Sangita Bairy   (সংগীতা)
316 Followers · 49 Following

read more
Joined 3 April 2020


read more
Joined 3 April 2020
13 JUN 2020 AT 19:04

গোধূলির শেষ আলো, শেষবার,
রাঙা হয়ে ফুটে ওঠে আকাশে;
পাখিরাও ঘরে ফেরে,আমিও।

মনটাই পড়ে রয়,
মনখারাপের এক বিকেলে।

-


4 NOV 2020 AT 9:41

আমার অন্ধকার জোনাকির অস্তিত্বে জমিয়ে রেখেছে,
তোমার এলোচুলে পিছলে যাওয়া কবেকার সেই আলো।
প্রত্যেক ঘুমন্ত বুকেই জেনো একটা নিজস্ব রাস্তা জেগে থাকে,
যে রাস্তার স্মৃতিগুলো শীতল, নিঃসঙ্গ জাতিস্মরের মতো।।

-


2 NOV 2020 AT 13:53

Nowadays my books to me -

-


2 NOV 2020 AT 13:50

Chips ka pura packet khatam kar ne ke baad
ungli chatne wala.

-


1 NOV 2020 AT 20:03

বিকেল ফুরোয় সন্ধ্যে নেমে আসে,
বাড়তে থাকে সময় চুরির ছুঁতো।
যাওয়ার পথ কেন আটকে রাখে মিছিল,
অথচ ফেরার রাস্তাগুলো ছোটো ?

আঙ্গুলভরা উষ্ণতার স্মৃতি নিয়ে,
এখন উল্টো পথের ছায়া দুটো ভীষণ একা।
এভাবেই শেষ বার বিদায় বলার আগে,
পেরোতে হয় হাজারখানেক বিচ্ছেদের শূন্যতা।

তুমি হাত ছাড়লেই তো সেই রোজকার আমি,
যার মিথ্যে হাসির দেওয়াল জানায় ক্ষোভ।
আমার জীবন যদি হয় উপন্যাসের মতো,
সেখানে তুমি শেষপাতা আগে পড়ে নেওয়ার লোভ।।

-


10 OCT 2020 AT 11:33

প্রেমিকের মোহ শেষ হলে,
স্পর্শের উষ্ণতা কমে আসে।
যেভাবে রাজপথে পড়ে থাকা ফুল,
বৃষ্টির পর ভেসে গেছে।।

কে কতটা দিয়েছে? ছেড়েছে?
সে অঙ্কের খাতা খেয়ে নিক উইপোকা।
দোষারোপে ঘর ভরে গেলে দেখো,
পুরোনো চিঠিতে আছে বহুবার ভালোবাসি লেখা।

-


10 OCT 2020 AT 10:10

Market mein achanak dost se
mulaqat hone ke baad me to my dost

-


9 OCT 2020 AT 8:23

তুমিবিহীন অন্ধকার নাহয় বিষন্নতারই হোক;
রাত্রিও যে মৃত কোন ছায়ার আদিম শোক।

-


7 OCT 2020 AT 10:22

তোমার চোখে আবার আটকালে চোখ,
থমকে যাবে আমার এপথ ঠিকই জানি।
তোমার নেশা তো বরাবরই মাড়িয়ে যাওয়া,,
অথচ দুর্বোঘাসের অভিশাপে বন্দী আমি।।

-


6 OCT 2020 AT 19:23

উষ্ণতা হীন সম্পর্ক, মৃত শরীরের মত।
আটকে রাখলে শূন্যতার কঙ্কাল ছাড়া
শেষে কিচ্ছু থাকবেনা।

-


Fetching Sangita Bairy Quotes