প্রিয়াঙ্কা
-
Priyanka Majumder
(প্রিয়াঙ্কা)
1.5k Followers · 54 Following
অপরূপভাবে ভাঙা, গড়ার চেয়েও মূল্যবান কখনো-সখনো!
Joined 20 November 2017
15 FEB AT 22:23
হঠাৎ করেই হাতের কাছে
কিলবিল করছে একগাদা ফাঁকা সময়
এই ক'দিন আগেও তো সময়ই ছিল না
এখন 'এত' সময় নিয়ে কী যে করি...
লাফিয়ে লাফিয়ে ওঠা চিৎকার
অবদমিত তার স্বর ; আর্ত অথচ ঝাঁঝালো।
বিকেলবেলার আলো মাঝে মাঝে সকলবেলার
গোলাপি আভাকে ম্লান করে,
এমন এমন এক-একটা দিনে
হাঁট বসে, বেঁচা-কেনা হয়
কোকিল ডাকে, খালি
চাঁদ ওঠে না...-
14 FEB AT 13:06
দেবতার কাছে,
করজোরে ; নতমস্তকে দাঁড়িয়ে
তিনিও নিশ্চুপ, বেশি কাছাকাছি এলে
কথা বলা যায় না।
জমে থাকা পাপ আর যাই হোক এক স্নানে ধোয় না...
নিশ্চিদ্র প্রান্তরে ষষ্টাঙ্গে অর্ঘ্যদান।
এমন দুর্দিনে তারও চোখ খানিক চিক চিক করে ওঠে,
ধূলো-ধূসরিত মাঠ পাক খেতে খেতে শুষে নেয় আস্ত একটা শরীর।
কে বলেছে, ঈশ্বর'কে স্পর্শ করা যায় না?
সময় হলে, তিনি নিজেই ধরা দেন
রক্ত-মাংস-শিরা-ধমনীর একদম মাঝখানে
অপরাজিতার তৃতীয় নয়ন হয়ে...-