বিয়ে বাড়ি যেতে হবে
সুগন্ধি পেঁয়াজের রস মাখবো...
ব্র্যান্ড বলে কথা...-
*পাখির বিয়ে*
বন্ধু পাখি নাচছে সুখে
ফিঙে পাখির বিয়ে l
আমন্ত্রিত আত্মীয় স্বজন
আসবে ময়না-টিয়ে ll
গায়ে হলুদ, হলুদ পাখির
দোয়েল কোয়েল অনেক সখী l
খেলছে সুখে মাতছে গানে
মাতছে সেথায় সুরের টানে ll
আম বনেতে জলসা হবে
জমবে তাদের আসর l
নেমন্তন্ন বট গাছেতে
পলাশ বনে বাসর ll
-
আবেগ দিয়ে হয় ভালোবাসা,
আর বিবেক দিয়ে বিয়ে;
কিছু গল্পের সৃষ্টি হয় পোড়া ক্ষত নিয়ে।-
Dear হবু শাশুড়ি😊
আমার বাড়িতে যেমন আমি BOSS
আপনার বাড়িতে ও হবো আমি BOSS
যদি না পছন্দ হয় তো
ISMR TERA GHATA MERA KUCH NEHI JATA
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
-
তোমার প্রতীক্ষায় আজও বসে,
এক গুচ্ছ পুরোনো স্মৃতিদের নিয়ে..
ভালোবাসি তোমায় অনেক, করবে
আমায় বিয়ে..?-
সমাজ শুধুই বিয়ের জন্য ধনী পাত্রপক্ষ খোঁজে
কখনো দেখেনি গরিব মানুষটা মেয়েটিকে কতখানি বোঝে।-
আলগা থাকা সিঁদূর ছড়িয়ে পড়ে সিঁথির বিন্যাসে।
একটা পরিচিত মেয়ে নতুন হয়ে ওঠে এক নিমেশে।
লাল হয়ে লজ্জা নাক ঢাকে, একরাশ স্বপ্ন ভিড় করে চোখে
খই হয়ে উড়ে ছেলেবেলা, স্বপ্নচোখ বিদায়ী কান্না মাখে।।-
বিয়ে একটি জুয়া খেলা
পুরুষ বাজি রাখে স্বাধীনতা
আর
নারী বাজি রাখে সুখ-