বৃষ্টিধারায় ছুঁয়ে যাই,
অলীক স্বপ্নগুলোর সমারোহে
শীতল পরশপাথর উষ্ণ হতে চায়
অশ্রুমিশ্রিত নিবাতের গাত্রদাহে।।-
ভালোবাসা পরশপাথর সবাই খুঁজে পায়না
খুঁজে পেলেও অনেকেরই কপালে তা সয়না-
ব্যস্ত চারপাশ ছুটছে অবিরাম ।
তবু দুজনে থমকে গিয়েছি,
যেখানে বছর দুই আগে থেমেছিলাম ॥
দুজনের দ্বিধাগ্রস্ত ইতস্তত মন,
পাশে আরও দুটো হাত ।
চাইছে ভীষণ ইচ্ছেরা,
ফিরে পেতে সেই বৃষ্টিভেজা রাত ॥
আজ আর নেই কিছু অবকাশ,
বিকেলের ট্রেনে আমি হবো ভিনদেশী ।
তুই ভালো থাকিস নতুনের ছোঁয়ায়,
এর চেয়ে আর চাই না কিছু বেশি!!-
আগুন বুকে যারা হাসিমুখে হাঁটে,
তারা সান্ত্বনা খোঁজেনা,
দুঃখগুলোকে তারা পরশপাথরে মুড়েছে।
-
ব্যস্ত সিগন্যাল চুঁইয়ে অপেক্ষা,
দূর আকাশের লালচে বিকেল ।
না লেখা চিঠির খোঁজে
পথের বাঁকে প্রেমিক সাইকেল ॥
-
কথোপকথনের আবেগী সংলাপে,
অনুভূতির ঝর্ণা সুর আঁকে ।
বিকেলের বৃষ্টিভেজা রোদে,
গঙ্গার বুকে পরশপাথর স্নিগ্ধতা মাখে ॥
দূরে ভেসে যায় স্মৃতির নৌকা,
পাঠকের মন ছন্দ খোঁজে ।
সন্ধ্যার হাতছানি দেওয়া অজানা পাখি,
মন ভালো করে দিয়ে যায় সহজে ॥-
নষ্টনীড়ের কষ্ট কথা গুমরে কাঁদে হৃদ-গহিনে,
ভাবছি এখন ভাব নগরে ভর্তুকিতে কিনব লাভ।
হেথায় দেখি হ্যাংলা সবাই; হাতড়ে খোঁজে হিমবাহ,
পাগলা খোঁজে পরশপাথর পরাণে যার নেইকো পাপ।-
মুখ লুকিয়ে অনেক কথা,
জমে থাকে ঠোঁটে ।
অনেক কষ্ট ছোট্ট করে,
কলমেতে ফোটে ॥-
ওকে সবাই অবুঝ বলো..
সত্যি করে নিজের মতো ক'জন ওকে বোঝে?
কালের চাকায় পিষ্ট হয়েও..
ছাই হয়ে সে ছাইয়ের স্তুপে পরশপাথর খোঁজে..-