Jeet Bose   (@জীৎ...)
202 Followers · 65 Following

read more
Joined 17 February 2020


read more
Joined 17 February 2020
27 FEB 2022 AT 15:41

রাতের কোলে স্বপ্ন ঝরে,
ইচ্ছে জ্বলে চিন্তা চিতায় ।
প্রশ্নগুলো উত্তর খোঁজে,
কষ্ট ফোটে চোখের পাতায় ॥
নিশ্চুপ চোখ মনের শাসক,
আন্দোলনে শব্দের দল ।
ভুলগুলো সব সদর্থক,
ছেলেমানুষীর ভিডিও কল ॥— % &

-


24 FEB 2022 AT 21:04

নির্জনে দেখো প্রকৃতি কেমন অনুভূতি মেলে হাসে ॥— % &

-


24 FEB 2022 AT 19:01

ঝিনুকের খোলসে অবজ্ঞা,
শাঁখের করাত জুড়ে রক্তক্ষরণ ।
উদাসী প্রান্তিক স্বপ্নে -
অবাস্তব অপহরণ ॥
— % &

-


24 FEB 2022 AT 2:54

উপোসী রাত একলা বসে পূর্ণিমার অপেক্ষায় ।
বুকের ক্ষতয় অমাবস্যা, প্রেমিক ফুল ঝলসে যায় ॥— % &

-


24 FEB 2022 AT 2:42

তোমার ভালোবাসার ছোঁয়ায়
সন্দেহের চোরাস্রোত ।
বৃষ্টি অহর্নিশ, কলঙ্কিত রোদ ॥— % &

-


18 FEB 2022 AT 20:13

রাতভর যত কুয়াশা ছিল,
রোদের কোলে ঘুমিয়ে গেছে ।
সময় বলা ঘড়ির কাঁটা,
যুক্তি সাজায় যন্ত্র প্যাঁচে ॥
কারখানার ওই শ্রমিক নেতা,
মত বদলায় রঙিন ছাতায় ।
শব্দ বেচা গল্প চাষার,
জীবন কাটে গরীব ভাতায় ॥
নদীর ধারে ঘাসের ঝোপে,
আগামীর শত অঙ্গীকার ।
মানুষ যদি মূর্খ হয়,
রক্ষা পায় রাজ দরবার ॥— % &

-


16 FEB 2022 AT 23:38

তারাদের অবাধ্যতায় চাঁদের মুখ গোমড়া ।
আলোকিত রাতের ঔজ্জ্বল্য কেমন যেন ফিকে!!
চারপাশে সব ভুল যত, ব্যস্ততায় লুকিয়ে ক্ষত ।
ব্যর্থ অ-সুখগুলো রাখি বোবা ডায়েরিতে লিখে ।।— % &

-


12 FEB 2022 AT 22:22

যেখানে ছোঁয়া মেখে আছে,
অস্তমিত সূর্যের ঢেউয়ে ।
তোমার আমার স্পর্শের স্মৃতি,
চল দেখি আরেকবার ছুঁয়ে ॥— % &

-


12 FEB 2022 AT 0:10

রয়ে গেছে সেই বেঞ্চ,
লিপস্টিক ছোঁয়া হাত ।
সন্ধ্যের হাসি মন জুড়ে,
বসন্তের বুকে অচেনা মৌতাত ॥— % &

-


23 OCT 2021 AT 1:55

রাতের বুকে বৃষ্টি কাফন,
কুয়াশাদের দীর্ঘশ্বাস ।
জলছবিতে নগ্ন কোমর,
বানভাসি মন ভগ্ন-লাশ ॥

-


Fetching Jeet Bose Quotes