Sumi Guin   (সুমি🍁)
843 Followers · 55 Following

read more
Joined 11 April 2019


read more
Joined 11 April 2019
23 JUN 2021 AT 18:48

শিরদাঁড়া ভেঙে অস্থিমজ্জা বেরোলে;
সুখ কিনবো বরং,
ঘোলাটে জীবন, স্থিতিশীল হতে,
এক খন্ড জাফরানী বরফ লাগবে।
মোচড়ানো, সংকুচিত, মেলানিন গ্রস্ত,
ভেতরের খাঁচাটার শিকগুলো,
কেমন যেনো আলগাতর।
প্রসারিত, জমাটবদ্ধ হতে,
ল্যান্ডস্কেপে শুকোতে দিলে,
শুষ্ক,ক্ষুদার্ত অক্সিজেনের কণা চাই।
ক্ষয় হচ্ছে যাচ্ছে সবকিছুই প্রতিনিয়ত।
তাই...
সময় করে অস্থিমজ্জা বেচে,
চিরস্থায়ী "সুখ" কিনবো!

-সুমি🍁








-


16 JUN 2021 AT 13:57

জুড়তে গেলেও ভাঙতে হয়..
বদ্বীপ গড়তে গিয়ে,
নদী যেমন হচ্ছে ক্ষয়।

-


14 JUN 2021 AT 18:27

আবেগ যখন ক্লান্ত ভীষণ,
মনের ঘরে দারুণ চাপ;
বইলো যখন এক পশলা,
ভেজা অক্রিয় অক্ষরমালায়,
বইছে তখন, খরার অভিশাপ।


-


13 JUN 2021 AT 9:08

প্রত্যেকটি "ভালো আছি" র শবদেহ থেকে "ভালো নেই" প্রানের জন্ম হয়!

-


12 JUN 2021 AT 18:52

আমরা সবাই প্রেমে পড়ি, হয় জীবের নয় জড়ের।

-


6 JUN 2021 AT 11:41

প্রকৃতস্থ মৃত্যু নাকি অপমৃত্যু সম্পর্কের,
অতঃপর পোস্টমর্টেম সম্পর্কের।
রিপোর্ট দিয়েছে স্যাক্রিফাইস।

-


29 MAY 2021 AT 21:16

এক নিয়ম ভাঙা পাখি,
আগলে রাখাকে শিখেয় তোলে।

নিঃস্ব হয়ে তৃপ্তি খোঁজে;

ঠুনকো দেহে শহর চেনে,
আঘাত লুকানো উড্ডয়নে।

-


22 APR 2021 AT 23:49

গভীর চোখের পালকে,
প্রেমের অনুরা বাঁচে।
উষ্ণমুখি প্রেমে,
বরফ কুচি খোঁজে;

অভিমানী প্রেম,
বেওয়ারিশ হয়ে ঘোরে।
বুভুক্ষিত অনুভূতিরা,
ঠিকানা হীন হয়ে কফিনে জায়গা খোঁজে।

-


21 APR 2021 AT 16:15

ঝরা পাতাকে জিজ্ঞেস করো...
"বিচ্ছেদের সংজ্ঞা"

-


20 APR 2021 AT 21:40

স্মৃতির জঠরে পরিত্যক্ত এক সভ্যতা।
তাকে ঘিরে গড়ে ওঠেনি কোনো ইতিহাস বা কাব্য।
গুমোট রুপি যুক্তি যেনো অকাট্যতা, নেই যে কোনো অভিকর্ষজ টান।
সম্পর্কের চক্রব্যূহে পড়ে,
"ঋণী" হয়ে থেকে গেলাম।
তোমার কাছে "অমর" হলাম না!!

-


Fetching Sumi Guin Quotes