Ashraul Karim   (✍ আশরাউল কেরিম)
434 Followers · 49 Following

read more
Joined 4 August 2018


read more
Joined 4 August 2018
22 MAY AT 1:33

হটাৎ শেষ

হটাৎ এক প্রহরে অভিলাষের প্রদীপ নিভে যায়,
অভিমানী নিশার ছায়ায় ঢেকে যায় অনুরাগের নীল আলয়।
প্রারম্ভের যত প্রতিশ্রুতি,মেকি শোনায়,
কেবল যেন অভিনয়ের অনুগৃহীত সংলাপ।

সময়ের স্রোতে যে দৃষ্টির দীপ্তি ছিল দীপ্তিমান,
সে-ই আজ নিরাসক্ত, নির্বাক।
চোখে ধরা পড়ে না আর সেই মায়াবী প্রতিফলন
আলোয় লেখা কথাগুলো আধাঁরে ঢেকে যায় নির্দয়ভাবে।

হৃদয় জুড়ে যে করেছিল আশ্রয়,
আজ তা যেন শূন্যের অভিঘাতে দ্বিধাগ্রস্ত,
এক অজানা বিস্মৃতির পথে
হেঁটে চলে যায় কেবলই নিয়তির এক নির্মম অনুষঙ্গ।

-


30 DEC 2024 AT 23:12

তুমি এসো !
হ্যাঁ,তুমি এসো
গভীর কোনো এক রাতের জ্বরে,জল পট্টি নিয়ে
ভীষণ এক গ্রীষ্মের দুপুরে,বট গাছের ছায়া হয়ে
পৌষের শীতের সকালে,গরম আবরণ হয়ে
কিংবা কোনো এক শান্ত বসন্তের বিকেল হয়ে !

হ্যাঁ,তুমি এসে
শিরা-ধমনীর প্রতি রন্ধে রন্ধ্রে মিশে যেও
আমার জরাজীর্ণ-নিদ্রাহীন শরীরটিকে জাপটে ধরে !
আর আমি এক বাধ্য শিশুর মতো
তোমার কোলে নিজেকে নুইয়ে দেবো ধীরে ধীরে |

হ্যাঁ,থেকে যেও
ঠিক যেমন কষ্টের সাথে কান্না থেকে যায়
অমবস্যার রাতের সাথে,ঘন অন্ধকার থেকে যায়,
মদের সাথে,নেশাতুর রাত থেকে যায়
আর ঠিক এক জীবন শেষে ,যেমন মৃত্যু থেকে যায় ||

-


27 DEC 2024 AT 10:35


আমাদের প্রেম....

সেই নিত্য দিন পকেট খালির ঠাট্টা
আড্ডায় কেটে যাওয়া বিরক্তিকর ক্লাস,
একটা ভাঁড়ে চুমুক ভাগ করে খাওয়া চা
আর দিন শেষে নিকোটিনের দীর্ঘশ্বাস ।

-


25 NOV 2023 AT 13:24

||যদি কোনোদিন লিখতে না পারি||

যদি কলমের কালি করে প্রতারনা
সাদা থান হয় ছিন্ন ভিন্ন,
যদি মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব
শরীরকে হিম ঘরে নিয়ে যেতে করে বাধ্য।

যদি মোরগ ভোরের বেলা ডাক দিতে ভুলে যায়,
সন্ধ্যায় শালিক পাখি নিজের বাসা খুঁজে না পায়
যদি গরীবের চিতার আগুন হটাৎ নিভে যায়,
যদি বীজ অঙ্কুরিত হবার আগেই আত্মঘাতি হয়।

দূর আকাশে বৃষ্টির অপেক্ষায় থাকা চাতক
যদি শেষে নেতিয়ে পরে মাটির উপর,
যদি ঘাস ফড়িং রঙ বদলিয়ে ধূসর হয়
কোকিল কা-কা করে ডাক দেয়।


ভাবনা গুলো দুমড়ে মুচড়ে যায়
আমি কাতর হয়ে ভেঙে পরি কান্নায়,
উপরে থাকা ভগবানকে কটূকথা শোনায়
আমি যদি কোনোদিন লেখার ক্ষমতা হারাই!









-


31 MAY 2023 AT 22:48

এবার প্রেম করলে একটু হিসেব করেই করবো
যাতে সমীকরণের শেষে উত্তর মেলাতে পারি।

যেমন ঠিক কতখানি চাইলে কেউ থেকে যাবে।ঠিক কতটা কাঁদলে সেও আমার জন্য একফোঁটা অশ্রু অপচয় করবে।ঠিক কতটা সময়ের বিনিময়ে তার স্বপ্ন গুলো আমাদের করে নিতে পারবো।ঠিক কতটা জ্বরে পুড়লে সে এসে আমার কপালে জল পট্টি দিয়ে যাবে।ঠিক কতটা অন্ধকারে সে আমাকে জড়িয়ে আঁকড়িয়ে ধরবে।ঠিক কত বার ভালোবাসি বললে অবশেষে সেও বলে উঠবে আমিও ভালবাসি ভালবাসি ভালোবাসি।

-


2 DEC 2021 AT 6:41

এইযে বার বার চরম ব্যার্থতার গ্লানি ভুলে আবার নতুন করে উঠে দাঁড়াবার ইচ্ছে জাগে,ব্যার্থতা থেকে পাওয়া বলতে এটুকুই। প্রত্যেকটা দিন যেন মনে হয় এক একটা আলোকবর্ষ সম।মাঝে মাঝে প্রচন্ড ভয় হয়,রাগ হয়,ঘৃনা লাগে নিজের প্রতি, পুরোনো সব ঘাত প্রতিঘাত সজোরে এসে মগজে আঘাত হানে,মাঝে মাঝে দম আটকে আসে,আর্তনাদ করে কাঁদতে ইচ্ছে করে তবু পারিনা,অনেকটা বড়ো হয়ে গেছি তাই না!

-


19 JAN 2021 AT 5:18

হৃদয়ে তখন হিমেল হওয়া,নিস্তব্ধ অন্ধকার

বিচ্ছেদ নামক বেড়াজাল পেরিয়ে,তুমি আজ অন্য কার ||

-


14 SEP 2020 AT 13:18

'Be with your Ex again'
May be,it sounds good...
But it doesn't make any sense...

-


31 AUG 2020 AT 21:12

I believe in Love..
Coz Love helps Us...
... TO GROW...

-


27 JUN 2020 AT 19:57

ঘুম ভাঙা প্রতি রাতে,চোখ ভরা পানি
শব্দ দিয়ে মুড়তে চাওয়া ব্যাথার গ্লানি।।

-


Fetching Ashraul Karim Quotes