জমেছে আদর তোর ঠোঁট কোলাজে।
ভীষন অপরূপ শোভা চারপাশে ঘিরে,
আজ হারানোর স্বাদ তাই মিলন সুরে।
চাউনিরা দিচ্ছে হাতছানি তোর ডাকে,
প্রেম জোনাকিও উড়ছে মনের ফাঁকে।
আবেগী মন আজ জুড়বো তোর সাথে,
দুষ্টুমির সঙ্গী হবি শুধু হাত রেখে হাতে।
মন ভিজবে মায়াবী আলোর রোসনায়,
প্রেমটুকু ভাষা পাবে তারাদের পাহারায়।
চাঁদের আলোয় তোর এক টুকরো হাসি,
ঊফ! হৃদয় আজ তোর প্রেমে বানভাসি।।
✍দেবাস্মী 💞
-
মায়াবী আলোয় সেজে উঠেছে আমার শহরের রূপকথা,
এই চন্দ্রিমার কাছে নিয়নবাতির আলোটা বড্ড অসহায়!
দূরের ওই বটগাছটাও আজ জ্যোৎস্না মেখে স্নান করছে।
পূর্ণিমার রাতে আমার এলোমেলো ভাবনারা আশ্রয় খুঁজে পায়,
ছাদের একটা কোণায় দাঁড়িয়ে আমার মনেও প্রশ্ন ভেসে আসে––
চাঁদের পাহাড়টা তোমার বারান্দা থেকে ঠিক কতোটা দূরে?
মেঘবালিকা কি আজও চাঁদের বুড়ির সাথে গল্পে মেতে ওঠে?
নদীর ঢেউগুলো আজ চাঁদের লাবণ্যে উচ্ছ্বল,
ছায়াপথের তারারাও চাঁদের হাসির ঝর্ণায় আজ আরো বর্ণময়।
বস্তির ওই অন্ধকার ঘরে এক গরীব মা গান গাইছে,
"আয় আয় চাঁদমামা, টিপ দিয়ে যা"...
তার ছোট্টো ছেলেটার মনে কথাটা উথালপাথাল করে,
মা এত ডাকে, তবু "চাঁদ কেন আসে না আমার ঘরে!"
চাঁদের স্নিগ্ধ হাসিতে মুগ্ধ কবি চিঠি লিখছে প্রেমিকাকে,
সন্ধ্যাতারা ইশারা পাঠায়---"ও চাঁদ, সামলে রাখো জোছনাকে"...
-
ওই তৃষ্ণাকাতর হৃদয় গগনে ।
রাত জাগা মিটিমিটি তারারাও যেন হার মেনেছে
ওই হৃদয় ভাঙা প্রেমিকের কাছে !!
একটু একটু করে গড়া স্বপ্নের দেশে
যেন গ্রহণ লেগেছে ।
তবুও প্রেমাতুর পূর্ণিমার থালার চাঁদ দেখা যাচ্ছে
ওই অতীত স্বপ্ন বিলাসী মানুষটির মনে !!
কুয়াশা ঘেরা শিশিরের রাতে
যেন হার মানে আগুনের উত্তাপ ।
কিন্তু নিস্তব্ধ রাতে ঠান্ডা বাতাসেও শোনা যায়
কারোর দগ্ধ হৃদয় কাননে দাবানলের গর্জিত আওয়াজ !!
এই প্রেমময় রাত যেন হার মানায় সকলকে প্রাণীর ভাবনাকে
কিন্তু সেই প্রেমিকটি যেন অন্য ভাবনায় মগ্ন, এই দৃশ্যকে উপেক্ষা করে !!
মাঝি মাল্লারা ভোরের আশায় পথ চেয়ে থাকে
নদীর মাঝে, ফুটফুটে চাঁদের নীচে
তখনই অস্ফুট জ্যোৎস্নার আর ভোরের মিশেল আলোয়
দেখা যায়, ভেসে ওঠা ব্যর্থ প্রেমিকের মৃত লাশ !
সেই ভোরের গরম তৃষ্ণাকাতর বাতাসে যেন ভেসে আসে
সেই দগ্ধ হৃদয় কাননে বৃষ্টি ভেজা শান্তির বিজয়ী ধোঁয়া !!-
পূর্ণিমার আলোকে,
লুক্কায়িত তারাদের খুঁজে চলি
প্রকাশ্য দিবালোকে।
জোৎস্না মাখা রূপোলি শহরে
বেড়েছে অতিথি সমাগম,
ছায়াপথ জুড়ে অন্ধকারে
একাকী ধ্রুবতারার মনকেমন।
নিয়ন আলোয় ঢেকেছে রাজপথ,
চাঁদ সাজিয়েছে জোছনার শয্যা,
চন্দ্রমার উথলে পড়া খুশিতে
মুখ ঢেকেছে অনুজ্জ্বল অমাবস্যা।
প্রেমাতুর চোখে কাব্য লেখে রাতের শহর,
প্রেমিকের অপেক্ষায়,
অভিমানী মেঘে ঢাকা তারা
আজও বুঝি বিরহের গান লিখে যায়!
