QUOTES ON #জবা

#জবা quotes

Trending | Latest
26 FEB 2021 AT 23:49

ইয়োর কোটে বর্ষপূর্তির প্রাক্কালে-27.2.20
*****************************
ইয়োর কোট পরিবারের পরিচালক মন্ডলী-
এবং আমার সহস্র কবি বন্ধুদের তরে,
রইলো মোর প্রীতির অঞ্জলি।
একজন এসেছিল ভালোবেসে কবিতারে-
ভাষাহীন,নাহি জ্ঞান কাব্যের আঙিনায়,
লেখার আনন্দে লিখেছিল ;
কিছু কল্পনার উপহারে,নন্দিত অন্তরে।
ওগো বন্ধু আমার স্মৃতি পটে রেখো তারে-
তোমাদের সৃষ্টির আমিও ছিলেম অংশীদার।
যেদিন রব না ধরা তলে,সাঙ্গ হবে খেলা-
নয়নে আঁধার ছায়িবে,হেরিব
শ্যাম রায়ের ঝুলন দোলা।
শ্রবণে বিদায়ের সুর বাজে-
চলি যাবো ফুল সাজে,তারাদের মাঝে।
সেদিন মোরে স্মরি,স্মরণ চিহ্ন এঁকো-
তব কালির আখরে, বন্ধু হে আমার,
শুধু একটি পংক্তির ভালে।

জবা দে 27- 2-21

-


28 JUN 2020 AT 15:08


জলপরী ডেকে যায় রাতে,

জলপরী স্বপ্ন সহচরী,থাকো জল সংগীতে-
জোছনা ধৌত রজনী ক্ষণে ক্ষণে শিহরায়।

তোমারে দেখেছি নিরালায়, ঢেউয়ের দোলায়
মুগ্ধ করেছো,বিবশ করেছো মোরে অনুক্ষণ ।

এ মধুর চাঁদিনি রাতে, নিজেরে করিব দান-
প্রেয়সী আমার,তোমারই দিনু মন প্রাণ ।

-



তুমি ছিলে মোর হৃদয় কুটিরে,
ভীষণ প্রিয় বিভা।
তোমারে দেখিনি বহু বছর,
বৃষ্টি ভেজা জবা।

-


9 JAN 2019 AT 18:24

বিকেল এসে মিশে যায় সন্ধ্যায়
বাড়িফেরা পাখিদের মিষ্টিস্বরে,
দেখ সবুজ আজও কতো সুন্দর
আজও সে জবা দিয়ে খোপা করে।

-


1 JUL 2022 AT 9:29






-


10 SEP 2020 AT 12:34

ঝরে পড়া জবা

-


6 AUG 2020 AT 20:44

বৃষ্টি ভেজা জবা

-


20 FEB 2023 AT 12:16

জবা ফুল

-



মাটিতে পড়ে থাকা জবা ফুলটি কিছুতেই বুঝতে পারে না কেন সে মৃন্ময়ী মায়ের চরণে স্থান পাবে না?..

-


20 MAY 2022 AT 21:52

বিকেল এসে মিশে যায় সন্ধ্যায়
বাড়িফেরা পাখিদের মিষ্টি স্বরে
দেখো ওই সবুজ কত সুন্দর
আজও সে জবা দিয়ে খোপা করে। 😌❤️

-