আলো বিচ্ছিন্ন বিকেলে
নিজের নামেই
আলো সাজিয়েছি।
রোদ্দুর পোড়া
দুপুরে মোড়া
এক দূর
বিকেলের অপেক্ষায়।
-
পড়াশোনা- স্নাতক স্তরে পড়ছি।
ভালোবাসা-টুকরো লেখার আশা।✍✍
(বই... read more
দিব্বি আছি
জীবনের ব্যস্ততার মধ্যে
জীবনের যখন,
অনেকটা পথ পেরিয়ে
যাবে;
তখন মন এক অন্য
অনুভূতিতে আশক্ত হবে;
তখন সেই আশক্তি কাটিয়ে
সব ভূলে;
সেই কাজের প্রান্তরে ফিরবো
আমি❤
অবশেষে ভালোবাসার কাজে
ফিরবো আমি।
-
দেশের এক এমন ব্যাক্তি
যিনি সবার উপরে
তার কীর্তিত্ব আজও
মানুষের চোখে
ভেসে আছে
আজও সেই নিস্তব্ধ
কান্না বলে
দেশে নেতাজীর
প্রয়োজন।
-
আলতো এক ছোঁয়াতে
পাল্টে গেল দিন;
নতুন ভোর এল
নতুন কাহিনীর ছন্দে
বেশ চলছিলো দিন
কিন্তু পালটে গেল
সয়ম;
এই দিন হারানোর ভয়
বারবার হয়।
-
সেই বদ্ধ দরজা
ফুসফুসের মায়াজালে
কবিতার শেষ শব্দে
আজ আবদ্ধ তুমি
কবে যে আসবে সেই
দিনময়....
পৃথিবী কবে যে সাজবে
সেই সম্পন্ন আকারে।-
ভাগ্য করো হে পরিহাস
কাউকে দাও সোনায়
মোরা জীবন।
কাউকে দাও অন্ধকারের
হাতছানি।-
চিঠিগুলো পরে থাকা খামের মাঝেই
আবদ্ধ
নির-বিচ্ছিন্ দুপুর
মেঘের আরাল থেকে বষিত
একাকী মেঘলা-
সাফল্যের তাগিদে
ধর্মের পথ ছেড়ে
অধর্মের সৃষ্টিতে..
ভরে গেছে সমাজ
অন্ধকারাচ্ছন্ন হাতছানিতে
ভরে গেছে জীবন;
নতুন আলোর স্বপ্ন নিয়ে
আসল মোর জীবনে।
এখন থেকে শুরু হবে
ধর্মের জয়
আর হবে অধর্মের বিনাশ।
-
তুমি প্রিয়
তুমি সৃষ্টিকর্তা
আদরের তুল্যে জন্মবাস;
ছেলে-মেয়ের বিভেদ
করোনি কোনোদিন
স্বপ্নের মতো
জীবন পেয়েছি...
পিতার মতো
পিতা পেয়েছি।
-