আমি যাচ্ছি চলে অনেকটা পথ, সাক্ষী রেখেছে অনেক ব্যথারা
কখনো মনে হয় খুলে দেই সব জানালা, ছেড়ে দেই দম বন্ধ করা ঘর।
ব্যস্ততা ভিড় করেছে হাতের মুঠোয়, কত কি ভবিষ্যত বলে হাতের নকশারা,
কোথায় দেখি নাতো কিছু, জীবন পাল্টে দেওয়ার মতো, সবই মিথ্যে কথা !-
এখন অনেকটা ভিড় কমে গেছে, আমার মেলায়
কেউ কেউ বিষন্ন দুঃখে আবার কেউ কেউ অসম্ভব সুখে
চলে গেছে তাদের আসল ঠিকানায়।
শুধু দু'একটা লাইন কিছু সংখ্যক দাড়ি কমা নিয়ে এখনো দাঁড়িয়ে...
.
.
.
হয়তো এরাই জীবিত হবার এবং বাস্তবতার অস্তিত্ব এখনো ধরে রেখেছে...-
আজ এই বেলায়, বৃষ্টি হয়ে তুমি যখন এলে,
সবার মাঝে আমিও দেখেছি তোমায় লুকিয়ে,
যা ছিল ইতিহাস আমাদের সব কুড়িয়ে নিলে।
ছড়িয়ে দিয়েছো তুমি সবার মাঝে, তাতে কী প্রেম বারে?
এই শীতে মিটমিটে বৃষ্টি ভেজা চশমায় কেন সব ঝাপসা লাগে!
তোমাকে জড়িয়ে ধরা, তোমাকে ছুঁতে চাওয়া
শুধু মন, আমাকে বিষন্ন ভাবে অবাক করে।।-
আজ এই বেলায়, বৃষ্টি হয়ে তুমি যখন এলে,
সবার মাঝে আমিও দেখেছি তোমায় লুকিয়ে,
যা ছিল ইতিহাস আমাদের সব কুড়িয়ে নিলে।
ছড়িয়ে দিয়েছো তুমি সবার মাঝে, তাতে কী প্রেম বারে?
এই শীতে মিটমিটে বৃষ্টি ভেজা চশমায় কেন সব ঝাপসা লাগে!
তোমাকে জড়িয়ে ধরা, তোমাকে ছুঁতে চাওয়া
শুধু মন, আমাকে বিষন্ন ভাবে অবাক করে।।-
সবটাই রাখা আমার কাছে তোমায় কিছু বলিনি,
হয়তো তুমি কোনো দিন বোঝনি, বোঝতেও চাওনি।
আমার চোখে দেখনি, ওই দিন তাকিয়ে ছিলে !
পারাপারে নিস্তব্ধ তখন চোখ, তোমায় কিছু বলেনি?
কী করে এরকম হতে পারো,
সব জেনে অবুঝ থাকতে পারো ?
.
.
.
মনে কর,
জানালা ছুঁয়ে যখন বাতাস শিশির নিয়ে আসে
কে আপন করে জড়িয়ে ধরে তোমায় ভালবাসে।-
আমাকে অভিনয় করতে হয়, আমি অভিনেতা না
নিজের সাথে নিজের অভিনয়, কোন কিছুই ভুলার মত না।
যে নাটকের আমি অভিনয় করি সেই কাহিনী আমি জানি না...
প্রতিদিন পাতা উলটাতে থাকি, বাঁচতে হবে তাই করতে থাকি
দিনশেষে শরীরের ক্ষত আর মনের বিক্ষত অংশে মল মাখি।
তুমি কিছু জানো না, আর কিছু জানতে চেয়ো না
তুমিও তো এক অভিনেত্রী, সেটা কী তুমি জানো না?-
নেই, সময় নেই তোমার জন্য,
সব কাজ শেষে, যখন আমি বাড়ির ফেরার পথে
কিছু শব্দরা এলোমেলো ভাবে স্পর্শ করে চোখের মাঝে।
আমি একটা বটগাছ দেখি, একটা ফেরিওয়ালা দেখি
কপালের ভাঁজ নিয়ে নিস্তব্ধতায় সে বসে আছে
কাপড়ের ব্যাগে অনেকটা সুখ অনেকটা দুঃখ নিয়ে।
সে বিলিয়ে দিতে চায় শুধু সুখ, দুঃখ তার কাছে রেখে
সে বুঝেনা জেনেও ভুলে গেছে,
সুখ দিয়ে কিছু হয় না, দুঃখ টাই বড় সবার কাছে।
যতই সুখ দাও না কেনো সবাই দুঃখটাই রটিয়ে গেছে...-
আমি যেখানে গিয়ে শান্তির সুখ চেয়েছিলাম
সেটা হয়তো হবেনা, কোনদিনও হবে না
যে মাটির মধ্যে হাজারটা স্বপ্ন প্রতিদিন মরতে দেখেছি
যাদের স্বপ্ন মরে গেছে, ওদের কবরও দেখেছি।
তুমি বলতো একটা মানুষ কী চায়!
কী বা চাইতে পারে সে, সুখ আর সুখ।
কোথায় আছে সেই সুখ?
যেই সুখ খুঁজে খুঁজে লোকে প্রতিদিন মরে।
আমিও তো মরি, তুমিও তো মরো।।-
যেই করেই হোক আকাশ ছোঁবো, স্বপ্ন আমার লাগামহারা !
উন্নতি শুধু চলতে থাকা দিয়ে নিজের কাছে নিজেকে পাহারা।
রাতে জাগানো স্বপ্নগুলো অল্প হলেও ঝড়ুক উল্কাপাতে
চাওয়া ইচ্ছে গুলো মিলে যাক ছোট্টবেলার কথাতে।-
আমি সবার, সবাই আমার তা ও আমি একা
কত মায়াবী মুহূর্ত কেটেছে একই সাথে
তুমি বোঝনা কী চাই, কী মনের ব্যথা
সব শেষে আমি সুধু আমাকে বুঝাই।-