QUOTES ON #পর্ব_১

#পর্ব_১ quotes

Trending | Latest

খোয়াব - (প্রথম পর্ব)

-


11 MAR 2020 AT 7:01

🌼🌸বসন্তের বিরহী দোল🌸🌼
(পর্ব-১)

-


16 SEP 2018 AT 11:11

পর্ব_১
-----------
সুমিরা পাঁচ বোন।এদিকে অরূপরা তিন ভাই। অরূপের মেজদার সাথে বিয়ে হয়েছে সুমির ছোটদির।বৌভাতের দিনই প্রথম দেখা হয় অরূপ আর সুমির।সেখান থেকে আলাপ পরিচয় তারপর প্রেম।প্রথমে বাড়িতে কাউকে জানায়নি সুমি যেহেতু একটা কিছু কাজ তখনো পায়নি ও।বাবাকে গর্ব করে বলেছিল যে; 'বাবা একটা চাকরি না পেলে বিয়েই করবো না।এই তোমার দিব্বি'।বাড়ি থেকে সেরকম চাপ না দিলেও সুমির ছোটোথেকেই খানিক টুকরো স্বপ্ন আছে।আর সেগুলো পূরণ করতে গেলে একটা চাকরি তার দরকার।চাকরিটা পেলে অর্ধেক স্বপ্ন পূরণ করবে সে বিয়ের আগেই আর বাকিটা বিয়ের পর।

-


23 JUL 2020 AT 2:18

নব জীবন

-


4 JUL 2020 AT 9:14

(পর্ব - ১)
-- এক পরশে --

এক পরশে --
আমি তোমার ভালোবাসার গল্প রচি।
-- আমি হৃদয়।❤️

-


1 JUN 2022 AT 11:46

এক প্রজন্মের ভালোবাসা....
পর্ব~১

-


5 MAY 2020 AT 20:15

খোঁজ নিতে গিয়ে
নিখোঁজ হলো
কে সে, কবে?

-


10 JAN 2021 AT 22:15

দেখা হবে আবার;
ঠিক কোনো এক দিন হঠাৎ করেই
ফুটপাথ যে অপেক্ষায় এখনও
প্রিন্সেপ ঘাট,প্রিয় সেই বেঞ্চটা,
এখনও যে অপেক্ষায়;
আবার কবে হবে ওই মুখে!!
অপেক্ষার প্রহর যে বাঁধ মানতে চায় না।
বাঁধ ভেঙ্গে উড়তে চায়।
তবে অপেক্ষা যে করতেই হবে;
সব কিছু আবার সুস্থ হয়ে ওঠার,
স্বাভাবিক জীবনে ফিরে আসার।
দেখা হবে আবার, ঠিক কোনো এক দিন
সব কিছু ঠিক হবে যে দিন।
ফিরে দেখবো আবার নতুন করেই,
তোমার হাত ধরেই ফেলে আসা সেসব দিন।
দেখা হবে আবার হঠাৎ কোনো এক দিন।।
(পর্ব -১)

-


7 JUN 2022 AT 13:33

New series

-


8 JAN 2019 AT 16:11


আমি
তোর অবহেলার সময়টাকে মূল্যবোধে ধরে,
নিশির ডাকে প্রেম খুঁজে যাই আঁধার ভাঙা ভোরে..
আমার ঘুমজড়ানো চোখে,
এই দুহাত হাতরে বেরায় তোকে..
উনিশ-কুড়ির মনটাতে আজ তিরিশের রেশ
শ্বাসযুক্ত মৃতদেহ রোজ মিথ্যে বাঁচে বেশ..

আমার মনকেমনের মানুষ,
যদি যত্নে থাকিস,তবে যত্নে রাখিস,
আবেগের সাথে আহ্লাদটাও শরীর জুড়ে মাখিস..

-