সবুজ স্মৃতি অকালেই ঝরছে , রাখছে না কেউ খোঁজ!!!
প্রতিনয়ত অবহেলিত শব্দেরা একটু একটু করে কবর খুঁড়ে চলেছে রোজ......-
কল্পনা সে তো মনের ভ্রম।🙂
ঠিক কতটুকু উড়তে পারলে গাঙচিল হওয়া যায়?
কত দ্রুত এগোলে দুরত্ব কে তাচ্ছিল্য করা যায়....
কত টা ক্লান্ত হলে সব ক্লেশ ভুলে শান্তির নিদ্রা যাওয়া যায়!!!
কতটা দুঃখ পেলে এক সময় দুঃখ কে জয় করা যায়...
কতটা ঠকতে ঠকতে মানুষের শেষ ফলে বিজয়ী হয়?
কত গুলো নদীর তীর পেরোলে ক্লান্ত হয়ে থেমে যাওয়া যায়....
কতটা ধৈর্য্য ধরলে আকাশের সব তারা গুনতে পারা যায়
বন্দি ঘরে বাধ্য 'জীবন' আমাকে প্রশ্ন বানে তাড়িয়ে বেড়ায়!!!-
আমি তাদের দেখেছি যারা সূর্যাস্ত দেখতে দেখতে সন্ধ্যা তারার পথ অনুসরণ করে ছায়া পথ হেঁটে চলেছে....
আর তাদেরও সন্ধান পেয়েছি যারা দিন রাত দেহের সুখী আগুনের আঁচে মনের সুখকে, রক্তচোষা প্রাণীর দাঁতে তুলে দিয়ে রক্তশূন্যতায় ভূগছে ....-
বোবাদের মতো প্রকাশ করতে না পারা অনুভূতি গুলো, বাষ্পচাপ তরান্বিত করে চলেছে প্রতিনিয়ত...
ন্যাপথলিনের মত উবে চলেছে, স্মৃতি গুলো আজ গত।-
পাহাড় কত উঁচু তাই না?
মৃত্তিকা হইতে জন্ম তার, আকাশ ছুঁয়েছে কেমন !
কোনো দুঃখ ই নেই তার
দেখো শক্তি তার এমন ;
তাই?
ওর সামনে সবাই একবার থামে -
কিন্তু বন্ধু পাহাড়েও যে ধস্ নামে ।।-
গলায় এসে দলা পাকানো কষ্ট গুলো অন্তহীন
ঠোঁটের কোণে হাসির সোহাগ সর্বদাই সমীচীন। ।-
ক্ষতর দাগ অস্পষ্ট তার, মুগ্ধতা তে মাখা
বিষন্নতার বিষাক্ততা অন্ধকারে চাপা।
-
কোনো এক পরন্ত বিকেলে দেখা হবে এক চেনা মুখের সাথে,
হয়ত অচেনাই, তবুও এক অদ্ভুত শ্রদ্ধা থাকবে
হয়তো থমকে যাবে একবার,
তবু পিছন ফিরে তাকানোর সাহস হবে না ।
বন্দীবাসি মন ডানা ঝাপটে যাবে মুক্তির জন্য
বাইরে যে বড্ডো দূষণ , যদি ভীষন ধুলো ঝাপ্টে চলে;
চলতে শুরু করবে আবার দুজন
ফিরে দেখা আর হবে না।
-
ধরো যদি হঠাৎ কোনো সন্ধ্যে বেলা বেশ মেঘ করলো,
কথা কাটা কটি হতে হতে তোমার আমার মধ্যে ঝামেলা বাঁধলো বেশ;
তুমি রেগে একটা কিছু ছুড়ে ফেললে মাটিতে,
রাগী আমি অন্য দিনের থেকে একটু আলাদা হলাম ।
আমি চোখের জল টা প্রাণ পনে আটক করে জিনিস টা তুলে রাখলম।
অন্য দিনের মতো কিছু বলতে বড্ডো ক্লান্তি লাগছিল
আমার আবদারে, তোমার তৈরি করা সখের ঝুল বারান্দায় এসে একা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি আমি,
আকাশ পাতাল ভাবতে ভাবতে,চোখের জল বাঁধ ভাঙলো শেষ এ,
হঠাৎ তুমি এলে, কাধেঁর ঊষ্ণ স্পর্শ জানান দিল,
বুকের মধ্যে আমার মাথা টা টেনে মাথায় হাত বুলাতে বুলাতে বললে "जाने की ज़िद ना करो" ।।।
বয়স বেড়েছে অনেক টা, কিন্তু বাঁচার ইচ্ছে তবু গাঢ় হয় এই ভাবে ই প্রতি দিন।।-
বদল হয়েছে অনেক
সেই দিনের ভীতু মেয়েটা যে একা পথ চলতে ভয় পেতো,
হারিয়ে যাওয়ার ভয় পেতো,
অজানা আশঙ্কা প্রতিনিয়ত ঘিরে ধরত
বদলেছে আজ সে ও।
দৃষ্টি তার ধৃঢ়, প্রচন্ড সাহসী তার মনোবল,
আশঙ্কা র পরোয়া আজ সে করে না ।
বদলের রীতি মেনে সে চেনা ছন্দ কে পুরনো করেছে।
স্মৃতির আঁচে হলদেটে কাগজের টুকরোয় রয়েছে তার সব পুরাতনী,
বদলে যাওয়ার ইতিহাসে সময় এসেছে "নতুনের আগমনী।।"-