@_ranvir_acharya_
-
মনের দরজা তো
কবেই বন্ধ করেছিস!
তবু তোর মনশরীরে আজ
বিপ্লবের দাবানল
তুই কি জানিস?
মৃত কবিতারা–
আজও মুখ তোলে
এই ছিন্ন বুকে,
ঠিক আগের মতই, অবিকল...-
অগ্নি কে সাক্ষী রেখে মধুর সম্পর্কের সূচনা হয়,
কিন্তু তা দাবানলে রূপান্তরিত হলে বিচ্ছেদ-ই তার পরিণতি হয়।-
চোখেতে তোর মায়াজাল প্রেমের হাতছানি,
বাঁকা চোখের চাহনিতে দাবানল আছে জানি।-
রুক্ষ জীবন বাঁচতে শেখে দাবানলের অঙ্গারে,
আঘাতগুলো থমকে দিয়ে মৃত্যুলোকের অঙ্গীকারে।-
আমি খুব শান্ত, চুপ থাকি!!
ওই যে বিজন কাকু রোজ রাতে মদ খেয়ে কাকিমার গায়ে হাত তুলে কাপুরুষতা দেখায়..
তখন আমার মনেও প্রতিবাদের দাবানল জ্বলে,
কিন্তু আমি যে খুব শান্ত, তাই চুপ থাকি!!
ওই যে সেদিন শুনতে পেলাম আমায় নিয়ে কি কি চৰ্চা হয়...
তখন আমার মনেও প্রতিবাদের দাবানল জ্বলে,
কিন্তু আমি যে খুব শান্ত, তাই চুপ থাকি!!
ওই যে নামি দোকানে জিনিস বিক্রি হয় দাম বাড়িয়ে...
তখন আমার মনেও প্রতিবাদের দাবানল জ্বলে,
কিন্তু আমি যে খুব শান্ত, তাই চুপ থাকি!!
চুপ থাকি আর চুপ থাকি!!-
মনের অরণ্যে লাগলো যে 'দাবানল',
হারিয়ে যায় ঠিক তখন বুকের 'বল ' ।
তার চেহারাটা ছিল যে, টক টকে লাল ,
দেখে বুঝতে পারেননি সে যে 'মাকাল'।
দাবানলে ক্ষতি হয় যখন বনের অরণ্য,
তখন বনের মাঝে নেই কোনো মনোমালিন্য ।
প্রাণিজগতের সার্কেলটা হয়ে যায় চূর্ণ-বিচূর্ণ ,
সুন্দর বন হয়ে যায়, ঠিক তখনি 'শূন্য' ।
-
যেথা মধুর পরান দগ্ধ হয় প্রেমানলে,
প্রকৃতি সেথা নিরূপায় ভস্মীভূত দাবানলে-
জ্বলছে আগুন তবুও বৃষ্টি
এ যেন এক অনাসৃষ্টি,
দাবানল সে তো বনে হয়
সমাজে তবে কি দেখা দেয়?
সোশ্যাল মিডিয়ায় লাগছে মেঘ
ঝড়ের বেগে কাড়ছে নজর,
অগ্নিগর্ভে ঝাঁপ দিচ্ছে
এ তো এক দাঙ্গার খবর।
রক্তক্ষয়ী দাঙ্গা যে সুর প্রতিবাদের
এটা যে ভাবনা শুধু অমানুষের,
মোমবাতি হাতে কলমের জোরে শান্তিবাদী
জীবন বাঁচিয়েও হওয়া যায় প্রতিবাদী।-
..................দাবানল..................
পুড়ছে সবুজ, মানুষ হচ্ছে অবুঝ,
তোকে কি করে সামলে রাখি বল।
বিশাল আগুন, জ্বেলেছে ফাগুন
নিঃশেষ করে দেবে আজ দাবানল।।-