আর কতকাল থাকবো পড়ে, নিথর হয়ে স্নেহের কোলে
আর কতকাল সামলে নেব, হটাৎ না বলে চলে গেলে
আর কতদিন অপেক্ষারা, নখের দাগের চাইবে হদিস
শ্রাবন বুকে প্লাবন এলে,তার ঠিকানা শরীরে খুঁজিস...
-
তোমার আকাশে মেঘেদের ভীড় ,
আমি চেয়েছিলাম ধ্রুবতারা হতে ;
তুমি কোনো এক স্রোত... read more
~•~ মৃত্যুর খবর ~•~
আমার মৃত্যুর খবর পেলে,
আমার কবিতাগুলো পুড়িয়ে ফেলো ;
যা বেঁচে আছে তোমার মনের মাঝে,
সব ভুলে নতুন করে শুরু করো..
( বাকিটা ক্যাপশনে... )
-
আমি দেখো হয়েছি বিদ্ধ, তোমার প্রশ্নের তীক্ষ্ণতায় ;
তুমি যেমন চয়েছিলে, না জানিয়ে নিলাম বিদায় নির্ধিদায়..
তুমি ডাকলেও ফিরবো না আর, দেখবো না আর পিছন ফিরে ;
জানি সবটাই তুমি ভুলে যাবে, সময় স্রোতে ধীরে ধীরে..
-
জল থৈ থৈ তোমার শহর,
ছোট্ট সে এক নাও যে আমার ;
ভাসতে ভাসতে পৌঁছে যাবে ,
ঠিকানা বিহীন অনুভূতির পাহাড় ..
আমার যে দেশে পাগলী তুমি,
তোমার শাসন শুধু তোমায় শুনি ;
আমি তো জানি উন্মাদ আমি ,
তোমার তরে পাগল আমি ...
-
আজকাল এ শহর ও বোঝে, বাঁচতে পারা দায় ;
নিশ্চিহ্ন তুমি করছো যাদের, তারা সামান্য জল চায়..
-
রোদ্দুর বলে ডেকে, তোমার ছবি এঁকে ;
আচমকা তেই ডুবতে থাকে মন..
শিশির ভেজা ক্ষণ, কত শত আয়োজন ;
ছায়ার সাথে গল্প করো আজ..
গোলাপি রঙের শাড়ী, মেঘের উপর বাড়ি ;
এক হাটু জলে নদী পারপার..
জুঁই হয়ে ফুটে থেকো, মনের সংগোপনে ;
নেই পথ নেই আর ফেরবার...
-
আলগা আলোর রেশ আর তোমার অভ্যেস ;
বদলালো না কিছুই, রূপকথার প্রাচীন দেশ..
ছুঁয়ে যাক, পড়ে থাক, না খুঁজে পাওয়া জীবাশ্ম ;
এ ব্রহ্মভান্ডের, শেষ বিন্দুতে, খুঁজে পাই সে স্পর্শ..
এ মহাজাগতিক আলোড়ন, তুমি বুঝবে না জানি ;
ফিরে দেখি সেই মেইলফলক, আজ কতটা অভিমানী
দুহাত দিয়ে ফের সরিয়ে দেই তোর জমাট কষ্টের দল
বাড়ানো এই হাত ধরে আজ যাবি কিনা বল ..?
-
তুমিও শেষে বুঝলে ভুল, এপার ওপার দেখলে চেয়ে নদী শুকিয়ে গেছে ;
আর বয়ে না নদী ও পথ দিয়ে, নতুন পথে নতুন করে খেলাঘর সাজিয়েছে...
-
(১)
উড়িয়ে দিলাম,
কাঁচের গুঁড়ো ধ্রুবতারার গায় ;
নিশীথ নিবিড় সন্ধ্যায়,
অপরূপ আলোকসজ্জায়..
(২)
জোনাকির গুঞ্জন,
নীরবে ভেসে আসে কানে;
আঁধারের গাঢ় আহ্বানে,
অতীতের পিছুটানে..
(৩)
শিউলির গন্ধে,
শরতের পেজা তুলোর মেঘ;
ঢাকের বাদ্দি শোনে,
কাশফুলের বনে..
-
কি বা আসে যায় তোমার,
যদি নাই বা নিলাম খোঁজ;
জানি তুমি দিব্যি আছো,
আমি অজান্তে বাড়াই বোঝ...
আমি কেবল বন্ধু তোমার,
জানি, তার চেয়ে বেশি নয়;
কখনো যদি বাসি ভালো,
জাগে ভেঙে যাওয়ার ভয়...
তাই তো এখন নিয়মমাফিক,
মিশছি তোমার সাথে ;
বোঝার ভুলে থমকে কথা,
অপেক্ষা একলা রাতে...
-