শুধরে যা   (Sreya Sarkar)
248 Followers · 15 Following

read more
Joined 15 September 2019


read more
Joined 15 September 2019
25 DEC 2023 AT 22:32

শহর জুড়ে আলোর খেলা কারণ আজ বড়োদিন,
পার্কস্ট্রিটের রাস্তায় তাই ছুটছি আমি ক্লান্তহীন।
অদৃষ্টের বিচারে, হারিয়ে গেছে যারা বহুদূরে,
এই বুঝি মিলল দেখা ওই অচেনার ভিড়ে।
হয়তো কেউ ডাকবে আমায় চেনা গলার স্বরে,
সুযোগ পেয়ে আমিও তখন দেবো বায়না জুড়ে!!

-


8 OCT 2023 AT 22:55

এবারের মহালয়াটা একটু অন্যরকম। এ বছর আর গিন্নি সকাল সকাল ঘুম ভাঙিয়ে দেয়নি গঙ্গায় যাওয়ার জন্য। তবুও, এত বছরের অভ্যেস মহালয়ার ভোরে গঙ্গায় গিয়ে তর্পণ করা বাদ দিতে মন চাইলো না। কাজেই গঙ্গার উদ্দেশ্যে রওনা হলাম। মনে হয়, জলটা বেশ ঠান্ডা। অনেকেরই শীতে কাঁটা দিচ্ছে গায়ে। হঠাৎই চোখ পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা বছর বাইশের যুবকের ওপর। ঠকঠক করে কাঁপতে কাঁপতেই,মন্ত্রচ্চারণ করছে সে। খানিকটা কাছে যেতেই দেখতে পেলাম,ছোট্ট চোখ যুগলের অবিশ্রন্ত জল।হাত দিয়ে খানিকটা চোখ মুছে নিলেও গালে তার চোখের জল চকচক করছে। এ যে আমারই খোকা। আমার আত্মার উদ্দেশ্যেই তার তর্পন শুরু এবছর থেকে। বুকের ভেতরটা কেমন করে উঠলো। ছুটে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করলো খোকাকে, কিন্তু পারলাম না। বুঝতে পেলাম বুকের এই মোচড়টাই আমার হার্ট এ্যাটাকের কারণ ছিলো। খোকা ধীর পায়ে বাড়ির পথে রওনা হচ্ছে নিয়ম-কানুন শেষ করে। খোকাকে ডাকলাম বহুবার কিন্তু ও শুনতে পেলো না। আমার আর বাড়িও ফেরা হলো না। শুধু পরের বছররে অপেক্ষা রইলো, হয়তো আবারও খোকাকে দেখতে পাবো এভাবেই।

-


29 AUG 2023 AT 22:41

হয়তো কথাও আমাদের হয়না রোজ,
তবুও তোমার রাখছি খোঁজ।
লিপস্টিক বিহিন ফ্যাকাশে মুখেই তোমার আমার দেখা হোক,
কাজল বিহীন চোখ দুটিতেই আমিও আমার রাখবো চোখ।
হাসিটুকু লেগে থাকুক তোমার ঠোঁটে,
চোখ দুটোতেও যেন আনন্দের ফুল ফোঁটে।
হৃদস্পন্দন বেড়ে গেলে আমায় সামলে নিও,
এই হৃদয়টা যে আর আমার নেই, সে তো তোমারই, বুঝলে প্রিয়?

-


30 JUL 2022 AT 19:49

ভিন্ন ডাকের গোলক ধাঁধায় হয়েছো তুমি জব্দ,
জানো কি আদৌ সব সম্পর্কই বন্ধুত্বের প্রতিশব্দ।

বন্ধু কোনো শব্দ নয়; সূক্ষ্ম অনুভূতি,
সর্বদা পাশে থাকার এক নীরব প্রতিশুতি।

-


17 JUL 2022 AT 18:32

এক চিলতে সিঁদুরে শুরু হয় তোমার-আমার সহবাস ,
এরপর কত রাতেই নির্দ্বিধায় ছুয়েছ আমার অন্তর্বাস ।
আমার অজান্তে কত নারীই এসেছে তোমার জীবনে,
বহুরূপীর মুখোশ খানাও খসেছে একান্ত গোপনে।
দেহ দুটো তো আজও করে সহবাস, হৃদয় দুটো করে কি?
তোমার শরীর তৃপ্ত করে আমার অন্তর্বাস, আমার অন্তরে বাস করো কি?

-


10 APR 2022 AT 22:44

In this world of beautiful butterflies,
I want to be a little firefly.
So that, I can give a little light in the dark.

-


26 MAR 2022 AT 22:54

যন্ত্রের মত জীবন

সম্পর্ক গুলো input-output এ বন্দী,
তবুও একটু interrupt করার ফন্দি।
দূরত্ব বেড়েই চলেছে বন্ধুত্ব আর প্রেমে,
Shortest path algorithm দরকার এই গেমে।
অনুভূতি গুলো আজ android জেলের কয়েদি,
এমন যন্ত্র জীবনে মনটা CPU হলেও ভয় কি?

-


26 JUN 2020 AT 20:55

সাধের drink আর smoke...
চিরতরে নিষিদ্ধ হোক।

-


9 MAY 2020 AT 11:03

গা ভাসাবো সমুদ্রের স্রোতের টানে,
চেনা পাহাড়ের কোনো অচেনা ঢালে....
হয়তো পথ হারাবো কোনো বন্য পাখির গানে,
নিজেকে খুঁজে নেবো চেনা গানের ভুলভাল তালে...

-


8 MAY 2020 AT 9:35

ওহে প্রেম,
হোক না যতই দেরি;
আসতে তোমারি!
এসো নিয়ে অমরত্বের বাণী,
যেন না থাকে কোনো বিচ্ছেদের গ্লানি!
এসো এক অচেনা বৈশাখে ,
রইবো মোরা একসঙ্গে সুখে-দুঃখে !!

-


Fetching শুধরে যা Quotes