কোনো কিছু হার মানতে নেই
চেষ্টা করতে হয় জেতার,
জীবনের সব টুকু দিয়ে।
কারণ চেষ্টা করলে কি না হয়,
আমরা জানি চেষ্টাই সফলতা।
হার মেনে নিলে,চেষ্টা না করলে
ক্ষতিটা সেই আমাদেরই হয় ,
তার থেকে ভালো না চেষ্টা করা?-
মানুষ নিষ্পাপ কষ্ট গুলো অভিশাপ,
আশা শুধু মনোবল,
আছে বুকে ব্যাথা চোখে জল,
তবুও ছোটে মানুষ ভালোবাসার পিছু,
কারণ এই ভালোবাসার জন্যইতো
পৃথিবীর সব কিছু !!-
আবদ্ধ হোক আজ ভাই বোনের ভালোবাসা।
যুগ যুগ ধরে বেঁচে থাক তাদের এই পবিত্র বন্ধন।
আমার তরফ থেকে আজ সমস্ত ভাই বোনদের
রাখীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।-
আমরা সবাই করি মজা।
সাতটা দিন কাজের পরে
একটা দিন ছোট্ট ছুটি হলে
বেশ মন্দ হয় না।
সারা সপ্তাহের ক্লান্তি নিয়ে
এই ছুটির দিনেই হয়তো
একটু শান্তি।।।।।।।।।।।-
পুরানো হতাশাকে ভুলে
শুরু হোক ভালোবাসায়
ভরা একটা নতুন দিন।।
"শুভ নববর্ষ"-
কারা জানেন??
এই শিক্ষিত সমাজের মানুষেরা,
ঠিকই বুঝেছেন এই শিক্ষত
সমাজের টাকাপয়সা ওয়ালা মানুষেরা।
পৃথিবীতে টাকা ছাড়া হয়তো কোন
কিছুরই দাম নেই!!! আর এই টাকাপয়সা
যুক্ত মানুষের দিনের পর দিনের অপরাধ
করে যাচ্ছে মুখোশের আড়ালে ,,, এমনকি
তারা ছাড়াও পেয়ে যাচ্ছে অন্যায় করে,,
কেনো এই টাকার জোরে???
কি বলা যায় বিচারটা ঠিক কেমন হচ্ছে??
আমাদের মতো নিম্ন মধ্যবিও মানুষের প্রতি?
এই সাধারণ অসহায় মানুষগুলো কি টাকার
অভাবে কোনোদিন সঠিক বিচার পাবেনা??
তাহলে ভালো থাকবে মুখোশের আড়ালে সেই খারাপ মানুষ গুলো????
-
তাদেরকে ভুলি কি করে,,,!!
যারা নিজেদের জ্ঞানের আলোয়
আলোকিত করছে শিক্ষাথীদের
তাদেরকে ভুলি কি করে?
যারা দিনের পর দিন শিক্ষার
আলো দিয়ে নতুন সমাজ গড়ে তুলছে
তাদেরকে ভুলি কি করে?
শিক্ষক যিনি মর্যাদার রক্ষক
শিক্ষক যাকে মানি ধ্রুবতারা
করি মাথানত তার কাছে,
কিছুটা হলেও বন্ধুর মতোই তারা।।
শুভ শিক্ষক দিবস । ।।
আমার প্রাণ ভরা ভালোবাসা ও প্রণাম পৃথিবীর সকল শিক্ষকদের জন্য।।।-