QUOTES ON #কালো

#কালো quotes

Trending | Latest
9 JAN 2020 AT 11:58

ডিয়ার কাজল,
সমাজ বলে-- তোকে ছাড়া নাকি আমাকে তাদের আয়নায় দেখতে ভীষণ অসুস্থ লাগে.. কষ্টে জর্জড়িত লাগে,তোকে বেশি করে লাগালে নাকি আবার পশ্চাতে তকমা ছুঁড়ে মারে "বেশ্যা" ! সুর্মা,কালি--তোর বিভিন্ন নামে নাকি ফুটে ওঠে পুরুষদের আকৃষ্টময় জৈলুস হৃদয়...প্রকৃতির দেওয়া দু-চোখের মহিমা 'টানা-কালো-চোখে' পরিণত হয়--বই, সিনেমা,জীবনের নানান নাট্যমঞ্চে। সে সবের বিশ্লেষণ সত্যিই বড় অস্পষ্ট আমার আয়নায়। বিশ্বাস করি, তুইই একমাত্র পারিস চোখের নিচের কালশিটে কালো গুলোর সমীকরণ চাপা দিয়ে এক রেখায় রাত্রের বালিশ ভেজানো অঙ্ক গুলো এক লাইনে "স্ট্রং-বোল্ড,কিছুই হয়নি" ব্যক্তিত্বে পরিণত করতে।আমি অন্তত তোকে পরলে তেমনই অনুভব করি।এভাবেই পাশে থাকিস,যাতে
একফোঁটা দুর্বলতার আঁচ আঘাত দেওয়ার জন্য ওট পেতে
বসে থাকা মানুষ গুলো হঠাৎ নিরুদ্দেশের খোঁজ না পায়।
ইতি এক নিশাচর কালশিটে চোখ

-


10 MAY 2019 AT 17:28

শব্দ প্রকাশের নতুন ধারায়
অন্ধকারকে বলবে কালো

-


14 JUN 2021 AT 11:32

আমি তোমায় ভালোবাসি আমি তো কালো কুৎসিত।
ভালোবাসা হয় হৃদয় দিয়ে সেতো সবাই বলে।
তবে কিসের আপত্তি? কাছে গেলেই বিপত্তি।
বিশ্বাস করে দেখতে পারো, কতবার বলতে পারো?
কে তোমায় আঘাত দিল? তোমার মতো কেউ তো ছিল।
সবাই কিন্তু এক হয়না, এটা কাছে আসার বাহানা।
আমি সত্যি তোমায় ভালোবাসি, আমি ভালোবাসায় নই বিশ্বাসী।
কালো কাজল চোখে থাকে, সবাই কি আর কাজল আঁকে?
কালো তো কৃষ্ণও ছিল সোনার আংটি বাঁকাও ভালো।
কালোর মাঝে আলোর দেখা, ও সব থাকে কাব্য কথায়।
হীরার জন্ম কালোর বুকে জহুরী আর কজন আছে?
চোখের তারায় আলোর দ্যুতি তবুও কালো আঁধার রাতি।
আকাশ কালো তারার আলো মন ভোলাতে ভালোই পারো।
সারা জীবন মন ভোলাবো, তবে তোমায় বাসবো ভালো।
সত্যি বলছো? দিব্যি কর, মনে হচ্ছে তুমি ছেলে ভালো।
কথা দিলাম থাকবো সাথে, হাত ছেড়োনা মাঝ পথেতে।
তোমার সাথে বুড়ো হব আমিও তোমার বুড়ী রবো।
জীবনে হবেনা ছাড়াছাড়ি, এসো তবে শপথ করি।

-


24 JUL 2018 AT 17:47

কালো মেঘেতে ঢেকেছে আকাশ,
তার মাঝে খুঁজি পুর্ণিমার চাঁদ।

-


7 JUN 2020 AT 16:54

কালো ফুল
আমার আঙ্গিনায় কালো ফুল ফুটলো
মন আমার নেই তো ভালো।।
কেমন আছি, তুমিই বলো

তোমার দ্বারে নতুন আলো
আমার প্রদীপের নেই তো আলো
কোথায় থাকি, এবার বলো

তোমার আকাশে জোৎস্না এলো
আমার শুধুই তাঁরা
বুঝলে এবার, আমার কেন মনমরা

আমার দুঃখ সুখের সমান্তরালে
এবারও যদি বলো, ভালোই আছো।
তাহলে বলি, কালো ফুলের গন্ধ ভালো।।








-


18 JUL 2022 AT 6:08

চোখের কোণে ভাঙুক আকাশ, স্বাচ্ছন্দে মেঘ ঘনিয়ে আসুক, 'সব রঙে একাকার'  তাসঘরে,         নীরবে-

 নোনাস্রোতের রাজত্ব কায়েম; - বোবা ঠোঁটে আহুতি দেওয়া একচিলতে অনুভবে ...

-


18 APR 2019 AT 14:09

সাদা পায়রাটা কালো
পায়রার প্রেমে পরলো
ঠিক!

কিন্তু কালো
মানুষটা রিজেক্ট
হলো...

-



কালো কালো করিস কেন
মন যে কালো তোর l
কৃষ্ণ কালো কালী কালো
আঁধার আনে ভোর ll

-


10 MAY 2019 AT 13:23

ছাই হয়ে যাক সব অমানুষিকতা
ঘুচে যাক অমানিশার কালো

-


9 NOV 2019 AT 17:41

মেঘেরও আজ মন খারাপ
কালো পোশাকে মেঘলা
মনের কোণ তো আমারও কালো
ভীড়ের মাঝেও একলা... 😓

-