-
প্রত্যেকদিন যখন কলম ধরি মনে হয়,
আজই শেষ কলম ধরছি ।
আর কি মনে হয় জানো?
মৃত্যু উপত্যকা আমার পাঁজরের ---
মেরু বরাবর অপেক্ষা করছে দূরে ।
আর এ আমার দৃঢ় অঙ্গীকার...
আমি শেষ নিঃশ্বাস ছাড়ার আগে,
কলমে এমন কিছু উপস্থাপন করে যাবো..
যা সকলে নাহলেও অন্তত একটি প্রাণ,
বাঁচার মানে খুঁজে পাবে...
এ মানব জন্ম ঘৃণ্য নয় ধণ্য উপমা দেবে,
তবেই আমার প্রতিটা 'আজ'কে আঁকড়ে ---
লড়াই করে লেখার প্রতি আত্মসমর্পণ ।
সেদিন কলম কাছ থেকে চিৎকার করে বলবে,
'তোর লেখার জন্যই জন্ম,এই শ্রেষ্ঠ
উপহার করলাম জ্ঞাপন !'-
স্মৃতির মায়াজালে গড়া ঝুল-বারান্দায়,
ভাঙন ধরেছে আজ প্রজ্বলিত বয়েসের ভারে..
নিয়ন আলোয় সৃষ্ট মায়াবী শামিয়ানায়,
জন্ম নিয়েছে এক মানিপ্লান্ট সেই ভাঙনের অভ্যান্তরে..-
এক জনমে এতো প্রেম শেষ হবেনা কভু....
আরো কটা জনম আমায় লিখে দিও প্রভু।-
গর্ভে রেখে যে মা জন্ম দিল কষ্টে
পায়ে পায়ে চলতে শেখা যার আশ্রয়ে
জীবনের সব সুখের সৃষ্টি যাদের হাত ধরে
নিজের খুশি পেয়ে পারো তাদের পর করে দিতে
যে গৃহমন্দিরে জায়গা মেলে না তাদের
পর করে ঠাই দাও বৃদ্ধাশ্রমের কোনো ঘরে
হে বঙ্গসন্তান,কি করে করো সুখে থাকার আশা
যে গৃহ থাকে না তোমার পিতা মাতার বাসা-
আমি তোর জন্য জন্ম নেবো একশো বছর পরে...
সেদিনও কি তুই বাসবি ভালো আমায় এমনি করে?-
ভালোবেসে লাভ কী বল?
আঘাত যদি না পাই
শত ব্যাথা সয়েও তাই
তোমায় ফিরে চাই||
আরও আঘাত সইতে বল
পাবোনা মোটেই ভয়
তোমায় ভালোবেসেছি আমি
ভয় কে করে জয়||
মরতে যদি বল আমায়
যেন আমি শেষ
তোমায় ভালোবেসে আমি
হারিয়েছি মৃত্যুক্লেশ||
ভাবছ, আমি হেরে গেলাম
তবে জানাই এই মর্মে
মিলব আবারও দুজন
পরের প্রতিটি জন্মে...
-
আমাদের শরীর ভিজছে বৃষ্টিতে, মনটা কেবলই শুকনো
ভালোবাসার টানে বেঁধে রাখবো, আগাম প্রতিটা জন্ম।-
ধ্রুব সত্য জন্ম মৃত্যু বিধাতার লেখা
কেউই রেহাই পেতে পারেনা ,
তবু যুগে যুগে মানুষ অমর হয়ে রয়
আসলে ঈশ্বরের মৃত্যু হয়না ।
ফুটবলের রাজা দিয়েগো মারাদোনা
খেলায় মুগ্ধ করেছে সবারে ,
ফুটবলের প্রান পুরুষ তিনি চিরকাল
বিরাজ করবে মোদের অন্তরে ।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏-