❣️তনয়া মুখোপাধ্যায়❣️   (💦তনু (যতি রত্নপ্রিয়া))
600 Followers · 69 Following

read more
Joined 29 June 2018


read more
Joined 29 June 2018

বসন্ত তুমি

-



তোমার আমার অসমাপ্ত প্রেমগাঁথার গল্পেরা গুমরে কাঁদে অবিরত।

-



বিস্ময়ে হতবাক হই
আজ তুমি কেনো আমার হলেনা...!!

-



বৃষ্টির গল্প শুনে নীলাকাশের আজ মনভার,
স্বপ্নের দুনিয়ায় স্বাগতম জানাই তোমায় আবার__

-



নারীর মনের সখ গুলো
বৃথাই দূরের পথে হাঁটে।
মুচকি হাসি হেসে বলে,
কাজ পড়ে আছে ওই পুকুর ঘাটে।

বুকের মাঝে থাকার
অভয় দিলেও, রয়না সন্মুখে
দূরের পথেই কেবল হাঁটে।
নারীর ব্যাথা আঁকা যেনো আঁচল ঢাকা মুখে!

সখ, সে তো বিলাসিতা!
তার চেয়ে ঘরকন্নাই খাসা।
নারী ,তুমি গৃহ কর্ম নিপুনা
তোমার সখ এখন শুধুই কাঁদা হাসা।

চাপা অভিমানে ইচ্ছেরা বাঁধে
ঘর, লুকানো অশ্রুর ফোঁটায়।
হৃদয় মাঝে ব্যাকুলতার
প্রবল ঝড়ের তাণ্ডব শোনা নাহি যায়।

-



দিনের আলোয় ভরে থাকুক বিশ্বাস-
সুদিনের কামনায় গড়বো মোড়া,
উজ্জ্বলতার ভবিষ্যত।




সুপ্রভাত।

-



জোনাকির আলোয় সন্ধ্যে নামে
হাসনুহানার গন্ধ মন ছুঁয়ে যায়।
তোমার ডাকনাম আজও হয়নি পুরোনো।
রাতের মায়ায় কল্পনার চোখে তন্দ্রা আসে
স্বপ্নের মায়াজালে অনুভবের তল না পাই।
ভোর আলো মাখে অবলীলায়
দিনের শুরু সেই একই ছন্দময়।
প্রেমের টানে আবেগ জমে নির্দ্বিধায়
স্বপ্ন গুলো অপূর্ণতায় আকাশে ভাসে
লহর তুলে বাতাস যেন কথা শোনায়।
আপনায় না জানি কোথায় হারাই।
ভাবনারা আতরের সুবাসে মন ভরায়।


-



ভালোবাসার নীল রঙ মাখে ধূসর মন
টুপটাপ বৃষ্টিফোঁটায় অশ্রুর নিঃসরণ।

-



গোপন ব্যাথার গল্প লেখা
মোমের জ্বলন্ত শিখায়।
কবির বুকে শব্দগুচ্ছরা
আঁধার রাতে, নিরবতা ভেঙে
কবিতার রুপ পেতে বাধাপ্রাপ্ত হয়!

-



মেঘ জড়ানো নীল খামে
তোমায় দিলাম খোলা চিঠি।
পুরাতন অভ্যাসে লিখলাম
কিছু মিথ্যে কিছু সত্যি।
ভালো থাকার চেষ্টা রোজই হয় ব্যর্থ ,
মনখাপের সঙ্গী হওয়া দিনেও
রয়ে গেছে তোমার দেওয়া হাজার শর্ত!
আনমনা মন হাসে, তোমার বিলাসী চলাচলে।
অনুরাগের বাঁধভাঙা উচ্ছ্বাস খেলা করে হৃদ স্পন্দনে
পাখি ডাকা রাঙা প্রভাত হয় আশার তরী বেয়ে,
তোমার কথা লিখে যাই শুধুই শুন্যতার পূরণে
আবেগ ভরা আলতো স্পর্শ, এ মন চায় অন্তরালে।

-


Fetching ❣️তনয়া মুখোপাধ্যায়❣️ Quotes