ক্ষণস্থায়ী একখানি আলিঙ্গনেও
অনেক কিছুই লুকিয়ে থাকে।
অনেকটা নিরাপত্তা আর একটু শান্তি।
ক্ষতের ক্যানভাসে ভরসার প্রলেপ।
মন বয়ামের ঢাকনা সরিয়ে
কর্পূর হয়ে উবে যায় অভিমান
প্রতিশ্রুতি দিতে লাগে না অহেতুক
স্পর্শই যথেষ্ট বুঝিয়ে দিতে
আমি আছি পাশে আছি।
দেবযানী ✍🏻-
Sorry
I'm sorry that
I didn't trust you as
I've lost it because of someone else
I didn't believe your words
because of someone's lies
I didn't let you come closer
to hide my wounded soul
caused by someone's betrayal
I pushed you back everytime
you've come to hold me tight
though I needed badly
I pretended to ignore you because
I feared of being ignored
Sorry,I'm sorry...
Debjani ✍🏻-
৩২তম জন্মদিনের প্রাক্কালে দাঁড়িয়ে আজ নিজেকে পরিপূর্ণ লাগছে।মনে হচ্ছে আর কিছু চাওয়ার নেই জীবন থেকে,আর কিছুর পিছনে ছোটার নেই।মনে হচ্ছে সবই তো পেয়ে গেছি ছুটব কিসের পিছনে।
নিজের স্বপ্ন পুরণ হয়েছে,স্বল্পসংখ্যক হলেও মানুষজন আমায় ভালোবাসে শ্রদ্ধা করে,নিজের এতটা সঞ্চয় আছে যে প্রয়োজনে এই মুহুর্ত থেকে বাকী জীবন একা কাটিয়ে দিতে পারি কারো সাহায্য ছাড়া,প্রথাগত বাবার বাড়ি ও স্বামীর বাড়ি ছাড়াও সম্পূর্ণ নিজের একটা ছোট্ট কূটীর করতে পেরেছি নিজের ক্ষমতায়,ব্যক্তিগত সম্পর্ক গুলিও চরম চড়াই-উতরাই দেখে আজ একটি স্থিতিশীল জায়গায়।
আর কি লাগে নিজেকে পরিপূর্ণ দাবী করতে?
লড়াইটা কম ছিলো না।অনেক প্রতিকূলতা,অনেক খারাপ পরিস্থিতি আমিও পেয়েছি।এক এক সময় আত্মহননের কথাও যে মাথায় এসেছে অস্বীকার করবো না।তবে একটা জিনিস ভগবান আমায় ভুল করে কিনা জানি না অনেকের থেকে একটু বেশিই দিয়ে ফেলেছেন।আমার মনের জোড়।আমার খারাপতম দিনেও নিজের মনের জোড়েই নিজেকে টিকিয়ে রাখার রসদ জুগিয়েছি।
তবে সত্যি বলতে এই খারাপটার হয়তো প্রয়োজন ছিলো নিজেকে প্রতিষ্ঠা করার জন্য।দেওয়ালে পিঠ না ঠেকে গেলে আসলে কেউই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে না আর জিততে চাইলে লড়াইয়ের কোন বিকল্প আজও তৈরী হয়নি।
মোদ্দা কথা হলো এবার ছোটাছুটি ছেড়ে খেয়ে দেয়ে আরামে শুয়ে বসে শ্লথগতিতে বাকী জীবনটা কাটাবো ব্যাস😃
দেবযানী✍🏻
-
the tiger...there are so many animals in a forest but tiger is known to be the king due to its strength and efficiency..similarly there are too many languages are spoken worldwide but due to its impact and as it is easy to learn, English language is the king of languages in the world.
-
Missing my writing days,not getting time for writing,thinking to close my account 🥺
Let's see
Debjani-
𝒐𝒑𝒑𝒐𝒓𝒕𝒖𝒏𝒊𝒕𝒊𝒆𝒔 𝒂𝒏𝒅 𝒇𝒂𝒊𝒍𝒖𝒓𝒆𝒔.
𝑻𝒉𝒆𝒓𝒆'𝒔 𝒏𝒐 𝒐𝒏𝒆 𝒘𝒉𝒐 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒇𝒂𝒄𝒆𝒅 𝒇𝒂𝒊𝒍𝒖𝒓𝒆.𝑺𝒐 𝒍𝒆𝒂𝒓𝒏 𝒕𝒐 𝒂𝒄𝒄𝒆𝒑𝒕 𝒃𝒐𝒕𝒉.
𝑹𝒆𝒎𝒆𝒎𝒃𝒆𝒓 𝒐𝒏𝒆 𝒎𝒐𝒓𝒆 𝒕𝒉𝒊𝒏𝒈,
𝑭𝒂𝒎𝒆 𝒊𝒔 𝒑𝒓𝒊𝒄𝒆𝒍𝒆𝒔𝒔 𝒘𝒉𝒆𝒏 𝒊𝒕'𝒔 𝒆𝒂𝒓𝒏𝒆𝒅
𝑭𝒂𝒎𝒆 𝒊𝒔 𝒘𝒐𝒓𝒕𝒉𝒍𝒆𝒔𝒔 𝒘𝒉𝒆𝒏 𝒚𝒐𝒖 𝒃𝒖𝒚 𝒊𝒕...
Debjani ✍🏻-
Hey
Now you can find me here 👇
https://www.facebook.com/debjani.dey.35325-
বিষাক্ত মানুষ
যদি মনের ব্যারিকেড ভেঙে যাওয়ারই ছিল
যদি ভগ্নপ্রায় হৃদযন্ত্রটি গুড়িয়ে দেওয়ারই ছিল
তবে কেন এসেছিলে সঞ্জীবনী রূপ নিয়ে
কেন বলেছিলে ভরিয়ে নেবে ভালোবাসা দিয়ে
আর যদি ধরেও নি যা ছিল সবই আমার একতরফা
তবে কেন? কেন দেখিয়েছিলে সোহাগ,সহানুভূতি
কেন করেছিলে শত সহস্র মিথ্যে প্রতিশ্রুতি
তুমি তো জানতে আমি তখন ভারাক্রান্ত কতটা
তবুও তুমি কসুর করোনি আমায় ঠকাতে এত টা
এত নিষ্ঠুর তুমি?এত খানি পাষাণ?এতটাই তুমি নির্দয়!
প্রেমের নতুন স্বরলিপি বুনতে এখন যে আমার ভয় হয়।
বিশ্বাসঘাতকতার ভয়াবহতা দেখে মন এতটাই বিষাদে
বিশ্বাসের পিল গলাধঃকরণ করেও আর মন সাড়া দেয় না ঔষধে।
দেবযানীর কলমে ✍🏻
-
"People with cheating and manipulative existence,
Always can reach only to a certain distance."
✍🏻✍🏻Debjani Dey-