প্রতিশ্রুতি দেয় ছায়া, থাকবো সাথে সাথে।
আলো বলে পথ চিনে, একলা শেখো হাঁটতে।-
আমি তোমারই প্রেমের তৃষিত কবি, এবার নাও তা ব... read more
প্রোফাইলে থাকছে চোখ, মনের খবর অজানা।
যে পথে হেঁটেছি সাথে, সে পথ আজ অচেনা।
মৌসুমী হাজরা-
কারণে অকারণে ভাবছি তবু, পিছন ফিরে দেখছি না।
এগিয়ে যাওয়ার কথা শুধুই, অতীত ভোলানো বাহানা।
মৌসুমী হাজরা 🌸-
থাক তবে কিছু ভুল, গুছিয়ে নিয়ে লাভ কি!
তুমি মত্ত নতুনের নেশায়, আমার প্রেম সাবেকি।-
মনখারাপ একটা কাঁধ খোঁজে, বেড়েছে ভার ভীষণ।
গল্পের শেষে শ্রোতার আজ, হারিয়ে যাওয়া বারণ।-
অভিমান সরিয়ে রেখে, ফিরবে একদিন জানি।
তোমার ঠোঁটের স্পর্শে সেদিন, হবে আমার মুখাগ্নি।-
ইচ্ছে মতো ফুটুক পলাশ, রঙ লেগে থাক বারোমাস।
একটা জীবন তোমার সাথে, মেনে নিতাম সর্বনাশ।-
তারপরেও বেঁচে থাকতে হয়, চলে নিজের সাথে যুদ্ধ।
বিরহের জ্বালায় জ্বলতে হয়, ছাড় পায়নি স্বয়ং রুদ্র।
-
চাহিদা বলতে এইটুকুই, তোর ভালোথাকাটা জরুরী।
সারাটা রাত এইভাবে তাকিয়ে, আমি ভোর করতে পারি।-
চোখ দেখে বুঝে নিও, তাতে জমা আছে কত রাত।
সব কষ্ট মিলিয়ে যাবে ঘুমে, মাথায় যদি রাখো হাত।
-