শ্রাবণ আসে আকাশ জুড়ে মন্দবাসার খাতায়,
আস্তিনে জমা অভিমান কিছু ঝড়েছে চোখের পাতায়,
তবু যদি আজ আসবে তুমি মেঘ আমাকে জানায়,
লিখবো কিছু অগুনতি সুখ জলফড়িংয়ের ডানায়।।
-
ও গ্রামের ছেলে, একমুঠো ঘাসের ডগায়
সরলতা ছড়িয়ে আনতে পারিস?
কিংবা যদি বলি, পাখির গানের সুরগুলোকে
চুরি করে আনতে খানিক।
খুব না হলে একখানি দিস জলফড়িং
আমার যত কান্নাকাটি, চারদেওয়ালে রয়েছে বন্দি-
যত্ন নিয়ে, তাদেরকে, আলতো করে ছুঁয়ে যাবে।
-
জলফড়িং, তুই আঁকার খাতায় সবুজ রং হবি?
বৃষ্টি পাড়ায় বিকেল বেলায় লালচে হলুদ হবি?
তবে আমি খুঁজব তোকে, রিংটোনদের আগে,
আমার বন্ধুদের বলিস, যেন খেলতে গেলে ডাকে।-
চলে যায় দিন স্রোতের টানে, ধরা দেয় চৈত্রের সাথে খরা...
জলফড়িংরা পাখা বদলায়, দেখা হয় না আমার, ইচ্ছেয় পড়ে চরা...
জীবনের খেলায় জড়িত আমি, সত্য খুঁজতে পরাজিতা...
শিক্ষা নিই তাই তাদের থেকে, যারা পতঙ্গের আওতায় বিরাজিতা...
ছয়পদবিশিষ্ট হলেও তারা ব্যর্থ হয়, আমরা তো কোন ছার...
সস্তার সুখ আমাদের ভীষণ দামী, তাদেরটা তাই খেয়ে যায় বেঘোরে মার...-
দৃষ্টিগোচর হতেই চোখ কপালে উঠলো,
এ কি,ফড়িংও আত্মহত্যা করতে শিখলো !
না জানি তার মনে কত দুঃখ ছিলো
যে সেও আজ গলায় দড়ি দিলো !
কত শত ভাবনার শেষে ঠাওরে দেখি
না,সে মোটেই আত্মহত্যা করেনি ৷
তাকে মেরে এমনভাবে ঝুলিয়েছে মাকড়সাটা
যে প্রথম দেখায় মনে হয়েছে এটা আত্মহত্যা ৷
ফড়িংটা কি কখনো ভেবেছিলো যে
রাতে আশ্রয় নেওয়ার ফলে তার প্রাণটা যাবে ৷
চতুর মাকড়সা তো বেশ নিশ্চিন্তে আছে
কারণ সাধারণের দৃষ্টতে সে আত্মহত্যা করেছে ৷
না জানি প্রতিমুহূর্তে এমন কত ফড়িংকে
আত্মহত্যা করতে হয় সাধারণের দৃষ্টিতে !-
কাগজ নৌকো হারায়, ব্যাকস্পেসের তাড়ায়!
শহর গোলা জলে, মোমরঙ লেগে থাকে;
ভাঙা জানলার পাল্লায়, বৃষ্টি এসে ফিরে যায়।
জলফড়িং-এর আওয়াজ জমে, মেঘপিয়নের ডাকে।
-
।। অভিযোগ গুলো হয়েছে চড়া
ভালোবাসা এখন দিচ্ছে শীতঘুম
অভিমানী মন খুঁজছে তাই
জলফড়িংদের ফাঁকা ক্লাসরুম।।-
চড়ুইপাখিটি বসে ছিল একলা কার্নিশে,
জলফড়িংয়ের স্বপ্নে মগ্ন সে, পায়নি বৃষ্টির খবর।
ঝড় আসবে? বলেছে আবহাওয়া দফতর?
-
শহুরে রঙ মুছে ফেলে আয় কাছাকাছি
দেখবি এখনো ফেলে আসা ঘরে,
জমাট ধুলোর আড়ালে আসলে,
তুই, আমি আজও বেশ বেঁচে আছি |
আয় বস্ চুপটি করে এসে পাশে |
দেখ না ওই নীল আকাশ কেমন কাছে ডাকে |
কতদিন হল শহরে আছি, আধুনিকতার পোশাক পরে |
এই জলফড়িং মন যেন সবুজের ঘ্রাণ নিতে গেছে ভুলে |-
ছেলেবেলা তুমি ভীষণ রঙিন নীল আকাশে ঘুড়ির টানে,,,
কখনো বিকেল দৌড়ে, কখনো বা জলফড়িং এর সবুজ গানে।।-