এই ঝাঁ-চকচকে দুনিয়ায় আমার বসন্ত সাদা-কালো |
-
▪Instagram : shradhanwita
OR
... read more
বারবার ফিরতে চাই, পৃথিবীর জন্যে।
বারবার ফিরতে চাই, পৃথিবীজাত হয়ে।
কিন্তু আমার আর ফেরা হয়না।
কত ভ্রাতৃত্ব খুন হয় রোজ?
ভেদাভেদ যে জয়ের বিশ্রী হাসি হাসে, শুনতে পাও !
ধর্মের সীমান্ত রেখার সৈনিকদের দেখো চেনেনা কেউই ।
রাজনীতির আগুনে পুড়ে মরলো কজন? জানো?
দেখো তবু, আমি কিন্তু আমার লেখায় ভাব-ভালোবাসা দেখাচ্ছি।
কেননা আমি সুখী পৃথিবীরই স্বপ্ন দেখে এসেছি চিরকাল।
কিন্তু না, ফিরতে পারছি না আর।
এককাজ করো,
আমার বিছানায় তোমরা ফুল দিওনা,
বরং মেঝেতে দুটো বাতি জ্বালিও ।
তাতে যদি মানুষগুলো চোখে একটু আলো দেখতে পায় ।-
দেখি শুকিয়ে গেছে
প্রিয় ফুল-গাছ-পাতাবাহারি।
বই-খাতা-মায়ের ছবি,
বড্ডো হলদেটে, তবু উজ্জ্বল ।
কবির প্রিয় কবিতার পাতাখানা খুঁজলামনা আর।
হয়তো কোনো মুদির দোকানে ঠোঙায় আদরেই আছে ওটা ।
তাকের ধুলো সরিয়ে দেখলাম,
আমার লেখা বেরোনো কবিতার ম্যাগাজিনটা দিব্বি আছে।
হঠাৎ ওদিকটাতে চোখ ফেরাতে দেখি
টবের আগাছা, কাঁটালতাগুলো বেজায় হাসছে।
আমার ফেরাতে,
ওরা কি খুশি নাকি ব্যঙ্গ করছে?-
মন খাতায় কাটাকুটি
চোখে মুখে গুমোট ভাব।
মিথ্যা হাসির প্রলেপ ঠোঁটে,
কিছু আড়ির কি আর হয়না ভাব?-
खुदा से इतनी शिकायत क्यों?
जो नहीं मिलना लिखा हैं
जितनी भी कोशिश करलो वो नहीं मिलेगा....
हर वक़्त मांगना क्यों?
जो नसीब में हैं
धैर्य रखो, वो जरूर अदा होगा!-
Agar do pal ki zindegi hain to wo
do pal hi ayse jiyo ki maut jab aye
to zindegi ko tumse juda
karne pe maut khud ghabrae!-
প্রেমের মরসুমে বেনামী আস্কারায়
মুহূর্তরাও যেন দিচ্ছে ফাঁকি..
এক মুখে মেঘ জমেছে বড়,
আরেক মুখে 'রাগ করেনা লক্ষ্মীটি'।-
জানি তুমি আমার কথা থোড়াই ভাবো!
তবু রোজ কাব্যি করি তোমায় নিয়ে।
শত সহস্র বছর পেরিয়ে এলেও দেখো
তোমারই পথ চেয়ে বসে আছি, হে প্রিয়ে।-