হেরে যাওয়া মানেই কি সব শেষ হয়ে যাওয়া?
একদমই সেটা নয় ;
হেরে যাওয়া মানে সাফল্যের দিকে একধাপ এগিয়ে যাওয়া।
কারণ এই হারটাই একদিন মনের মধ্যে
জেতার জন্য তীব্র জেদ সৃষ্টি করে
সাফল্যের দ্বারে পৌঁছে দেবে।।-
রাজার ছেলেই রাজা হবে ?
কেন??-- রাজা হবে সে যার সিংহাসনে বসার ক্ষমতা,দক্ষতা যোগ্যতা আছে । আমাদের সমাজের উচ্চবিত্তরা যখন নিম্ন বিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের হাতে না মারতে পেরে ভাতে মারার চেষ্টা করে তখন বুদ্বির তীর ছুটিয়ে এগিয়ে আসে এমন অনেক পড়ুয়ারা এমন অনেক ডাক্তার,শিক্ষক,বিভিন্ন লড়াকু মানুষরা যারা কোনো প্রতিপত্তিশালী বাবার ছেলে বা মেয়ে নয় তারা নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে আসে,নিজেদের যোগ্যতায়...নিজেদের দক্ষতায়...আর নিজেদের বড় হওয়ার অদম্য তাগিদে !
মিডিয়া সেসব গল্প খবরেও বলেনা ছাপেও না,কারণ ওখানেও ওই রাজার ছেলে রাজার খবরের নোংরা ব্যবসা !-
লড়াই চলে সমান সমান এক আকাশের নীচে,
চোখ হেঁটে যায় একলা যখন নিয়ন আলোয় পিচে ;
কেউ বলে যায় হার মেনে নাও, ওসব তোমার কম্ম নয়,
স্রোতের বিপরীতে হাটবো আমি, ওটাই আমার পরিচয়..
এক টুকরো পাথর ঠুকে পাথরে ফের জ্বালাই মশাল ;
জিততে আমায় হবেই যখন লক্ষ্য আমার বিশাল ..
সে পথে একলা আমি সঙ্গী অদম্য আমার জেদ ;
একরোখা আমি আজও একই রকম, তাতে নাইকো কোনো খেদ...
-
নিজেকে চিনিয়ে দি আঘাত, জেদের ঘোরে। আফসোসে।
এখন থেকে আমার ভাষা স্পর্ধার,তোমার দুঃসাহসের।-
কিছু আগুনকে নেভাতে নেই। জ্বলছে জ্বলুক।
বুকে আগুন তোমার যতক্ষণ, জেদ থাকবে তোমার ততক্ষণ।।
-
তুমি স্বপ্নের ফেরিওয়ালা।
অহেতুক প্রেম,বিলাসিতার কল্পনা।
আমি ধুলো ঝেড়ে হাত মোছা রুমাল,
ফেলে দেওয়া সম্বল..স্বপ্ন দেখা মানা।
তুমি বিলীন হাওয়া,শুধরে নেওয়া ভুল।
সেরে ওঠা ঘা।
আমি বেহিসেবী শখ।
ভালো খারাপ.. হিসেব মেলাতে চাইনা।
তুমি রোদ্দুর হলে, সেঁকে নিয়ে গা
চাইতাম বুঝি একটুকরো মেঘ।
তুমি মিথ্যে ছিলে তাই,,চাইনা মাটির দুগ্গা।
আমি হবো আকাশ ছোঁয়ার অদম্য জেদ।।-
স্বপ্ন পুড়ানো সহজ নয় অতো
যতটা দেখতে সাহস লাগে
তাকিয়ে দেখো চিলতে আলোও
আঁধারের পাঁচিল ভাঙতে পারে l-
রঙ্গিন স্বপ্ন আজ রংহীন হয়ে গেল,
তবু মৃদু হেসে করছে মন চুরি ।
রঙ্গিন জীবন আজ রংহীন হয়ে গেল,
তবু তার জীবন রঙ্গিন করে তোলার জেদ!-
ইচ্ছে পূরণ হবেনা জেনেও, ছুটতে থাকি জেদে..
হৃদয় ভাঙ্গার এই শহরে ,কেউ শান্তি পায়না কেঁদে!-