প্রিয় বিরিয়ানি,
কিরে তোর মন খারাপ বল?চারপাশে কীসব শুরু হয়েছিল মাঝে,"কুকুরের....!"ধূর ভুলভাল যতসব।
দুঃখকি কম আমারও বল,প্রায় যখনই তোর ভুঁড়ির সামনে দিয়ে যাই তুই তাকিয়ে ঝাড়ি মারলেও চর্বি কমানোর চাপে চোখাচোখি করতে ভয় পাই! তোর সাথে তো রোজ দাঁড়িয়ে গপ্প করা যায়না,তাহলে ওপরে টিকিট কাটতে হবে।তবে তোর গায়ের গন্ধ নিলে মনটা হেব্বি ঝিঙ্কু হয়ে যায় বুঝলি,তোর নামটাতেই বাঙালি "সেই" ফিদা--আর তুই আর আলুদি কে তো যা মানায়না একসঙ্গে উফফ,আর সাথে যদি মটন কিংবা চিকেন দা থাকে তাহলে তো জমে ক্ষীর! পুরো জিভে ট্যাংক...এই যাহ এহে-- দাঁড়া দাঁড়া লিখতে গিয়ে জলটা পড়েই গেল,বিষম খেলাম দেখ!! এই তুই মনে করছিস নাকি? হাঃ হাঃ তুই না করলেও আমি করি রোজ,ভালোবাসি কিনা খুব!!
ইতি বিরিয়ানি লাভার-
— "ওই ওই ওই খবরদার হাত বাড়াবি না"।
— "ইয়ে, মানে তোর দুটোই কি বড় বড় !
— হোয়াট ?
— মানে, ঠ্যাং আর আলু...দুটোই"!
— "অ-অ কাঁদে না বাবু, যার ভাগ্যে যেমন, তেমনটাতেই সন্তুষ্ট থাকতে হয় ! ....আচ্ছা, এই নে একচামচ বিরিয়ানি উইথ একটা এক্সট্রা আলু"।
-
সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যেতেই একটি বিদ্রূপাত্মক মন্তব্য কানে ভেসে এল। চোখ
খুলে চেয়ে দেখি, কমোড, মগ, জলের বালতি, কল
সবাই সমস্বরে বলছে,
"এবারে একটু বিরিয়ানিটা কমিয়ে শাকসব্জির দিকে ঝুকলে ভালো হয়না? রোজ রোজ এই দুর্গন্ধ আর নেওয়া যাচ্ছেনা! এমন চললে আমরা সবাই তোকে বয়কট করব বলে রাখলাম।"
বাথরুমও শেষমেশ বিরুদ্ধে চলে গেল!-
বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির বিরিয়ানির গন্ধ
আমার বাড়ি আসে...
সই গো বসন্ত বাতাসে!
-
দু টাকাতে দিনটা শুরু, ষোলো অানায় হচ্ছে শেষ।
তোমার বন্ধুত্বের বিরিয়ানিতে, আমি আলু হয়ে নিরুদ্দেশ।-
IPhone টা life style না এনে
মটন বিরিয়ানিটা life style আনুন
Showoff করার থেকে
পেট পূজো করাটা অনকে শান্তি-
বি'রিয়া'নি,
তুমি অন্য কারোর প্রেম হতে পারো, কিন্তু তুমি আমার ভালোবাসা। যা মনের গভীরে দাগ কেটে গেছে , চাইলেও যা ভোলা যায় না ।
তোমার আমার ভালোবাসার মাঝে বেশ খানিকটা দূরত্ব। তাই রোজ আমি তোমাকে দেখতে পাই না। কিন্তু থাকে অপেক্ষা ।বছরে ৪,৫ বার দেখা হয়। সেই অপেক্ষা য় তোমার প্রতি টান আরো বাড়তে থাকে।
যখন তোমাকে কাছে পাই তখন মনে হয় সময় টা থেমে যাক, তোমার গন্ধ আমাকে পাগল করে তোলে আমি আরো আকৃষ্ট হই ।তারপর যখন জিভ দিয়ে তোমায় স্পর্শ করি। আহা কি সুস্বাদু তুমি ।
না চাইলেও তুমি ফুরিয়ে যাও 😢।
আবার আমার অপেক্ষা র শুরু হয়।ভালোবাসা বাড়তে থাকে তোমার প্রতি। ❤️❤️❤️
ইতি
ভোজন রসিক প্রেয়সী-