Paid Content
-
★ www.facebook.com/ZahidHasan23
★ www.instagram.com/khdzahid
★ www.twitter.com/PrgrmrZahid
ক্ষমতার কারণে কখনো কাউকে ছোট করে দেখবেন না।
কারণ, আজ হয়তো আপনি শক্তিশালী।
কিন্তু সময় আপনার চাইতেও বেশি শক্তিশালী।
-ড. এ.পি.জে. আব্দুল কালাম-
চলেই যদি যাবি, তবে যা!
ফেরাবোনা তোকে।
হয়তো একদিন খুঁজবি খুব
অগোছালো এই আমাকে!-
হেঁটে গেছি ভীষণ ক্লান্তি নিয়ে অবিরাম,
পাইনি খুঁজে তোমার দেখা এটাই পরিণাম।-
তোমাকে ছাড়া যদি কেউ একা থাকতে শিখে যায়,
তাহলে তুমি পারবেনা কেন?
একটু চেষ্টা করলে তুমিও পারবে।
কারণ পৃথিবীতে কেউ কাউকে ছাড়া কষ্টে থাকেনা।-
প্রেমের মায়াজালে জড়িও না আমায়
আমি আর ঐ প্রেমেতে অন্ধ নেই,
তোমায় নিয়ে যে প্রেম দেখেছি আমি
আজ তার কোন অস্তিত্ব নেই।-