নিজের মা-বাবা কে যে ভালোবাসতে পারেনা
সে অন্যরে বাসবে ভালো?
আত্মার বন্ধন যে বোঝেনা সে অন্যরে কি করে বাঁধবে বলো?-
স্বপ্নগুলো যেন আজ উষ্ণতাপ্রেমী
হাতের আঙ্গুল লাজুক শিশির ছুঁলো
আগামীর পথে সে বেনামী পথিক অচেনা
যার বন্ধনে আবদ্ধ হলে জীবনে ফুটবে আলো।-
বিশালতা ম্লান হয়ে গেছে অরাজকতার নৈরাজ্যে,,,,
জাতির সাম্রাজ্যের স্থপতি আজ ধূলিসাৎ।
ফিরবে না আর সেই দিন,,
হারিয়েছে মনের বন্ধন, ভালোবাসা, আত্মসম্মান প্রতিদিন।-
কিছুদিন যাবৎ আটকে গেছি আমি
কোনো এক মায়ার বাঁধনে ,
দেখি সেই বন্ধনের লাগি অবাধ্য অশ্রু
মোর ঝরে পরে দু নয়নে ।
মা মা বলে এক পথ শিশু দেখি,এলো
এগিয়ে আমার কাছে ,
আমার বুকে আশ্রয় পেলে নাকি তার
পরানটা যায় বেঁচে ।
ফেরাতে পারিনি সেই শিশু টিকে আমি
জরিয়ে ধরলাম বুকে ,
গর্ব করে বলতে পারি সেই শিশুটি,আজ
রেখেছে আমায় সুখে ।-
প্রিয়, ভালোবাসা হলো শ্রদ্ধা আর বিশ্বাসের অটুট মেল বন্ধন
যদি না থাকে শ্রদ্ধা, না থাকে বিশ্বাস তবে ভালোবাসা শুধুই বন্ধন।-
প্যান্ডেমিক আবহে ফোনে ফোনে দুষ্টু-মিষ্টি খুনসুটি রূপ ও পাখি দুজনেই যে জমিয়ে উপভোগ করতে থাকে তা বলার অপেক্ষা রাখেনা। পাখি ফোনটা পুনরায় রাখার পর রূপের মনটা আনচান আনচান করতে থাকে।
আচ্ছা তোমরা যেটা ভাবছিলে সেটাই কি হতে চলেছে??
তা জানতে চলো ক্যাপশনে গিয়ে দেখে নিই তবে ।
৷৷ চতুর্থ (শেষ) পর্ব ৷৷-
দিনে দিনে দূরত্ব বাড়িও না মনে,
দ্বন্দ্ব কলহ, যতই হোক সংগ্রাম।
মায়া স্নেহ বা প্রেম প্রীতি,
সবই তো ভালোবাসারই নাম।
প্রার্থণা বা আত্মার বন্ধনে,
কখনও রাখিনি অমলিন দূরত্ব।
হয়ে গিয়েছো যে বক্ষ বাসিন্দে,
বলি,সন্তাপ ঘুচে মন হোক পবিত্র।
টুকটাক আলগোছে কথার ছলে,
সম্পর্কে যখন জুড়ে গেছো শেষে।
সব প্রতিবন্ধকতা যদি যায় কেটে,
কথা রেখো তবে থাকবে পাশে।-
লাজুক রূপ তারপর পাখিকে একটা বাহানা দেখিয়ে ফোনটা রেখে দেয়।
তা শুনে পাখির হেসে গড়াগড়ি খাওয়ার মতো আরকি ..
পাখি তো জানে রূপ মিথ্যে কথাটাও ঠিক করে বলতে পারেনা।
তো তারপর কি হয় ??
আসুন ক্যাপশনে গিয়ে দেখে নেওয়া যাক তবে।
।। তৃতীয় পর্ব ।।
-
বিচ্ছেদ হয়ে যায় মনে, নতুনত্বের মোহ পুরাতন হলে,
প্রিয় বন্ধন , সামাজিকতার পরিচয়ে তবু এগিয়ে চলে।-