.....'গ্ৰামবাংলার জননী'....
গ্ৰামবাংলার মাটিতে জননী তুমি অনেক রূপে ধারিত্রী;
কখনও তুমি জননী,
কখনও বা প্রিয়ংবদা,
কখনও বা কন্যা।
তোমার রূপের ছটার সাথে তোমার মহিমাও অপরিসীম
নানা রূপে এই ধরনী,গ্ৰামবাংলাকে আগলে রাখো তুমি।
কখনও তুমি অন্ধকার আচ্ছাদিত মনে ছড়াও উজ্বল আলোকরাশি,
কখনও বা অনেক প্রতিকূলতার মাঝেও, সাহস যোগাও তুমি।
কাঙ্ক্ষিত হৃদয়ের খোরাক তুমি, ব্যর্থ হৃদয়ের সফলতা
জীবনের প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখাও তুমি।
মাঠ ভরা সোনালী ফসলের আভা তুমি,
সেই চাষির বুকভরা আনন্দের সঙ্গী তুমি।
তুমি প্রসববেদনায় মৃত্যুযন্ত্রণা শেষে মায়ের বুকে জড়ানো শিশুর
মিষ্টি হাসির খেলা।
তুমি শরৎতের সকালে মায়ের আরাধনা।
তুমি গ্ৰামবাংলার নারী
গ্ৰামবাংলার জননী;
একাধারে তুমি গ্ৰামবাংলার মানুষের
এক বৎসর অপেক্ষার আশ্বাস।
তুমি বাঙ্গালীর হৃদয়,
শরৎকালে আরাধিত তুমিই মা দুর্গা।
তুমিই জননী
তুমিই মা কুমারী।।
-
it's my feelings and my fascination ✍️🌼
ধন্যবাদ আপনাকে স্বাগত... read more
রোজ ফুল হয়ে ফুটো
রোজ জবাব দিও ,
যারা তোমায় লাঞ্ছিত করে
জবাব দিও তাদের,
যারা যে নারীরই সৃষ্টি তাকেই আঘাত হানে।
নারী তুমি রোজ নতুন করে জাগো,
নতুন আলোয় আলোকিত করো এ ভুবন।
নারী তুমি নতুন রূপে সাজো,
আবার বুঝিয়ে দাও তোমার মহিমা।
নারী তুমি রোজ জয়ী হও।
রোজ নতুন করে বাঁচো।
নারী তুমি রোজ থেকো ভালো।।-
Be Bold
Be fearless
Be positive
Remember that,
If we want,we can do anything..-
You might carry the accumulation of years in
your body and on your face,
but you can stay young at heart and not let
the years weigh on your spirit.
And those "Wrinkles" significant that,
It’s not the years in your life that count.
It’s the life in your years.”-
Time changed according to predations,
Some people also like that ,they changed mysteriously.
-
আজ ধ্বংস স্তূপের দোড়গোড়ায়
ফিরে তাকাতে চাইলেও যে ফিরে যাওয়া যায় না
শেষ বেলায় দাড়িয়েও তোমার অকাল পরিশ্রম নিজেকে সঠিক প্রমানের চেষ্টা ,আজ বোধহয় করেও কোনো লাভ নেই। শুধু বিদায়ের মূহুর্তে থেকে যাবে মুখে কটুক্তির ছাপ। আজ না হয় থাকনা,নাই বা করলে প্রমাণ তুমি ঠিক আর আমি ভুল।
থাকনা আজ না হয় নাইবা করলে.....-
যেথায় খুঁজি সেথায় পাই যে
মুক্তি হীন স্বাধীনতা,
তুমি বলছো মুক্ত মনের ঠিকানা,
আমি খুঁজছি স্বাভাবিক জীবন-যাপন একটু স্বাধীনতা।।-
দেখা হবে আবার;
আবার হাঁটবে ফুটপাতের রাস্তা ধরে...
প্রিন্সেপ ঘাটের ফাঁকা বেঞ্ঝ গুলো আবার ভোরে ওঠবে,
একটা বছরের অপেক্ষার পর আবার প্রিয় মানুষটিকে দেখে আবার আনন্দে মুখটা রাঙ্গিয়ে ওঠবে।
এতো অপেক্ষার পর আবার আনন্দে আত্মহারা হবে শহরবাসী।
শুধু অপেক্ষা, কবে শেষ হবে এই অপেক্ষা দেশবাসীর, গোটা বিশ্বর।
এবার নতুন করে সবাই দেখবো প্রানোচ্ছল বিশ্ব।
আবার সবাই মাতবো আনন্দে।।
নতুন বছরের নতুন আশায় গোটা বিশ্বের মানুষ।।
(পর্ব -২)-
দেখা হবে আবার;
ঠিক কোনো এক দিন হঠাৎ করেই
ফুটপাথ যে অপেক্ষায় এখনও
প্রিন্সেপ ঘাট,প্রিয় সেই বেঞ্চটা,
এখনও যে অপেক্ষায়;
আবার কবে হবে ওই মুখে!!
অপেক্ষার প্রহর যে বাঁধ মানতে চায় না।
বাঁধ ভেঙ্গে উড়তে চায়।
তবে অপেক্ষা যে করতেই হবে;
সব কিছু আবার সুস্থ হয়ে ওঠার,
স্বাভাবিক জীবনে ফিরে আসার।
দেখা হবে আবার, ঠিক কোনো এক দিন
সব কিছু ঠিক হবে যে দিন।
ফিরে দেখবো আবার নতুন করেই,
তোমার হাত ধরেই ফেলে আসা সেসব দিন।
দেখা হবে আবার হঠাৎ কোনো এক দিন।।
(পর্ব -১)-
All our dreams can come true,
If we have the courage to pursue them...
-