Arnab Sen   (Arnab)
14 Followers · 13 Following

অব্যাক্ত শব্দেরও ভাষা থাকে
Joined 6 August 2020


অব্যাক্ত শব্দেরও ভাষা থাকে
Joined 6 August 2020
12 JUN 2023 AT 9:23

I will be waiting for you to sit on the lap
of the mountain and watch
the late afternoon sunset
‘Together’.. 🖤

-


9 MAY 2023 AT 15:46

সময় বদলায়, বদলায় মানুষ, পরিস্থিতি.....
শুধু ফ্রেমবন্দী মুহূর্তগুলো একই থেকে যায় আজীবনের জন্য।
এমনকি মানুষ মুছে যাওয়ার পরেও.....
🖤🍂

-


22 DEC 2022 AT 0:47

বর্তমানে বাঁচ
---------
অতীত আছে যা কিছু সব,
পাল্টাবে না ফিরে।
আগামীটাও অনিশ্চিতই..
আসুক ধীরে ধীরে।
আজকে আছি কাল হয়তো
নাও থাকতে পারি..
ফুরিয়ে গেলে সময় আমার
কষ্ট পাবি ভারি।
তাই, কান্না মুছে দু'চোখে তোর
কাজল দিলাম ভোরে।
দিনের আলো ফুটবে দেখিস
রাতের আঁধার সরে।

-


18 MAY 2021 AT 23:59

নতুন সকাল
---------------
মহামারী আজ ঘরের দুয়ারে
কড়া নেড়ে বলে শোনো..
যারা শুষে নেয় গরীবের টাকা
তারা মানুষ নয় কক্ষোনো।

অনেক শুনেছি তোমরাই নাকি
পৃথিবীতে সেরা জীব।
আপন স্বার্থে ধ্বংস করেছ
ছিল যা কিছু পার্থিব।

ঘন আঁধারের জাল ছিঁড়ে..
জানি আলো দেখা দেবে ঠিক,
নিস্তব্ধতা চূর্ণ করে..
হবে মুখরিত চারিদিক।

হাসবে পৃথিবী হাসবে আকাশ..
উঠবে নতুন রবি।
সবুজ কলমে কাব্য লিখবে
মানুষ কোনো কবি।।

-


28 DEC 2021 AT 23:17

প্রাপ্ত যা কিছু সবই তো শিক্ষা
স্নেহ-মায়া.. যন্ত্রণা-শোক।
ফেলে আসা পথ.. পিছুটান ভুলে
ভালো থাকাটাই কাম্য হোক।

-


17 JUN 2021 AT 19:43

আমাদের জীবনটা সমুদ্রের মতো..
সেখানে একটা ঢেউ চলে গেলে, অন্য একটা ঢেউ ঠিক চলে আসে সেই জায়গা পূরণ করার জন্য।
কালের নিয়মে এটাই চলে আসছে..
আর ভবিষ্যতেও এই ধারাটা অব্যাহত থাকবে।

-


11 JUN 2021 AT 13:55

জানি,
‘মৃত্যু’ সে তো চরম সত্যি!
পাথর ভাঙানো জলোচ্ছ্বাস।
ভাবনা গুলোর মৃত্যু হলে,
পড়ে থাকে শুধু দীর্ঘশ্বাস।
তাই,
বেঁচে থাকুক ভাবনারা সব
আশাটুকু নিয়ে বুকে।
জীবনটাকে সাজাও তুমি
এবার আপন সৃষ্টি সুখে।

-


7 JUN 2021 AT 12:08

বয়সটাতো বেড়েই চলে
ব্যাস্ততারই ফাঁকে..,
হৃদয় মাঝে আগলে রেখো
ছোট্টবেলাটাকে..।

-


27 MAY 2021 AT 22:50

ফেলে আসা সব যা কিছু ভালো
শুধু জমা থাকুক অন্তরে..,
হাজার বছর পরে হলেও হবো
মুখোমুখি কোনো প্রান্তরে..।

-


21 MAY 2021 AT 0:01

পূর্ণিমা আর ঈদের চাঁদে।
মানুষ ধর্ম নিয়ে আজও লড়াই করে…
মানবতা গুমরে কাঁদে।

-


Fetching Arnab Sen Quotes