কথক - এক বন্ধু আর এক প্রেমিকের গল্প👫
শ্রোতা - তার মানে গল্প টা দুজনের কষ্ট টা একজনের?
কথক - উমঃহুম,, না ভুল! কষ্ট টা দুজনেরই শুধু কারণ টা আলাদা।
শ্রোতা - মানে,,,, কী করে!?
কথক - ওরে,, বোকা! ভালোবাসা টা এক হলেও,, দৃষ্টিকোণ টা যে আলাদা।।
শ্রোতা - মানে ,,,,,, বুজলাম না!?
কথক - মানে টা খুব সহজ। একজন ভালোবাসে বন্ধুত্বের চোখে,, আর আরেকজন ভালোবাসে প্রেমিকের চোখে।।
কথক - তবে দুজনের গল্প টা আলাদা হলেও নৈতিকতা টা কিন্তু এক।।
শ্রোতা - উমঃ,,, কী করে!?
কথক - ওরে,,, বোকা! এখনো বুঝলি না,,,,,, দুজনই একে অপরকে হারাতে চাইনা।।-
*স্মৃতির পাতায় বন্ধুত্ব*
যদি কখনো পড়ে মনে আবারও এসো ফিরে,
দূরে থেকেও রেখো মনে একটু যত্ন সহকারে।
অনেক স্মৃতির পাতা আজ তোমার নামে ভরা,
ভেবো একটু সময় পেলে, দিও অল্প আশকারা।
কবিতার প্রধান চরিত্রকে ভোলা কি অতই সহজ?
যতই ভাববে যাবে ভুলে পড়বে মনে রোজ রোজ।
বাঁধনটা কি অতই আলগা, যে চাইলেই যাবে খোলা?
প্রেমে তো সবাই প্রায়ই পরে, বন্ধুত্বকে যাই কি ভোলা??
যদি কখনো ভুলে গিয়ে সব হতে পারো মুক্ত,
ভেবে নেবো সব মুখের কথা, ছিল না কোনো বন্ধুত্ব......
-
একদিন কথা না হলে ছট ফট করতে থাকা
নদীর জলস্রোত কোনো বাধা পাওয়ার ন্যায়
নতুন কোনো গভীরতা পেলে সে আবার হবে মত্ত এক সমান।।-
"হৃদয়ের কষ্ট"
****.....****
একমুঠো ভালবাসা নিয়ে যখন তার সামনে পৌঁছালাম......
তার কিছুক্ষণ পর, খুবই বৃষ্টি ভেজা সে!
ভীষণ জ্বর তার শরীরের ; উষ্ণ প্রশ্বাস বক্ষ ফাটিয়া বেরচ্ছে!!
সারাদিনের ক্লান্তি ভেসে উঠেছে তার মুখে, উষ্ণ প্রতিচ্ছবি সম!
আসেপাশে পরিস্থিতি নিয়ন্ত্রণে মধ্যে, ভালোবাসা পরোয়ানা যেন তার হ্নদয়ে ;
উষ্ণ আলিঙ্গনের অগ্নিশিখা তার অন্তরে!!
আজ অন্যরকম অনুভূতি প্রকাশিত মন!
যেন, শরীরের হাল্কা বাতাস বয়ে গেলো ; হ্নদয় ছুঁয়ে!!
নির্দিধায় আত্মপ্রকাশ তার সম্মুখে ; উষ্ণতা ফেরে তার হুঁশ!
হুঁশ ফিরলে নাগাল আর মেলেনি তার!
বুনো হাঁস মতো বাঁধন ছাড়া.....
তাকে স্পর্শ করা সম্ভাব কি ......❓
-
School life বন্ধুগুলোর কাছ থেকে
দূরত্ব যতই বেড়েছে
যোগাযোগ নিভে গেছে
তবে স্মৃতি গুলো আজও রয়েছে ভালোবাসার ফ্রেমে বন্ধি।-
// ফিরতে হবে না//
✍️হাসনুর
চাই না
হারানোর পর ফিরে পেতে,
তোর আসেপাশে তো অনেক আছে !
তারা যেন তোর খেয়াল রাখে।
চাই না
ছেড়ে যাওয়ার পর ফিরে যেতে।
আমি ছাড়াও তুই ভালো আছিস,
দেখি দূর থেকে।
যদি কখনো কষ্ট হয় ,
যদি ভুল করে আমাকে মনে পড়ে যায়
চিঠি লিখে ছিঁড়ে দিস
নিজের মধ্যে রেখে দিস।
যদি আবারও ছেড়ে যেতে হয়,
তবে ফিরতে হবেনা।-
তোর-আমার বন্ধুত্ব ঘেরাটোপহীন, অনন্ত
ভালোবাসার হাতছানির নাগাল পেরিয়ে ছিন্ন করেছে তা সকল সীমান্ত,
বন্ধুত্বে শুধুই ভালোবাসা নয়, সন্মান-বিশ্বাসটাও থাকে অফুরন্ত।-
আমার আমি বড্ড দামী। আমার আমি একলা মানুষ
তুমি মানবে না জানি ,। গুমড়ে মরি ঘরের মধ্যে,
তোমার তুমিও খুব ভালো তোমার অনেক সঙ্গী আছে
কিন্তু একটু অভিমানী । থাকো তাদেরই আবদ্ধে ।
আমার আমি বড় স্বার্থপর আমার আমি বড্ড লাজুক
নিজের ছাড়া বুঝি না , মুখ নিয়ে চলি লুকিয়ে
তোমার তুমিও বড় স্বার্থপর তোমার তুমি খুব ভালো
তাইতো বদনাম খুঁজি না । যা করো সব দেখিয়ে ।
আমার আমি বড্ড জেদী আমার আমি অহংকারী
না পেলে হার মানি না , মন ঘিরে মিথ্যে অহংকার,
তোমার তুমি কি হিংসুটে তোমার তুমি খুব সাধারণ
তুমি কি ভাবছো , জানি না ? শরীর জুড়ে অলংকার ।
আমার আমি খুব সিরিয়াস অনেক হলো আমি তুমি
বুঝি না হাসি ঠাট্টা , নিজের নিজের বড়াই -
তোমার তুমি খুব মজার আসো আমরা বন্ধু হই
দেখিতো যখন দিই আড্ডা । ভুলে ব্যক্তিগত লড়াই ।।-
শুভ নববর্ষে,আমার তরফ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন
জানিয়ে বললাম,
যত বাঁধা বিপদসীমা পেরিয়ে তাদের
নতুন জীবন শুরু হোক্।কারুর অপেক্ষায় কারুর মন,তাঁর বাসনা পূর্ণ হোক্।
কারুর নতুন স্বপ্ন ছোঁয়ার আকাঙ্খা
পূর্ণ হোক্।
চোদ্দশো ছাব্বিশ নববর্ষে সকলের
জীবনে নতুন আলোর স্পন্দন নিয়ে আসুক।
-
কোথায় গেল সেই গাছতলায় বসে গল্প করা বন্ধুগুলো ?
কোথায় গেল সেই এক বোতলের জল ভাগাভাগি করা বন্ধুগুলো ?
কোথায় গেল সেই মারামারি করে ভালোবাসা দেওয়া বন্ধুগুলো ?
কোথায় গেল সেই মাঝরাতে ফিসফিস করা বন্ধুগুলো ?
কোথায় গেল তারা , তারা কী ভুলে গেল , নাকি ছেড়ে গেল ????-