হয়তো কিছু কিছু ভালোবাসা
প্রকৃতি মেনে নিতে চায় না !-
এটা বিষ বা হাতিয়ারের থেকেও ভয়ংকর ।
০১/০১/১৯৯৮
from - কো... read more
যাদের ভেতর রাগ বস্তু পরিমাণে অধিক ,
তারা শুধু কাছের মানুষকেই না
নিজের মানুষকেও হারিয়ে ফেলে এক মুহুর্তে ।-
আমি আমার উন্নতি দেখেছি সঙ্গে অবনতি
আমি এও দেখেছি শত্রু কিংবা মিত্রর ঘর
আমি জাতি দেখেছি আবার ধর্ম দেখেছি
দেখেছি সব শেষে মানুষের মৃত্যুই অবসর ।-
কিছুটা কলঙ্কের দাগ , বাদবাকি মিথ্যা প্রচার
দোটানায় মরিয়া হয়ে জীবিত লাশ মতিভ্রম
দুটো পা এক করে দাঁড়ানোর ক্ষমতায় পিছু পা
অন্য পারের মানুষ ভালোবাসতে যেন অক্ষম ।-
ভালোবাসতে যোগ্যতা না তেষ্টা লাগে
যেমন ঘর পোড়া রোদের সুর্যের পায় ।-
ঘুরে দাঁড়ানোর উচ্চতা অজানা আমার
ভবিষ্যতের গভীরতাও ঠিক একই স্থানে
এই মহাদেশ কাজেই জীবন গোনে ব্যাস
সমতলেও যে মৃতের উপর আঘাত হানে-
ভালোবাসার মত, ভালো রাখার মত দুটো চোখ
এরূপ মানুষ খুঁজতে খুঁজতে ক্লান্ত যখন
এক একটা গোটা রাত বিষ গিলে শয্যায়
বিশ্বাস কেমন খসতে থাকে তাঁরার মত তখন ।-
রোজ রোজ তিলতিল করে মরতে থাকলে
মৃত্যুর স্বাদ নষ্ট হয়ে আসে , ফিকে পড়ে যায়
একটা ভয় দ্বিগুন বড় হতে থাকে ভেতর ভেতর
অনুশোচনায় ডুবে ক্লান্ত হয় শেষে ,
গলা শুকিয়ে কাঠ হয়ে ওঠে , একফোঁটা
জলের শেষ আল্লাদ সে এসে পুরণ করে যাক
এটাই আশ্বাস বিদায়ের বেলায় ।-