সৌ মী💓   (🍁সৌ🍁)
195 Followers · 104 Following

🐱
Joined 26 April 2019


🐱
Joined 26 April 2019
18 JUL 2023 AT 20:46

are like those stars in the sky. You give me comfort, peace. Hours and hours feel like minutes with you. Though you are far away from me still you feel like home to me.

-


16 JUL 2023 AT 19:48

চলতে হবে, আরও একটু, চলতে হবে
এক মাইল, দুই মাইল, তিনেক পরেও
কি দেখা হবে রোজ নিয়ম করে আকাশ?
তখনও কি বাড়ির উত্তর দিকের বারান্দাটা
দাঁড়িয়ে থাকবে একই ভাবে?
ধবধবে সাদা পাহাড়টা অভ্যাস মতো থাকবে
সূর্যের সোনালী রঙের অপেক্ষায়
চাতক পাখিটা তখনও থাকবে
বৃষ্টির আশায় মুখ চেয়ে।
আমার কি সেদিনও হাত ফস্কে যাবে?
বৃষ্টি ভেজা ঝড়ে, ভেজা চুল মুছে
যেভাবে হাসতাম উল্লাসে
যেভাবে লুকিয়ে নিয়ম ভেঙে
লিখতাম আনন্দের গল্প
যেভাবে মায়ের আঁচলে ভিজে হাত মুছে
কারণ ছাড়াই মা-কে ডাকডাকি করতাম
পথ খুঁজতে গিয়ে সেইসব কিভাবে লুকিয়ে গেল?
আচ্ছা, যদি সময় থমকে দেওয়া যেত?
পড়ার বইগুলো কি গুছিয়ে নিতাম?
নাকি পড়ে যাওয়া খেলনাবাটি গুলো সাজাতাম?
নাকি আবারও আকাশ দেখে সময় কাটিয়ে দিতাম?
এত সময়ের পরেও রাতের ওই বাঁকা চাঁদ
এখনও গুমরে থাকা অন্ধকার নিয়ে বসে!
রাত পোহালেই আবার চলতে হবে
চাঁদের হাসিতে আর বাঁধ ভাঙেনা।
ভোর হবে পিচ রাস্তায়
আবার চলতে হবে, আরও হাজার মাইল।

-


30 OCT 2022 AT 10:25

Sit suru hobar thik ager ei majher somoy tay sesh belar thanda haoa gaye porle sirsirani te proti bochor je ekrokom notun onuvuti hoy; boddo priyo ei jinis ta. Sara bochor opekkha korte hoy ei somoy tar jonno. Ekta odvut sundor vaab ache ei somoy tay. Santo akash thakbe, snighdho roddur thakbe, gacher patay roj bindu bondu sisir jombe, dudhpuli, pithepulir jonno barite hoi hoi rob thakbe, nolen gurer misti hobe, barir sobai mile eksathe berate jaoa. Ei sob kichur poreo oprapti thakbe. Kichu na kichu na paoar resh thakbe - manus hok ba jinis.

-


8 FEB 2022 AT 22:16

যুদ্ধ, যুদ্ধ, যুদ্ধ !
অনবরত হয়ে চলেছে যুদ্ধ..আমি ক্লান্ত, বড্ড ক্লান্ত!
স্নায়ুতে স্নায়ুতে এত জট পেকেছে; কেঁচোর দলা পাকানো এর মত জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে গেছে সব। গলার কাছে এসে কত শব্দ রোজ দলা পাকিয়ে যায়। বোঝাতে পারিনা নিজের কথা গুলো। শেষে মনের চারণ ক্ষেত্রে যুদ্ধ বাঁধে। কত শত যুদ্ধ হয় সেখানে রোজ। একটা যুদ্ধের ঘা সেরে ওঠার আগের আবার এক চিন্তা এসে হামলা করে সেথায়! আবার তৈরি হয় কিছু এলোমেলো লেখা ; উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক পরে থাকার লেখা !

-


16 JAN 2022 AT 11:16

Dear Biriyani ( ◜‿◝ )♡,
You know, no matter how much bad times come in my life, I'm always ready to smile when I'm with you.Whenever I see your delicious view, I realised how much blessed I'm to have you. My smiles whisper to you that how much I'm in love with you . At that time I can't listen to anyone,cause you were emphasising me with your dazzling beauty. No words in the world can't explain your beauty. Nothing can replace you baby. You don't know how crazy I'm on you.I can't explain those magical moments when I touched you with my hand and held you with love; carefully kept you in my mouth and swallowed you with enjoying chewing each and every grain of yours. Do you know your best part? Its your delicious round potato. Ah dear , describing you with words is such a hard thing. I get hungry again and again remembering you. I believe in "when life gives you thousand reasons to cry, show life that you have biriyani to smile" supremacy. All I need is love, peace and more Biryani.✿♡
From ~A dying biriyani lover

-


10 JAN 2022 AT 21:42

Life : An unknown journey✿

(Read caption...)

-


31 DEC 2021 AT 19:03

Dear self ✿

-


28 DEC 2021 AT 11:00

গোধুলিবেলার স্নিগ্ধ আলোয় মোড়ানো বিষাক্ত এক বাগান ! এক না ছুঁতে পাওয়া মায়ার মত হাত বাড়িয়ে ডাকে..বাগানের মাঝখানে দগদগে ঘা নিয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল বটবৃক্ষ, পোড়া গন্ধে মাতানো হাওয়া বিলাতে ব্যস্ত.. চারপাশের তীক্ষ্ম,শীতল,বাতাস তীরের ফলার মত এসে বুকে বেঁধে।
তবু বড্ড মায়া..
পোড়োবাড়ির বড্ড মায়া...

-


28 NOV 2021 AT 14:57

কাউকে রাঙাবো না ভাই !

-


29 JUN 2021 AT 17:22

এই শহরের মানুষ গুলো সরল নয়,আসলে বড্ড নরম। ওরা ভালো রাখার জন্য সুখ বিলোতে পারে, তবু মুখ ফুটে ভালো রাখতে বলতে পারেনা। ওরা শীতল আর্তনাদে রোজ ঢেকে যাবে, তবু আওয়াজ করতে পারেনা। ওরা একমুঠো সুখের খোঁজে টুকরো টুকরো করে মেঘ জমায়; অল্প একটু আবেগ এলেই বৃষ্টির মতন ঝরে যায়। চৌরাস্তার মোড়ে কঠিনতায় মুড়িয়ে রাখে রোজ। চেনা পরিজন সামনে থেকে পেরিয়ে যায়, তবু দেখতে পায়না, বুঝেও বুঝতে চায়না। ওরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে মাইলস্টোন এর মত, একবুক অপেক্ষা নিয়ে গান বাঁধবে। ওরা ভালোবাসতে জানে, শুধু মানুষটাকে পায়না। ভয় পায় আবেগের সমুদ্রে ভরা কোটাল এসে যদি নৌকাডুবি ঘটায় !

বুঝলে মাধবী, আসলে আমরা বড্ড নরম, তাই চিরকাল অপ্রকাশিত হয়েই থেকে যাই।

-


Fetching সৌ মী💓 Quotes