সঠিক গন্তব্যে পৌঁছোতে হলে
কিছু মন্তব্য এড়িয়ে যেতে হয়, বন্ধু।।-
YQ joining date---8th August,2017
সামলে নেবো মেঘলা দিনের ক্ষত,
পেরিয়ে যাবো বৃষ্টিদিনের শোক―
ভালোবাসার আরেক নাম তবে
একসাথে থেকে যাওয়া হোক।।
-
অন্য কোনো গল্প লিখো, তোমার-আমার গল্প না।
বৃষ্টি, তুমি সত্যি এলে? নাকি এটাও কল্পনা?-
উৎসর্গ
যাদের বুকের ভেতর আস্ত একটা মরুভূমির বাস,
তাদের জন্য এক সমুদ্র লিখে যাবো বারোমাস...-
শীতকাতুরে আমার শহর তখন
বন্ধুর নামে রঙিন গল্প পাঠায়,
কিছু গল্প, রোদেলা খুনসুটি
সেজে ওঠে মনের গোপন খাতায়।
নীললোহিতের চোখের গভীর নীলে
তোর কথারা শব্দ ডেকে আনে―
ঠিক কতটা আবেগ লিখিস তুই,
জন্মদিনের সকাল হিসেব জানে।।-
ভেসে আসুক আদুরে সুর,
ছুটে আসুক আবেগের দল,
সবাই মিলে আসর সাজাক,
সেই আসরেই, বন্ধু রে চল।
সাতটা তারায় গল্প মিশুক,
পদ্য লিখুক নীল কোলাহল,
সোনার কাঠি রুপোর কাঠির
গল্প সাজাই, বন্ধু রে চল।
বেলাশেষেও থেকে যাবো,
আনবো ফুলের ছন্দ কিনে,
ইচ্ছেরা আজ শব্দ সাজায়
বন্ধু রে তোর জন্মদিনে।।-
যেসব অসুখ সারলো না আর,
যেসব সুখের বয়স বাড়লো না আর,
ওদের জন্য কি আর দিতে পারি?
ওদের জিতে যাওয়ার গল্প শোনাক তোমার জানুয়ারি...-
চেনা বাস্তবটা থেকে একটু একটু করে সরে যাচ্ছে সে।
মিলিয়ে যাচ্ছে ঠিক তোমার প্রথম প্রেমের চিহ্নের মতো,
মিশে যাচ্ছে কোনো অজ পাড়াগাঁয়ের দিগন্তরেখায়!
তুমি চাইছো, বারবার চাইছো, আজ কোনো ম্যাজিক হোক;
সময় থমকে থাকুক আরো কিছুক্ষণ―
সে এসে দাঁড়াক তোমার জানালার পাশটায়―
তারপর দূর থেকে তোমার চোখে ভেসে এলো
এক নিদারুণ আলোকরেখা―
শিখিয়ে দিয়ে গেল,
এই নতুন ভোরের আলোয়
একটা চেনা কন্ঠস্বর তুমি হারিয়ে ফেললে, আরও একবার...-
কিছু রোদেলা কাব্য চাই,
এ যে বোনেরই আবদার!
সেই হাতছানি ফেরাবে
এমন সাধ্যি বলো কার?
কিছু আবেগ মিশলো মনে,
আজ ছন্দেরা জড়োসড়ো,
এমন ভালোবাসায় ঘেরা,
এ যে খুনসুটিদের ধরন।
তুই শব্দ লিখিস আরো,
সেই শব্দেরা পাক ডানা,
আজ মনের ভীষণ কাছে
থাক ইচ্ছের পরোয়ানা।-
ডিসেম্বরের শেষটা তখন আগলে রাখতে ব্যস্ত ওরা। সবটুকু মুছে যাচ্ছে ডাইরির পাতা ফুরোনোর আগেই। ওরা আঁকড়ে ধরছে এ শহরের হাওয়ায় ভেসে বেড়ানো তোমার প্রিয় শব্দগুলো, শুষে নিচ্ছে শীতের মায়াবী গন্ধটা। শহরের শীতলতম সন্ধ্যেয় কত গল্প ভেঙে যাচ্ছে ক্লাইম্যাক্সে পৌঁছোনোর আগের স্টেশনেই। কত মুহুর্ত সেজে উঠছে তোমার প্রিয়তমার চোখে চোখ রেখে।
এভাবেই ডিসেম্বরের সবটুকু মুগ্ধতা জুড়ে
কেউ লিখছে বছরের শ্রেষ্ঠ উপাখ্যান।-