Moumita Pal   (✍️ মৌমিতা পাল)
241 Followers · 46 Following

read more
Joined 24 October 2018


read more
Joined 24 October 2018
22 DEC 2024 AT 22:45

তুমি আমার শীতল দিনের
সূর্যমুখীর গান
তুমি আমার রাত জাগানো
নীরব অভিমান।
তুমি আমার ঘুমের মাঝে
স্বপ্ন হয়ে ফোটো
তুমি আমার একলা দিনে
কাব্য হয়ে ওঠো।
তুমি আমার না পাওয়াতেও
জয়ের আঞ্জাম,
তুমি থাকো বুকের বামেই
হৃদয় তোমার নাম।

-


27 NOV 2024 AT 20:36

তোমার মত এমন করে কেউ বাসেনি ভালো
তোমার মত আঁধার জীবন কেউ করেনি আলো।

-


23 NOV 2024 AT 17:36

শোঁ শোঁ শব্দে একটা ঝড় বয়ে চলেছে অবিরত
আজ হয়ত খুব তুষারপাত হবে,
সিঁদুরে মেঘ দেখে বুঝি এখনই ভয় জাগে?
অবহেলা জমে জমে সে মেঘ সৃষ্টিই হল সবে!

হৃদ-দরিয়ার মাঝে থাকা একলা নাবিক আমি
ঢেউ বুঝে গুনে গেছি শুধুই মৃত্যু ভয়
যে বারমুডা ট্রায়াঙ্গেল প্রণয় শুষেছিল এতকাল
গলার মাঝে আজ তার পরিসরজুড়ে প্রবল ব্যথা হয়।

এমন তুফান রাতেও তন্দ্রা নামে চোখে
স্বপ্নেতে পাই অগ্নুৎপাতের তাপ,
ক্ষয়ে যায় মন একটু একটু করে
একি শুধুই ভালোবাসার পাপ?

-


7 NOV 2024 AT 23:16

আমি বিশেষ কিছুই নই!
যার নেই কোনো চালচুলো,
যার বিষাদে পড়েছে ধুলো
যার আলুথালু আঁখি জুড়ে
জমেছে গল্পগুলো।

আমি নই কিছু আহামরি!
যাকে ঘিরে হবে কথকতা
যার আছে শুধু নীরবতা
"জীবন" নামের ছলে
যাকে আটকে রাখাই বৃথা।

-


6 NOV 2024 AT 20:02

হৈমন্তী বিকেল জানে মেঘেদের ডাকনাম,
হিম হয়ে জমে থাকা প্রেয়সীর অভিমান।

-


5 NOV 2024 AT 21:19

তুমি অবহেলায় ঠেলেছিলে যাকে দূরে,
পর্ণমোচীর ঝরানো শুকনো পাতার মতন,
তাকেও কেউ গোলাপ করে রাখছে আদরে
জীবন ডায়েরির ভাঁজে সযত্নে আজীবন।

-


4 NOV 2024 AT 23:54

জীবনজুড়ে থাকুক যতোই ব্যর্থতাদের ঋণ,
সফল হয়ে আকাশ ছোঁবো ঠিক কোনো এক দিন।

-


3 NOV 2024 AT 19:45

সামলে নিয়েছি হাজার ক্ষত,
প্রবল মনের ঝড়
এখন আমি একাই আমার
বাকি সবাই পর।

-


2 NOV 2024 AT 19:30

আমি সেই খসে পড়া তারা
যার আলো গেছে আজ ক্ষয়ে
যে পুড়েছে মরুৎ ঢেউয়ে
ভীষণ তেজের শেষে
আজ গিয়েছে সে শেষ হয়ে।

আমি সেই বৃক্ষের দুঃখ!
যার কেউ খোঁজেনি ছায়া
যার কেউ বোঝেনি মায়া
হাজার ছেদন সয়েও
যে পায়নি নতুন কায়া।

আমি বিশেষ কিছুই নই!
আমি নই কিছু আহামরি!
যার হৃদয়ে মৃত্যুপুরী
যার শেষ অবেলার গল্পে
কেঁদেছিল বৃষহরী।

-


1 NOV 2024 AT 18:10

আকাশ বাতাস মাখছে আমোদ
জমছে প্রণয় স্তর
ব্যাকুল হৃদয় শুনছে শুধুই
তোমার গলার স্বর।
চরণ তোমার বন পলাশের
রঙিন কোলাহল
মনের কোলের প্রপাতজুড়ে
অথৈ ধারা জল।
যখন তুমি সামনে এলে
থমকে গেল রাত
সময় যেন ছুটছে জোরে
খুঁজছে অজুহাত।

-


Fetching Moumita Pal Quotes