বিনা নোটিশের বাদল রাত
শব্দ গুলো বাড়ায় হাত
কবিতা হয়ে ঝরবে খাতায়
এই ছিল মনের সাধ
অবশেষে লিখবো বলে পেলাম যখন ঘরের কোণ
What's app এর status হয়ে
গ্রাস করলো তা Smartphone
-
Here my email:... read more
প্রখর রোদে শহরের গলি
ঠিকানা মাখে ধুলো
বাইরে তুমি শক্ত লৌহ
ভেতরে নরম তুলো
"বাবা"-
বিকেল এসে মিশে যায় সন্ধ্যায়
বাড়িফেরা পাখিদের মিষ্টি স্বরে
দেখো ওই সবুজ কত সুন্দর
আজও সে জবা দিয়ে খোপা করে। 😌❤️-
টাকার জোরে টাকার চুরি করে চলেছে যারা
তাঁরা ভীষণ সম্মানীয়, অপরাধ খুব মাপা!!
আমি শুধু খিদের জ্বালায় হলাম ছন্নছাড়া
আমার গায়ে কালশিটে দিয়ে পকেটমার ছাপা।-
মন খারাপের গ্রীষ্ম-এর বিকাল ম্লান হয়ে ওঠে আবেগগুলো
কাঠগোলাপের রঙিন মায়ায় স্মৃতির শহরে সন্ধ্যা এলো-
মেঘের চাদর, বেগুনি আতর, বৃষ্টির জল চাপসা কাঁচে.
আদর সোহাগে, ফুলের পরাগে, তোর উষ্ণতা বড্ডো ছোঁয়াচে-
সুগন্ধি পাপড়ি মোড়ানো মাধবীলতা শ্বেতবর্ণ ছন্দে
শিউলি ফুলের মতন অঙ্গ সাজে ফুটিয়ে তোলে গন্ধে-
যদি নিরুদ্দেশের পথ মানে হয়
সূর্যমুখীর বাড়ি
তবে কংক্রিটের এই মোহ মায়া ছেড়ে
সেখানেই দিতাম পাড়ি।।-
*My mother's superpower is*
her strong personality and willpower
She never broke down in hard times
She always positive,enthusiastic, handling all situations boldly.. With courage and motivational power..
-