🥀
"মানিয়ে চলাতে কোনো সুখ নেই,
আছে শুধু নিজেকে ফাকি দেওয়া
আর খানিকটা অন্ধকারে থাকা।"
🖤
-
.
.
.
শখে লিখি💌লিখতে ভালোবাসি✍️❤️
সত্যের পথে অনেক জ্বালা
মিথ্যের পথ ফাকি।
সত্যের পথ জটিল হলেও
শান্তির ঠিকানায় থাকি।
-
মনের চাঞ্চল্যকর মুহূর্তে নীরবে ভালোবেসে যাওয়া
বৃথা রাগ সহ্য করে,সবটুকু মানিয়ে সাথে চলা ।-
লীলার ছলে জনম তৃপ্তি মিটিয়ে, অন্তরে ঢেউ তুলে নিভৃত স্বপনে।
ঘন অন্ধকার মন-পিঞ্জিরায় অমাবস্যা লাগে !-
দিনটা কাটে ক্লান্ত শরীর নিয়ে ,
বিকেলটা এলাচ ও দুধের গন্ধে মেতে।
চোখদুটো যার আলোর মতো টিমটিম করে
সেই সুগন্ধি,বেনামি মানুষটি প্রেমের বুদবুদ জাগিয়ে চলে।
-
আকড়ে ধরা স্বপ্নগুলো দিশেহারা হয়ে,
চলছে নিজ গগনে বিকাশের লোভে।
পরিবারের ছায়ায় মাথা পেতে ,
ইচ্ছাগুলোর মৃত্যুর দিয়ে!
শত স্মৃতি হারিয়ে অন্ধকার ঘনিয়ে।
মোহোমায়া ত্যাগ করে পরীশ্রমী হয়ে,
দিগন্তে পৌঁছেছি গৌরবে।-
Hiding the sorrows
Putting the smiling face in front.
This is how every unhappy person
wears a mask.
Which no one can notice.🙂-
বর্ষার এক গোধূলি
হাতে হাত রেখে সঙ্গে তোমার সাথ ,
পেয়ালায় চুমুক দাগিয়ে
নেমে আসে রোমাঞ্চিত এক রাত।
আপন খেয়ালেই মত্ত
ভাবনাতেই তার বাস।
-