---ভেবেছি পরিচয় দত্তক নেবো হারিয়েছে যা সঙ্গোপনে,
চোখের মেঘ শুকিয়ে কাঠ, বর্ষাও অভিমানী নির্বাসনে।।।-
মানুষের পরিচয় মূল্য দ্বারা বিচার হয় না।
মানুষের পরিচয় মেলে তাঁর কাজে ও ব্যবহারে।-
তোমার চোখের বাধ্যতায় আমি পেয়েছিলাম নিজেকে খুজে,,,
আজ সেই তোমার চোখের অবাধ্যতায় আবার হারাতে বসেছি নিজেকে।।।।-
এক পশলা প্রেক্ষাপটে হাজির, অতিরিক্তের দশক
চরিত্র বুঝে চরিত্র গড়া আলাপে বোধহয় আবশ্যক।-
কিছু পরিচয় হাজার ভুলেও, ভীষণ স্থায়ী লাগে,
কিছু আবার দাগ কেটে যায়, ফুরিয়ে যাওয়ার আগে।-
চোরের আচরন - চলাফেরায় ।
বোকার আচরণ - কথাবার্তায় ।
চালাকের আচরন - আকস্মিক সংকটে ।
নিচু লোকের আচরন - ভাষায় ।
অলস এর আচরন - অজুহাতে ।
চরিত্রের আচরন - মেলামেশায় ।
মানুষের আচরণ - শিক্ষা ও ব্যবহারে ।-
আচ্ছা বলছিলাম আমার সকল yq এর দাদা, দিদি, ভাই , বন্ধু দের অনেক তো হলো লেখালেখি আজ একটু আলাপ পরিচয় হয়ে যাক । কি বলো ??
মেনশন করো তোমার বন্ধুদের আর সবাই কমেন্ট নিজেদের পরিচয় দাও 😌
#এসো_পরিচিত_হই-