❣️তনয়া মুখোপাধ্যায়❣️   (💦তনু (যতি রত্নপ্রিয়া))
599 Followers · 69 Following

read more
Joined 29 June 2018


read more
Joined 29 June 2018

বসন্ত তুমি

-



সুর বাজে মনো বীনায়,
ভালোবাসা আছে সেথায়,
আবেগ মাখে অবলীলায়।
রাঙিয়ে যায় অকারনে
উদাসী মনে ছন্দ আনে।
ফাগুন হাওয়ায় মুখরিত
কোকিলের কুহু তানে,
রঙিন হয় ধূসর প্রান্তর।
শুভ্র মেঘে আকাশ ছায়
অধরে হাসির হিল্লোলে,
ভালোবাসার আলপনায়
প্রেমরেনু আতর ছড়ায়।
নয়নে কাজল ভরা উন্মাদনা
সোহাগে খেলে রোদের জলছবীরা,
দিনরাত জাগে মধুর মুহূর্তেরা।
***********!!
তনু(যতি রত্ন প্রিয়া)

-



আছো হৃদয়ের প্রতি
রক্ত কণিকায়।
ভালোবাসার অনুভবে,
আবেগে মুড়ে রাখি
তোমায়।

-



তোমার আমার অসমাপ্ত প্রেমগাঁথার গল্পেরা গুমরে কাঁদে অবিরত।

-



বর্তমান পরিস্থিতি যখন দোদুল্য মান, অশান্ত মনও ভাঙে অনবরত,
সময়ের ছলচাতুরি তে ক্লান্তি ভীষন, ধৈর্য্য সহ সুসময়ের অপেক্ষাই প্রধানত...

-



বিস্ময়ে হতবাক হই
আজ তুমি কেনো আমার হলেনা...!!

-



প্রবল বেগে ছুটে চলেছে গাড়ি
সুদক্ষ কারিগরের, নিপুণ কৌশলে তৈরি
মন জোড়ানো পাহাড়ি রাস্তা খানি
হিমশীতল মেঘের দল দিচ্ছে ছুঁয়ে,
অপরূপ সৌন্দর্য্য চোখে হচ্ছে আবদ্ধ
গাড়ির ঝাপসা কাঁচ, হিরক দ্যুতি জ্বলছে
যেনো পাহাড়ের গা বেয়ে..
"স্বপ্নের সেই চুরা, রুপোলি মোড়কে মোড়া
স্বর্গীয় অনুভুতি, নিস্তব্ধতায় ঘেরা"
শুধুই পৌঁছানোর অপেক্ষায় কাটছে প্রহর
সন্ধ্যার মুগ্ধতায় ক্লান্ত মন হলো মুখর
ছুটছে শুধুই ছুটছে গাড়ি,
টাইগার হিলের উদ্যেশ্যে আমরা দিয়েছিলাম পাড়ি.....

💦 তনু(যতি রত্নপ্রিয়া )



-



ছলনার ইশারায়, এ শহরের প্রেমের জয়
ধূসর ভালোবাসার ক্রমাগত ক্ষয়,
নীরবে অভিমানের মৃত্যু হয়....

-



বৃষ্টির গল্প শুনে নীলাকাশের আজ মনভার,
স্বপ্নের দুনিয়ায় স্বাগতম জানাই তোমায় আবার__

-



নারীর মনের সখ গুলো
বৃথাই দূরের পথে হাঁটে।
মুচকি হাসি হেসে বলে,
কাজ পড়ে আছে ওই পুকুর ঘাটে।

বুকের মাঝে থাকার
অভয় দিলেও, রয়না সন্মুখে
দূরের পথেই কেবল হাঁটে।
নারীর ব্যাথা আঁকা যেনো আঁচল ঢাকা মুখে!

সখ, সে তো বিলাসিতা!
তার চেয়ে ঘরকন্নাই খাসা।
নারী ,তুমি গৃহ কর্ম নিপুনা
তোমার সখ এখন শুধুই কাঁদা হাসা।

চাপা অভিমানে ইচ্ছেরা বাঁধে
ঘর, লুকানো অশ্রুর ফোঁটায়।
হৃদয় মাঝে ব্যাকুলতার
প্রবল ঝড়ের তাণ্ডব শোনা নাহি যায়।

-


Fetching ❣️তনয়া মুখোপাধ্যায়❣️ Quotes