বাতাসে আজ হিমেল পরশ,শিউলি ফুলে মাখি-
আগমনীর সুরে উমার আসার আশায় থাকি।-
আগমনীর সুর বেজে উঠেছে,
সাদা কাশফুল উড়ছে আকাশে।
মনটা খোঁজে তোমার ছোঁয়া,
এই শরৎ এর আশ্বিন মাসে।-
স্রোতস্বিনীর স্রোতের কল্ কল্ শব্দ
ভেসে চলছে বায়ুর আলিঙ্গনে।
দুই তীরে কাশফুলেরা মাথা উঁচিয়ে
হেলে দুলে স্বাগত জানায় আগমনীর বার্তা।
স্মৃতির ঘরে আঁধার হতে ছড়ায় সৌরভ,
শারদকালীন প্রস্ফুটিত
সাদা পাপড়ির শেফালী পুষ্প।
মন্দির প্যান্ডেলে চলমান
দিবানিশি যুদ্ধকালীন তৎপরতা,
শিল্পীর ছোঁয়ায় কাঠামোতে সাজে দশভূজা।-
শরতের মিঠে রোদ আর কাশফুল দেখে করি,
পূজোর আনন্দ খোঁজার বৃথা চেষ্টা,
শিশুমন হয়েছে যুবক,সোশ্যাল মিডিয়ায় গিলেছে সময়,
এখন Like Share মেটায় মনের তেষ্টা।-
ভোরের আকাশে শুনি আগমনীর গান
কাশ ফুলেরা করছে খেলা,উচ্ছ্বসিত প্রাণ !
শিউলি ফুলের মিষ্টি গন্ধে মনটা দুলে ওঠে
মা আসছে হেঁটে হেঁটে মোদের মেঠো মাঠে-
শরতের ভিড়ে
----------------------
মনের পায়ে আবেগকম্পিত ঘুঙ্গুর,
অস্থিরতা আঁকি কাশফুলের গভীরে,
তুলাকাশে বন্দী আঁখির তৃপ্তি,
কিছু কিছু শিউলি যদিও আঁতুড়ঘরে।
দিনের জালে অগোছালো ব্যস্ততা,
তবু অপেক্ষার হিসেবে ছেড়েছি ধারবাকি,
অচেনার মাঝেও চেনা সুখ,
কল্পনার জেরে কাজে ফাঁকি।
অসম্পূর্ণ প্যান্ডেলে লেপছি অদ্ভুত আনন্দ,
আহ্লাদ গড়াচ্ছে কুমোরটুলির তীরে,
দরজা গোড়ায় পুজোর আভাস,
হারাচ্ছি কি মন শরতের ভিড়ে!
-
চল সখী তোরে নিয়া যাইবো হাট বাজারে
কিনা দিবো কানের দুল।
আসার পথে খাওয়াবো তোরে ফুচকা আর
খোপায় দেবো কাশ ফুল।।
-