Priyanka Santra   (✍️Pri)
174 Followers · 36 Following

# Hobby - Painting, Photography
#অন্তর_ডায়েরি - নিজের ঘর।
Joined 6 February 2020


# Hobby - Painting, Photography
#অন্তর_ডায়েরি - নিজের ঘর।
Joined 6 February 2020
20 MAY AT 8:27

শিহরণ লাগে বারেবার
বাতাসে কার ছোঁয়া লেগে
কিজানি হয়েগেছি কার!

কিজানি কার হাহাকার
পশ্চিমী ঝঞ্ঝার বেগে
এ বুকে লাগে দুর্বার!

-


19 MAY AT 9:03

যে আকাশে তোমায় রাখি
সে আমার বড্ড ব্যাক্তিগত,
বুকের পাঁজর চেরা পাখি
তোমার জন্য হৃদয়াবনত।

-


4 APR AT 9:22

থাকা না থাকার মাঝে কেটে গেছে
অনেক গুলোই চাঁদ,
তবুওতো ভালবাসি না মন্দবাসির দ্বন্দ্বে
লেগে থাকে অবসাদ।

-


29 MAR AT 8:11

মেঘ উড়ে যায় কথার ভাঁজে
পৃথিবী কুয়াশা ঢাকা,
প্রেম কেঁদে মরে জ্যোৎস্না সাঁঝে
সবই সময়ের চাকা।

-


10 SEP 2024 AT 11:12

সাগর সাজিয়ে রেখেছি এ বুকের মাঝে,
বেলা শেষে এসো প্রিয়া স্রোতস্বিনী সাজে।

-


22 JUN 2023 AT 10:23

তোমার মুখ থেকে বেরিয়ে আসা যে কোনো শব্দ যখন মিথ্যে হয়ে ধরা দেয়, সেই মিথ্যে টুকু আমায় কতটা ধ্বংস করে সেটা যতদিনে তুমি বুঝতে পারবে ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে!

-


20 JUN 2023 AT 22:53

বেড়ে যাওয়া ক্ষতগুলো বাড়ছে যদিও,
আমাপা সুখ দিতে তুমি মরিয়া হয়োনা।
লেগে থাকা ভালোবাসায় সুখী আমিও,
দিনান্তে তোমার সঙ্গ ছাড়া বেশি চাইবনা।

-


19 JUN 2023 AT 17:15

কত মন ভেঙে যায় গোপনে, কত ইচ্ছেরা ফিরে আসে খালি হাতে। আবেগ গুলো কখনো কখনো চিৎকার করে ডাকবে ভেবেও মুখ বন্ধ করে নিয়েছে। অনুভূতি বলে কোনো শব্দ না থাকলে বোধহয় খুশি হতো অনেকেই। কালবৈশখী এসে কেমন শান্ত করে দিয়ে যায় সব, কজনই বা আছে যারা ধ্বংসের শেষে টুকরো খুঁজতে চেয়েছে?
যে মেয়েটা একদিন তোমার পায়ের ধুলো পেলে সন্তুষ্ট ছিলো, ভেবে দেখেছো কতটা অসহায় হলে সে তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চাই?

-


28 APR 2022 AT 10:59

বাবা, তুমি চলে যাওয়ার পর
পি এইচ ডি -র স্বপ্ন ছাড়লাম, কাঁধের উপর সংসার এলো।
হঠাৎ দেখা রূপকথারা, ঘন শ্যাওলা জলে গুলিয়ে গেলো।।

-


27 APR 2022 AT 21:44

চাঁদের গায়ে কলঙ্ক দিলে, বৃষ্টি জলে ধোব,
তোমাকে ছোঁয়ার সুযোগ খুঁজে- খানিক উড়নচণ্ডী হব...

-


Fetching Priyanka Santra Quotes