চাঁদের হাসির উচ্ছ্বাসে বিলীন হয়
যত পুরানো সৃষ্টি,
অন্ধকারের চাদর সরিয়ে
উঠোন জুড়ে নেমেছে আলোর বৃষ্টি।-
সারা পৃথিবী ভিজে যায় জোছনায়,
কলঙ্কিনী চন্দ্রমার নেশাতুর কিরণ
রুপোলি আলোর বৃত্তে অক্লেশে চুমু খায়।
চাঁদের হাসির বাঁধ ভাঙা উচ্ছাসে
তমসা লুকিয়েছে অভিমানী চাদরে,
অজস্র তারারা মিলনের কবিতা লিখেছে
মুগ্ধতায় মাখা স্নিগ্ধ আবেগ জড়ানো সুরে।
হৃদয় আন্দোলিত হয় চন্দ্রালোকিত শিহরণে
রাত জাগে নয়নযুগল নক্ষত্রের পাশে,
হাসনুহানার আদুরে পরশে প্রহর কাটে সঙ্গোপনে
শান্ত নদীতে জোয়ার- ভাটার তরঙ্গ ভাসে।
অতৃপ্ত বেদনার দেওয়াল খসে পড়ুক আজ
চন্দ্রমার উষ্ণ ঠোঁটের নিটোল হাসির অন্তরালে,
আলতো হৃদয় আঁকে ভালোবাসার কোলাজ
মোমের মতো চাঁদের উষ্ণতা পড়ছে গলে।-
"তারাদের সমাগমে....
হাজারো আকাশবীণা গান শুনে শুনে,
চাঁদের মায়াবী রূপের জাল বোনে।
মহাশূণ্যের কক্ষপথে স্নিগ্ধ আকাশে.... রাতজাগা তারারা ভীড় করে।
আসমানী রঙের সাদা- কালো ছোঁয়া,
দিবালোকে রবির সাক্ষাতে ঢাকা পড়ে"।-
ও গো চন্দ্রমা....
কেন বারবার ফিরে আসি একই ভালোলাগায়
এ রহস্যময়ী রূপের মোহ কাটাতে পারি না।
তুমি আছো, সৃষ্টির আদি থেকে, তবু কেন -
মনে হয়, এই রূপ প্রতি মুহূর্তে বেড়ে যায়
স্মৃতির গহ্বর থেকে দু-মুঠো ভালোলাগা কুড়িয়ে আনি, সঞ্চয় করি দুর্যোগের জন্য
প্লাবনে তো এই স্মৃতিটুকুই সঞ্চয়, হারিয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়া সময়ে।
তোমার তরে বারবার ফিরে ফিরে আসি, ক্লান্তি ছুড়ে ফেলি ;তোমার স্পর্শ দেহে মেখে নি।
টুকরো টুকরো স্পর্শ শরীরের অস্থি, চর্ম
ভেদ করে বিলীন হয়। এ দ্যুতির কাছে হার মানে সব দুঃখ, কষ্ট। তোমার স্পর্শে ধন্য হই অহরহ। তবু কেন তুমি বারবার চলে যাও- আমায় একলা ফেলে। আমার চোখের পলক পড়ে তোমার প্রতীক্ষায়, সকল ধন-সম্পদ, প্রাপ্তি তুচ্ছ হয়ে যায় তোমার স্নিগ্ধতায়।
-
ব্যর্থ অনুভূতি মিনতি করে, কেন ঝরে মুক্তো অকারণ?
ঝণ পরিশোধ দাঁড়িপাল্লায়, শর্তসাপেক্ষে ব্যাকুল মন।-
হাসির জ্যোৎস্না-মাখা-রাত আজ দীপ্ত ;
আকাশ-ভরা-তারা, নিঃশব্দে সারারাত-
তাই কি, চাঁদের-হাসির কারণ খুঁজতে ব্যস্ত ??
চাঁদের হাসি বাঁধ ভেঙেছে,
নিস্তব্ধতা ভেঙেছে, রাত-জাগা মনের অনুভব ;
অনুভূতিগুলো হাসি মেখে-মেখে হাসবে আজ;
রাতের আকাশ দেখছে, আনন্দের মহা-কলরব!!-
ওই কালো রাতের আকাশে।
উজ্জ্বল আলোর ধারা ভাসিয়েছে;
লক্ষ লক্ষ তারাদের দেশে।
অন্ধকার আজ নম করতে চাইছে,
চাঁদের হাসির উজ্জ্বলতার কাছে।
চাঁদের হাসি আজ শুধু করবে রাজ;
তাঁরই শোভায় ভবন মাতবে আজ।-