Jenefar Khan   (Jenefar(জুনু)🌼)
4 Followers · 14 Following

read more
Joined 2 August 2021


read more
Joined 2 August 2021
25 JUN 2022 AT 19:03

বিনা নোটিশের বাদল রাত
শব্দ গুলো বাড়ায় হাত
কবিতা হয়ে ঝরবে খাতায়
এই ছিল মনের সাধ
অবশেষে লিখবো বলে পেলাম যখন ঘরের কোণ
What's app এর status হয়ে
গ্রাস করলো তা Smartphone

-


19 JUN 2022 AT 9:41

প্রখর রোদে শহরের গলি
ঠিকানা মাখে ধুলো
বাইরে তুমি শক্ত লৌহ
ভেতরে নরম তুলো
"বাবা"

-


20 MAY 2022 AT 21:52

বিকেল এসে মিশে যায় সন্ধ্যায়
বাড়িফেরা পাখিদের মিষ্টি স্বরে
দেখো ওই সবুজ কত সুন্দর
আজও সে জবা দিয়ে খোপা করে। 😌❤️

-


19 MAY 2022 AT 9:52

টাকার জোরে টাকার চুরি করে চলেছে যারা
তাঁরা ভীষণ সম্মানীয়, অপরাধ খুব মাপা!!
আমি শুধু খিদের জ্বালায় হলাম ছন্নছাড়া
আমার গায়ে কালশিটে দিয়ে পকেটমার ছাপা।

-


17 MAY 2022 AT 11:44

মন খারাপের গ্রীষ্ম-এর বিকাল ম্লান হয়ে ওঠে আবেগগুলো
কাঠগোলাপের রঙিন মায়ায় স্মৃতির শহরে সন্ধ্যা এলো

-


16 MAY 2022 AT 12:42

মেঘের চাদর, বেগুনি আতর, বৃষ্টির জল চাপসা কাঁচে.
আদর সোহাগে, ফুলের পরাগে, তোর উষ্ণতা বড্ডো ছোঁয়াচে

-


16 MAY 2022 AT 11:44

সুগন্ধি পাপড়ি মোড়ানো মাধবীলতা শ্বেতবর্ণ ছন্দে
শিউলি ফুলের মতন অঙ্গ সাজে ফুটিয়ে তোলে গন্ধে

-


1 MAY 2022 AT 16:34

যদি নিরুদ্দেশের পথ মানে হয়
সূর্যমুখীর বাড়ি
তবে কংক্রিটের এই মোহ মায়া ছেড়ে
সেখানেই দিতাম পাড়ি।।

-


1 MAY 2022 AT 16:26

"মা" শব্দটির নেই কোনো বিকল্প
"মা" তুমি জীবন জুড়ে চিরন্তন সত্য

-


1 MAY 2022 AT 16:24

*My mother's superpower is*
her strong personality and willpower
She never broke down in hard times
She always positive,enthusiastic, handling all situations boldly.. With courage and motivational power..

-


Fetching Jenefar Khan Quotes