থাকা না থাকার মাঝে কেটে গেছে
অনেক গুলোই চাঁদ,
তবুওতো ভালবাসি না মন্দবাসির দ্বন্দ্বে
লেগে থাকে অবসাদ।-
#অন্তর_ডায়েরি - নিজের ঘর।
মেঘ উড়ে যায় কথার ভাঁজে
পৃথিবী কুয়াশা ঢাকা,
প্রেম কেঁদে মরে জ্যোৎস্না সাঁঝে
সবই সময়ের চাকা।-
সাগর সাজিয়ে রেখেছি এ বুকের মাঝে,
বেলা শেষে এসো প্রিয়া স্রোতস্বিনী সাজে।-
তোমার মুখ থেকে বেরিয়ে আসা যে কোনো শব্দ যখন মিথ্যে হয়ে ধরা দেয়, সেই মিথ্যে টুকু আমায় কতটা ধ্বংস করে সেটা যতদিনে তুমি বুঝতে পারবে ততদিনে হয়তো অনেক দেরি হয়ে যাবে!
-
বেড়ে যাওয়া ক্ষতগুলো বাড়ছে যদিও,
আমাপা সুখ দিতে তুমি মরিয়া হয়োনা।
লেগে থাকা ভালোবাসায় সুখী আমিও,
দিনান্তে তোমার সঙ্গ ছাড়া বেশি চাইবনা।-
কত মন ভেঙে যায় গোপনে, কত ইচ্ছেরা ফিরে আসে খালি হাতে। আবেগ গুলো কখনো কখনো চিৎকার করে ডাকবে ভেবেও মুখ বন্ধ করে নিয়েছে। অনুভূতি বলে কোনো শব্দ না থাকলে বোধহয় খুশি হতো অনেকেই। কালবৈশখী এসে কেমন শান্ত করে দিয়ে যায় সব, কজনই বা আছে যারা ধ্বংসের শেষে টুকরো খুঁজতে চেয়েছে?
যে মেয়েটা একদিন তোমার পায়ের ধুলো পেলে সন্তুষ্ট ছিলো, ভেবে দেখেছো কতটা অসহায় হলে সে তোমার কাছে ভালোবাসা ভিক্ষে চাই?-
বাবা, তুমি চলে যাওয়ার পর
পি এইচ ডি -র স্বপ্ন ছাড়লাম, কাঁধের উপর সংসার এলো।
হঠাৎ দেখা রূপকথারা, ঘন শ্যাওলা জলে গুলিয়ে গেলো।।-
চাঁদের গায়ে কলঙ্ক দিলে, বৃষ্টি জলে ধোব,
তোমাকে ছোঁয়ার সুযোগ খুঁজে- খানিক উড়নচণ্ডী হব...-
ঢালো ঢালো প্রাণে আরো
আবিষ্ট মাদকতা,
ক্ষণে ক্ষণে সুধা পানে
সঞ্চিত কথকতা।-
স্পর্শ অবলম্বনেই তো হয়েছিল অখিল-আধান।
তবুও হাতের রেখায় সহস্র লালের ব্যবধান।।-