Chandrakanta Dutta   (C K DUTTA)
3.3k Followers · 9 Following

আমি আমার নিজের মতো।
Home - Dantan, Paschim Medinipur.
Joined 28 March 2018


আমি আমার নিজের মতো।
Home - Dantan, Paschim Medinipur.
Joined 28 March 2018
4 APR 2021 AT 19:04

যারা প্রতিদিন দুমুঠো খাবারের জন্য লড়াই করে,
তাদের কাছে স্বর্গ ও নরকের ধারণা মূল্যহীন।
এই পৃথিবীতে বেঁচে থাকাটাই তাদের মুল উদ্দেশ্য।

-


31 MAR 2021 AT 13:51

তুমি হলে অভিনেতা, আমরা খুবই সাধারন,
প্রয়োজনে সাজো নেতা, ভাবো বোকা জনগণ।
তোমাকে সবাই চেনে বহুরূপী চরিত্রে,
পারবে কি নেতা সেজে মানুষের পাশে দাঁড়াতে।

-


29 JAN 2021 AT 18:19

পুরনো কে ভুলে যাই নতুন কে পেয়ে,
পরে ভাবি সে ভালো ছিল নতুনের চেয়ে।

-


25 JAN 2021 AT 19:22

উজ্জ্বল আলোর মাঝে মোমবাতিকে কেউ চেনে না।

-


3 JAN 2021 AT 19:49

মৃতদেহের সংখ্যা গুনতে গুনতে আন্দোলন এগিয়ে চলে।
অসহায় বাবা মায়ের কান্নার শব্দে শিশুর ঘুম ভাঙে।
যে দেশের জনগন আজও ঘুমায় ফুটপাতে।
সে দেশে বিলাসিতার স্বপ্ন দেখানোর চেয়ে -
বেশি প্রয়োজন দুমুঠো খাবারের।

-


14 NOV 2020 AT 15:36

ডাকবাক্স আজ তালা বন্ধ,
পিওনের খোঁজও কেউ রাখেনা।
চিঠি তাই একা খুঁজে চলেছে,
মনের মানুষের অজানা ঠিকানা।

-


13 NOV 2020 AT 10:52

একবার নিজের বিবেক কে প্রশ্ন করে দেখো।
এই পৃথিবীতে বাঁচার জন্য কার প্রয়োজন বেশি -
ক্ষুধার্তের খাবার নাকি বিলাসিতার।

-


12 NOV 2020 AT 19:11

যে প্রেমে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন বারবার আসে,
সে প্রেম তাসের ঘর, ভাঙে হালকা বাতাসে।

-


3 OCT 2020 AT 6:20

হিংস্র পশুর সাথে প্রতিযোগিতায় -
কিছু মানুষ অনেকটা এগিয়ে গেছে।

-


1 OCT 2020 AT 11:13

যাকে তুমি অবহেলা করে,
ঠেলে দাও দুরে।
সে হলো তোমার প্রকৃত বন্ধু,
মিলিয়ে নিও পরে।

-


Fetching Chandrakanta Dutta Quotes