কিছু শব্দের দ্বন্দ্ব, বোঝায় ভালো মন্দ ।।
-
নীল ডাইরির প্রতি পাতায় ভালোবাসি লিখেও -
গল্পটা আজ অসম্পূর্ণ!
জীবনের খেলা ঘরে নিঃশব্দে যখন রাত নেমে আসে ...
চাঁদের স্নিগ্ধ আলোয় কাজল মাখা দুটি চোখে
গল্পটা হয় পূর্ণ!!
-
হাতে হাত রেখে চলার চাহিদাটা নেই আর,
তুমি বরং প্রতি দীর্ঘশ্বাসে থেকো আমার।
না চাওয়ার নিখুঁত অভিনয়ে 'ভালো আছি' আজ।
বাস্তবতার ভিড়ে বিপদ এড়াতে দূরত্বেই ভালোবাসা বেঁচে থাক।।-
দিনরাত হেঁটে চলে
শ্রমিক পরিযায়ী
ওদের কথা ভাবার মতো
কেউ যে কোথাও নাই
মহামারীর কবলে ওরা
খুইয়েছে সর্বস্ব
সহ্য করা যায় না দেখে
এমন করুন দৃশ্য
আপনজনের কাছে ফিরবে
এইটুকু তো আশ
মাইলের পর মাইল হাঁটছে
দিয়ে অন্তিম শ্বাস
সরকার কে অনুরোধ
একটু তাকান ওদের দিকে
একচিলতে হাসি ফিরুক
বিষণ্য সব মুখে।
-
আমার পরিচিত এক ব্যক্তি কাল আত্মহত্যা করেছে।খুব খারাপ তো লাগলই তার সাথে অনেক কিছু ভাবালো আমাকে।এতো সহজে মানুষ কেন হার মেনে নেয়।কোরোনাজনিত এখন গোটা দুনিয়ারই আর্থিক অবস্থা শোচনীয় কিন্তু তাই বলে কি মৃত্যু কোনো সমাধান হোলো!শুনেছি সে নাকি নিয়মিত জিম এ কসরত করতো।কিন্তু শরীর টাই শক্তিশালী করতে পেরেছে মন তো একেবারেই নমনীয়।অনেকে হয়তো বলবেন বলা খুব সহজ কিন্তু বাস্তব অনেক কঠিন।হ্যাঁ ঠিক বাস্তব ভীষণ কঠিন তবুও আমার ব্যাক্তিগত কঠিন যুধ্ব জয়ের অভিজ্ঞতা থেকে বলছি যদি হার না মেনে টিকে থাকতে পারো জিৎ নিশ্চিৎ জেনো।সকল কে অনুরোধ কেউ এমন হঠকারিতা কোরোনা।একটু সময় লাগবে তবে সব ঠিক হবে।ভালো থাকো সবাই।
-
কিছু কিছু কথা গাঁথা থাকে ভিন্নেও, ভোলা যায় না সম্পর্কের ছিন্নেও....
-
মেঘবৎ কর্ণকুহরে
মাসহীন হৃদয়গাঁথা,
জীবিত কিছু কবর-প্রলাপে
ভঙ্গুর 'প্রজন্মহারা কবিকথা'।-
দুঃখ কষ্ট ভুলে যাই মাথা নিচু করলে।
মনে পড়ে !
মাটির মানুষ আমি মাটিতে যাব মিলে।
তবে কেন এত অহংকার এত বাহাদুরি?
কিসের ভােগ বিলাসিতা,কিসের গাড়ি-বাড়ি?
সবী এ ধরায় ফেলে রেখে আমি যাব চলে।
নাম ধরে কেউ ডাকবে না, মৃত বলবে সকলে।
কিসের এই রং তামাশা? হাসির খেলা ঘর।
আসল ঠিকানা সবার, মাটির ছোট্ট ঘর।
ধন দৌলত এর মালিক হয়ে, বুকে অহংকার।
আজ মরলে কাল দুদিন!!
কেউ পুড়ে ছাই হবো,
কেউবা ধুলোয় একাকার।
কিসের এত লড়াই ঝগড়া কিসের অহংকার?
কিসের এত লড়াই ঝগড়া কিসের অহংকার?-