



-



মাঝেমধ্যে মনে হয় একটু সহজ হয়ে বাঁচি
সহজ হয়ে ভাবি , সহজ হয়ে ভালোবাসি ...
তীব্র গরমকালের বিকালে যখন হঠাৎ করে কালবৈশাখী ঝড় ওঠে ,
বৃষ্টির জল মাটিতে চুমু খেয়ে বলে ;
এই নিঃসঙ্গতার দিনের ভেবোনা আমি নেই ,
আমি আছি ...
ঠিক এইভাবে ঝরে পড়বো তোমার বুকে ..
ঠিক তখনই মাটি সোঁদা গন্ধ আমাকে পাগল করে দেয় ,
বাগানের ঐ বাগানবিলাস গাছটার রং আরো ঝলমলিয়ে ওঠে গোলাপি আভায়
তখনই বাউল গানের আসর জোরালো হয় ঠিক শান্তিনিকেতনের মত

-



Beneath a moon of silver bright,
Where gentle waves reflect its light,
A dhow at rest on sandy shore,
Its sailing days now kept in store.

No sound but softest ocean sigh,
Beneath the vast and starlit sky,
A moment caught, serene and deep,
Where land and slumbering waters sleep.

-



এক প্রবাসী জানে ,
নিজের দেশকে সে কতটা ভালোবাসে...

-



সে দিয়ে গেল সুখ ,
তাকে স্মৃতির পাতায় যত্ন করে রাখতে দিয়ে গেল ...
মধ্য রাতে , এক সু-স্বপ্নে তার গলার স্বরে কেঁপে ওঠা এ মন জানে ,
সে কত কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে ..
সে প্রেম শিখিয়ে গেল ....

আর যা শিখিয়ে গেল না , তা হল ভালোবাসা ।।

-


Fetching নতুন পাতা Quotes