গোধূলির শেষ আলো, শেষবার,
রাঙা হয়ে ফুটে ওঠে আকাশে;
পাখিরাও ঘরে ফেরে,আমিও।
মনটাই পড়ে রয়,
মনখারাপের এক বিকেলে।-
ভুল করে পথ ভুলি।
সুখের কবিতা চেয়েও,
গর্ভাঙ্কের বিরহে ভিজি।
কলমের অভিশাপে আজ... read more
আমার অন্ধকার জোনাকির অস্তিত্বে জমিয়ে রেখেছে,
তোমার এলোচুলে পিছলে যাওয়া কবেকার সেই আলো।
প্রত্যেক ঘুমন্ত বুকেই জেনো একটা নিজস্ব রাস্তা জেগে থাকে,
যে রাস্তার স্মৃতিগুলো শীতল, নিঃসঙ্গ জাতিস্মরের মতো।।-
বিকেল ফুরোয় সন্ধ্যে নেমে আসে,
বাড়তে থাকে সময় চুরির ছুঁতো।
যাওয়ার পথ কেন আটকে রাখে মিছিল,
অথচ ফেরার রাস্তাগুলো ছোটো ?
আঙ্গুলভরা উষ্ণতার স্মৃতি নিয়ে,
এখন উল্টো পথের ছায়া দুটো ভীষণ একা।
এভাবেই শেষ বার বিদায় বলার আগে,
পেরোতে হয় হাজারখানেক বিচ্ছেদের শূন্যতা।
তুমি হাত ছাড়লেই তো সেই রোজকার আমি,
যার মিথ্যে হাসির দেওয়াল জানায় ক্ষোভ।
আমার জীবন যদি হয় উপন্যাসের মতো,
সেখানে তুমি শেষপাতা আগে পড়ে নেওয়ার লোভ।।-
প্রেমিকের মোহ শেষ হলে,
স্পর্শের উষ্ণতা কমে আসে।
যেভাবে রাজপথে পড়ে থাকা ফুল,
বৃষ্টির পর ভেসে গেছে।।
কে কতটা দিয়েছে? ছেড়েছে?
সে অঙ্কের খাতা খেয়ে নিক উইপোকা।
দোষারোপে ঘর ভরে গেলে দেখো,
পুরোনো চিঠিতে আছে বহুবার ভালোবাসি লেখা।-
তুমিবিহীন অন্ধকার নাহয় বিষন্নতারই হোক;
রাত্রিও যে মৃত কোন ছায়ার আদিম শোক।-
তোমার চোখে আবার আটকালে চোখ,
থমকে যাবে আমার এপথ ঠিকই জানি।
তোমার নেশা তো বরাবরই মাড়িয়ে যাওয়া,,
অথচ দুর্বোঘাসের অভিশাপে বন্দী আমি।।-
উষ্ণতা হীন সম্পর্ক, মৃত শরীরের মত।
আটকে রাখলে শূন্যতার কঙ্কাল ছাড়া
শেষে কিচ্ছু থাকবেনা।-